সাইদুল আনাম টুটুল
সাইদুল আনাম খান টুটুল (১ এপ্রিল ১৯৫০ - ১৮ ডিসেম্বর ২০১৮) ছিলেন একজন বাংলাদেশী চলচ্চিত্র ও নাট্য পরিচালক। তিনি ১৯৭৯ সালে সূর্য দীঘল বাড়ী চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ চিত্রসম্পাদকের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
সাইদুল আনাম টুটুল | |
---|---|
জন্ম | সাইদুল আনাম খান টুটুল ১ এপ্রিল ১৯৫০ |
মৃত্যু | ডিসেম্বর ১৮, ২০১৮ ঢাকা, বাংলাদেশ | (বয়স ৬৮)
জাতীয়তা | বাংলাদেশী |
পেশা | নাটক ও চলচ্চিত্র পরিচালক, সম্পাদক |
কর্মজীবন | ১৯৭৯–২০১৮ |
উল্লেখযোগ্য কর্ম | সূর্য দীঘল বাড়ী আধিয়ার |
পুরস্কার | জাতীয় চলচ্চিত্র পুরস্কার (১ম বার) |
প্রারম্ভিক জীবন
সম্পাদনাটুটুল ১৯৫০ সালের ১ এপ্রিল পুরোনো ঢাকায় জন্মগ্রহণ করেন।[১] ১৯৬৭ সালে মুসলিম সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও ঢাকা কলেজ থেকে ১৯৭১ সালে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিকে থাকাবস্থায় চলচ্চিত্র সংসদ আন্দোলনের সাথে যুক্ত ছিলেন।[১] ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হলে তিনি খুলনা অঞ্চলে ৬ নম্বর সেক্টরের অধীন যুদ্ধে অংশ নেন।[১] বাংলাদেশ স্বাধীন হলে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং ১৯৭৪ সালে আইসিসিআর নামক একটি বৃত্তি পেয়ে ভারতের পুনেতে চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটে চলচ্চিত্র সম্পাদনা বিষয়ে ভর্তি হন। ১৯৭৮ সালে অধ্যয়ন শেষ করে বাংলাদেশে ফিরে আসেন।[১]
কর্মজীবন
সম্পাদনাসাইদুল আনাম টুটুল চলচ্চিত্র সম্পাদক হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৭৯ সালে শেখ নিয়ামত আলী পরিচালিত সূর্য দীঘল বাড়ী ছায়াছবির সম্পাদনার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এছাড়াও সালাউদ্দিন জাকির ঘুড্ডি, শেখ নিয়ামত আলীর দহন, মোরশেদুল ইসলামের দীপু নাম্বার টু ও দুখাই ছায়াছবির সম্পাদনা করেন। চলচ্চিত্র সম্পাদনার পাশাপাশি তিনি চলচ্চিত্র ও নাটক পরিচালনা করেছেন। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র আধিয়ার ২০০৩ সালে মুক্তি পায়। ১৯৪৬-৪৭ সালের বাংলার কৃষক চাষীদের তেভাগা আন্দোলনকে কেন্দ্র করে চলচ্চিত্রটির কাহিনী লিখেছেন গিয়াসউদ্দিন সেলিম।[২]
এরপর তিনি নাটক নির্মাণে মন দেন। ২০০৯ সালে তার নির্মিত তিনটি নাটক বখাটে, আপন পর ও নিশিকাব্য জনপ্রিয়তা লাভ করে।[৩] সাইকেল চালিয়ে জীবিকা অর্জন করে এমন একটি পরিবারের গল্প নিয়ে ২০১১ সালে নির্মাণ করেন এক পর্বের নাটক হেলিকপ্টার। এতে সাইকেল চালকের ভুমিকায় অভিনয় করেন আজিজুল হাকিম।[৪] এরপর তার নির্মিত উল্লেখযোগ্য নাটকসমূহ হচ্ছে ৫২ গলির এক গলি, দায় মার সন্তানেরা, অপরাজিতা, মৃতের প্রত্যাবর্তন[৫], শিউলিমালা, কুটে কাহার,[৬] গোবরা চোর[৭]।
২০১৪ সাল থেকে তিনি এটিএনবাংলা ও ব্যাকড্রপ লিমিটেডের যৌথ আয়োজনে নির্মিত এটিএন বাংলায় প্রচারিত আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান "রয়েলে টাইগার নাট্যযুদ্ধ"-এর বিচারকের দায়িত্ব পালন করছেন।[৮]
চলচ্চিত্রের তালিকা
সম্পাদনাপরিচালক
সম্পাদনাসাল | চলচ্চিত্রের নাম | অভিনয়ে | টীকা |
