সুনীল মুখোপাধ্যায়

সুনীল মুখোপাধ্যায় ১৬ সেপ্টেম্বর, ১৯৪৬ - মে, ২০১২) একজন বাঙালি চলচ্চিত্র ও মঞ্চ অভিনেতা।

অভিনয়সম্পাদনা

অভিনেতা ও পরিচালক উৎপল দত্তের নাট্যদলের সঙ্গে জড়িত ছিলেন সুনীল মুখোপাধ্যায়। পরে পরিচালক মৃণাল সেনের কলকাতা ৭১ ছবিতে প্রথম কাজ করেন। কিন্তু এই ছবিতে তার অভিনয়ের জায়গাটি সম্পাদনায় বাদ যায়। পরিচালক বুদ্ধদেব দাশগুপ্তের নিম অন্নপূর্ণা ছবিতে তিনি মুখ্য ভূমিকায় অভিনয় করে পরিচিতি পান। মূলত চাকর, মাতাল, চোর ইত্যাদি প্রান্তিক চরিত্রে অভিনয় করতেন তিনি। ঋতুপর্ন ঘোষের প্রথম সিনেমা হীরের আংটিতে চোরের ভূমিকায় অভিনয় করেন। অজস্র বাংলা ছবি ও টেলিভিশন সিরিয়াল ও মঞ্চে তিনি সহ অভিনেতার কাজ করেছেন৷[১] ৯০ দশকে মনোজদের অদ্ভুত বাড়ী বাংলা টেলিসিরিজে তিনি গোয়েন্দা বরদাচরণের চরিত্রে অভিনয় করেছিলেন।

অমৃত কুম্ভের সন্ধানে, খারিজ, পার, আবার অরণ্যে, কালবেলা, মিস্টার অ্যান্ড মিসেস আইয়ার, পদ্মানদীর মাঝি, তাহাদের কথা, বোস, দ্য ফরগটেন হিরো ইত্যাদি সিনেমার পাশাপাশি মূল ধারার বাণিজ্যিক ছবিতে নিয়মিত অভিনয় করতেন। ক্যালকাটা পিপলস আর্ট থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন সুনীল মুখোপাধ্যায়।[২] ফেরা চলচ্চিত্রে অভিনয় করে বেস্ট সাপোর্টিং রোলের পুরস্কার পান তিনি।[৩]

মৃত্যুসম্পাদনা

আর্থিক সমস্যায় জর্জরিত হয়ে, টিবি রোগাক্রান্ত হয়ে ২০১২ সালের মে মাসে সুনীল মুখোপাধ্যায় কলকাতায় মারা যান।[৪]

তথ্যসূত্রসম্পাদনা

  1. "Sunil Mukherjee movies and filmography - Cinestaan.com"Cinestaan। সংগ্রহের তারিখ ২০২০-০৮-২৯ 
  2. "গরীব-চোর-মাতাল ভূমিকায় বাঙালিকে মাতিয়ে শেষ জীবনে কী পেলেন অভিনেতা সুনীল?"aajbikel.com (ইংরেজি ভাষায়)। ২০২০-০৮-২৫। সংগ্রহের তারিখ ২০২০-০৮-২৬ 
  3. "Sunil Mukhopadhyay - Movies, Biography, News, Age & Photos"BookMyShow। সংগ্রহের তারিখ ২০২০-০৮-২৬ 
  4. "আনন্দবাজার পত্রিকা - আজকের শিরোনাম"archives.anandabazar.com। সংগ্রহের তারিখ ২০২০-০৮-২৬ 

বহিঃসংযোগসম্পাদনা