ভয়ংকর সুন্দর

২০১৭ সালের বাংলাদেশী নাট্য চলচ্চিত্র

ভয়ংকর সুন্দর অনিমেষ আইচ পরিচালিত ২০১৭ সালের বাংলাদেশী নাট্য চলচ্চিত্র। এটি অনিমেষ আইচ পরিচালিত দ্বিতীয় চলচ্চিত্র। গল্পকার মতি নন্দী রচিত জলের ঘূর্ণি ও বকবক শব্দ গল্প অবলম্বনে ছবিটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অনিমেষ আইচ। ছবিতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা এবং পরমব্রত চট্টোপাধ্যায়। এটি ভাবনা অভিনীত প্রথম চলচ্চিত্র। এছাড়া এই ছবিতে প্রথমবারের মত বাংলাদেশী চলচ্চিত্রে অভিনয় করেন, যদিও তার অভিনীত ভুবন মাঝি এর পূর্বে মুক্তি পায়। অন্যান্য পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, খায়রুল আলম সবুজ, লুৎফর রহমান জর্জ, ফারহানা মিঠু, ফারুক আহমেদ প্রমুখ।[১]

ভয়ংকর সুন্দর
ভয়ংকর সুন্দর চলচ্চিত্রের পোস্টার
পরিচালকঅনিমেষ আইচ
প্রযোজকঅনিমেষ আইচ
রচয়িতাঅনিমেষ আইচ (সংলাপ)
চিত্রনাট্যকারঅনিমেষ আইচ
উৎসমতি নন্দী কর্তৃক 
জলের ঘূর্ণি ও বকবক শব্দ
শ্রেষ্ঠাংশে
সুরকারইমন সাহা
চিত্রগ্রাহকখায়ের খন্দকার
সম্পাদকরতন পাল
প্রযোজনা
কোম্পানি
এ স্কয়ার ফিল্ম কোম্পানি
মুক্তি৪ আগস্ট, ২০১৭
স্থিতিকাল১৩০ মিনিট
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

ভয়ংকর সুন্দর চলচ্চিত্রটি ২০১৭ সালের ৪ আগস্ট বাংলাদেশে মুক্তি পায়।[২] অনিমেষ আইচ পরিচালিত এই ছবিটি ৭ অক্টোবর ২০১৭ সালে সিঙ্গাপুরের জাতীয় গ্রন্থাগারের সিনেমা হলে প্রদর্শণের জন্য মনোনিত হয়।[৩]

কুশীলব সম্পাদনা

নির্মাণ সম্পাদনা

চিত্রনাট্য সম্পাদনা

গল্পকার মতি নন্দী রচিত জলের ঘূর্ণি ও বকবক শব্দ গল্প অবলম্বনে ছবিটির নির্মাণ কাজ শুরু হয়। প্রথমে ছবিটির নাম রাখা হয় 'জেদ'।[৫] পরে নাম পরিবর্তন করে রাখা হয় 'ভয়ংকর সুন্দর'। ছবিটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অনিমেষ আইচ। ছবিটির প্রধান সহযোগী পরিচালক ছিলেন ফয়সাল রাজীব[৬]

চিত্রায়ণ সম্পাদনা

২০১৫ সালের এপ্রিলের মাঝামাঝিতে কুয়াকাটায় একটি গানের দৃশ্যায়নের মধ্য দিয়ে ছবিটির শুটিং শুরু হয়।[৭] ছবির শুটিং শেষ হয় আগস্টের তৃতীয় সপ্তাহে।[৮]

নির্মাণ পরবর্তী সম্পাদনা

চলচ্চিত্রের শুটিং শেষে সম্পাদনা, ডাবিং এবং অন্যান্য কাজের পর ২০১৭ সালের ১২ ফেব্রুয়ারি ছবিটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়। ১৬ মার্চ ছবিটি সেন্সর ছাড়পত্র লাভ করে।[৯]

সঙ্গীত সম্পাদনা

চলচ্চিত্রের আবহ সঙ্গীত পরিচালনা করেছেন ইমন সাহা এবং গানের সুর করেছেন প্রিন্স মাহমুদ, ইমন সাহা এবং অদিত। গানের কথা লিখেছেন আসিফ ইকবাল। ছবির গানের অ্যালবাম প্রকাশিত হয় ২০১৭ সালের ২৫ জুলাই।[১০] ২০১৭ সালে ১৩ এপ্রিল ইউটিউবে প্রকাশিত হয় মমতাজ বেগমের গাওয়া "ফিরবো না আর ঘরে" গানটি।[১১]

