কালবেলা (উপন্যাস)

সমরেশ মজুমদার দ্বারা রচিত একটি উপন্যাস

কালবেলা ভারতীয় কথাসাহিত্যিক সমরেশ মজুমদার লিখিত একটি উপন্যাস যা ১৯৮১-৮২ খ্রিস্টাব্দে দেশ পত্রিকায় প্রথম ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।[] ১৯৮৪ খ্রিস্টাব্দে এ উপন্যাসের জন্য লেখক বিখ্যাত আকাদেমি পুরস্কার লাভ করেন।[] লেখকের ব্যক্তি অভিজ্ঞতার আলোকেই উপন্যাসের প্রেক্ষাপট নির্মিত।[][]

কাহিনি

সম্পাদনা

এই উপন্যাসটি একটি গল্পত্রয়ীর অংশ; এ ত্রয়ীর অন্য দুটি উপন্যাসের নাম উত্তরাধিকার এবং কালপুরুষ। গল্পত্রয়ীর কেন্দ্রীয় চরিত্র হলো যুবক অনিমেষ যে ১৯৭০-এ প্রথমার্দ্ধে নকশালবাড়ি আন্দোলনে জড়িয়ে পড়ে এবং পুলিশের হাতে ধরা পড়ে নির্যাতিত হয়। অমানুষিক নির্যাতন তাকে শারীরিকভাবে পঙ্গু করে দেয়। অনিমেষের জীবনের চড়াই-উৎরাই, উত্থান-পতনের কাহিনী ঘিরে তৎকালীন পশ্চিমবঙ্গের রাজনৈতিক এবং সামাজিক চিত্রের একটি নিখুঁত চিত্র এই উপন্যাসচক্রে প্রতিফলিত হয়েছে।[][]

পর্দায়

সম্পাদনা

গৌতম ঘোষের পরিচালনায় কালবেলা চলচ্চিত্র নির্মিত হয়। পরবর্তীতে দশ-পর্বের ধারাবাহিক নির্মাণ করা হয় দূরদর্শনের জন্য।[]


তথ্যসূত্র

সম্পাদনা
  1. "'দৌড়' থামল প্রথমবার"আনন্দবাজার পত্রিকা। ২০ ফেব্রুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০২০ 
  2. "সমরেশ ৭৫" (পিডিএফ)সংবাদ প্রতিদিন। ১০ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০২০ 
  3. "শৈবালই ছিল অনিমেষ"আনন্দবাজার পত্রিকা। ২১ মে ২০১৭। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০২০ 
  4. "এদেশে জন্মাইনি তবু আমার বুকের ভিতর বাংলাদেশ"বাংলাদেশ প্রতিদিন। ১৭ ফেব্রুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০২০ 
  5. "আজ 'কালবেলা'"আনন্দবাজার পত্রিকা। ১৫ জুন ২০১৪। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০২০