---|---|---|---|
২০০৩ | আধিয়ার |
সম্পাদক
সম্পাদনাসাল | চলচ্চিত্রের নাম | অভিনয়ে | টীকা |
---|---|---|---|
১৯৭৯ | সূর্য দীঘল বাড়ী | [৯] | |
১৯৮০ | ঘুড্ডি | ||
১৯৮৬ | দহন | ||
১৯৯৬ | দীপু নাম্বার টু | ||
১৯৯৭ | দুখাই | ||
২০০৩ | আধিয়ার |
টেলিভিশন
সম্পাদনানাটক
সম্পাদনাসাল | নাটকের নাম | অভিনয়ে | টীকা |
---|---|---|---|
১৯৯৮ | নাল পিরান | ||
২০০৯ | বখাটে | ||
২০০৯ | আপন পর | ||
২০০৯ | নিশিকাব্য | ||
২০১১ | হেলিকপ্টার | ||
২০১২ | কুটে কাহার | ||
২০১২ | মৃতের প্রত্যাবর্তন | ||
২০১৪ | গোবরা চোর | ||
৫২ গলির এক গলি | |||
দায় মার সন্তানেরা | |||
অপরাজিতা | |||
শিউলিমালা |
টিভি অনুষ্ঠান
সম্পাদনা- রয়েলে টাইগার নাট্যযুদ্ধ - বিচারক হিসেবে
পুরস্কার ও সম্মাননা
সম্পাদনাতিনি ১৯৭৯ সালে সূর্য দীঘল বাড়ী চলচ্চিত্র সম্পাদনার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। ২০০৪ সালে চলচ্চিত্র পরিচালক হিসেবে পেয়েছেন ফজলুল হক স্মৃতি পুরস্কার।[১০]
- বিজয়ী: শ্রেষ্ঠ সম্পাদনা - সূর্য দীঘল বাড়ী (১৯৭৯)
- বিজয়ী : শ্রেষ্ঠ সম্পাদনা - দহন (১৯৮৫)
মৃত্যু
সম্পাদনা২০১৮-এর ১৮ই ডিসেম্বর বেলা ৩টা ১০ মিনিটে ঢাকার ল্যাবএইড হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।[১১]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ ঘ "পরিবারের ইচ্ছা, টুটুলকে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হোক"। Prothom Alo। ১৮ ডিসে ২০১৮। সংগ্রহের তারিখ ১৮ ডিসে ২০১৮।
- ↑ "একটি পূর্ণাঙ্গ চলচ্চিত্র 'আধিয়ার'"। সিলেট টুডে। ঢাকা, বাংলাদেশ। ২১ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ আনন্দ প্রতিদিন প্রতিবেদক (২৪ অক্টোবর ২০০৯)। "সাইদুল আনাম টুটুলের ৩ নাটক"। দৈনিক সমকাল। ঢাকা, বাংলাদেশ।
- ↑ আনন্দ প্রতিদিন প্রতিবেদক (২৭ অক্টোবর ২০১১)। "সাইদুল আনাম টুটুলের নাটক 'হেলিকপ্টার'"। দৈনিক সমকাল। ঢাকা, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "আজ হতে কুষ্টিয়ায় পরিচালক সাইদুল আনাম টুটুলের 'মৃতের প্রত্যাবর্তন' নাটকের শুটিং শুরু"। দৈনিক আন্দোলনের বাজার। ঢাকা, বাংলাদেশ। ৪ অক্টোবর ২০১২। ৯ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৬।
- ↑ "ফের ধারাবাহিক নিয়ে টুটুল"। দৈনিক আমার দেশ। ঢাকা, বাংলাদেশ। ৩০ এপ্রিল ২০১২। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "মোহনাটিভির ধারাবাহিক নাটক গোবরা চোর"। সাউথ ভিশন নিউজ। ঢাকা, বাংলাদেশ। ২৫ জানুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "শুরু হচ্ছে নাট্যযুদ্ধ"। আজকের পত্রিকা। ঢাকা, বাংলাদেশ। ৬ নভেম্বর ২০১৪। ৯ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৬।
- ↑ বিজয়ী: শ্রেষ্ঠ সম্পাদনা - সূর্য দীঘল বাড়ী (১৯৭৯)
- ↑ "ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০১৫"। আনন্দ আলো। ঢাকা, বাংলাদেশ। ৪ নভেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৬।
- ↑ "চলে গেলেন সাইদুল আনাম টুটুল"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে সাইদুল আনাম টুটুল (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে সাইদুল আনাম টুটুল