গানের তালিকা সম্পাদনা

নং.শিরোনামসুরকারকণ্ঠশিল্পী(রা)দৈর্ঘ্য
১."ফিরবো না আর ঘরে"প্রিন্স মাহমুদমমতাজ বেগম৪:৩৭
২."ভয়ংকর সুন্দর থিম সং"অদিতঅদিত ফিচারিং শোয়েব৫:৫০
৩."আমি পরে থাকি"ইমন সাহাতাহসান রহমান খান ও এলিটা৪:৩৪

প্রচারণা সম্পাদনা

ভয়ংকর সুন্দর ছবির টিজার প্রকাশিত হয় ২০১৬ সালের ৩ ডিসেম্বর। টিজারটির দৈর্ঘ্য ছিল ৫৫ সেকেন্ড।[১২] টিজার প্রকাশের পর ২০১৭ সালে ১ ফেব্রুয়ারি ছবিটির ২ মিনিট ১৫ সেকেন্ডের ট্রেইলার প্রকাশিত হয়।[১৩][১৪] ছবির প্রচারণায় অংশ নেন ছবির দুই প্রধান শিল্পী ভাবনা এবং পরমব্রত। পরমব্রত প্রচারণায় অংশ নিতে ২১ জুলাই বাংলাদেশে আসেন। ২৪ জুলাই তারা দুজনে ঢাকার ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব), নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছবিটি প্রচারণায় অংশ নেন।[১৫] ছবিটির গানে অডিও প্রকাশের দিন ছবির প্রচারণায় অংশ নেন অভিনেত্রী জয়া আহসান, সুবর্ণা মুস্তাফা এবং মামুনুর রশীদ। জয়া এর পূর্বে অনিমেষ আইচের প্রথম চলচ্চিত্র জিরো ডিগ্রীতে অভিনয় করেন এবং এই ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।[১৬]

মুক্তি সম্পাদনা

ভয়ংকর সুন্দর চলচ্চিত্রটি ২০১৭ সালের ৪ আগস্ট[১৭] বাংলাদেশের ২৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ঢাকার ৯টি এবং ঢাকার বাইরে ১৯টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পায়।[১৮]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "৪ আগস্ট 'ভয়ংকর সুন্দর'"দৈনিক প্রথম আলো। ১০ জুলাই ২০১৭। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০১৭ 
  2. "'ভয়ংকর সুন্দর' আসছে ৪ঠা আগস্ট"দৈনিক মানবজমিন। ১০ জুলাই ২০১৭। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০১৭ 
  3. "এবার সিঙ্গাপুরে 'ভয়ংকর সুন্দর', যাচ্ছেন অনিমেষ ও ভাবনা"প্রিয়.কম। ২০১৭-১০-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-১০-০২ 
  4. "কেমন ছবি পছন্দ ভাবনার?"বাংলা মুভি ডেটাবেজ। ১ ফেব্রুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০১৭ 
  5. "'জেদ' নিয়ে পড়ে আছেন ভাবনা"বাংলা মুভি ডেটাবেজ। ২৭ মার্চ ২০১৫। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০১৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  6. "বাংলাদেশের ইলিশ-খিচুড়ি ভীষণ পছন্দের"banglanews24.com। ২০১৫-০৪-২৯। সংগ্রহের তারিখ ২০২১-১১-১০ 
  7. "অনিমেষের ভয়ংকর সুন্দরে পরমব্রত-ভাবনা"বাংলা মুভি ডেটাবেজ। ২৩ আগস্ট ২০১৫। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০১৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  8. "লাল টুকটুকে পরমব্রত-ভাবনা"বাংলা মুভি ডেটাবেজ। ২৩ আগস্ট ২০১৫। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০১৭ 
  9. "অতঃপর ছাড়পত্র পেল 'ভয়ংকর সুন্দর'"বাংলা ট্রিবিউন। ১৬ মার্চ ২০১৭। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০১৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  10. "'ভয়ংকর সুন্দর' সন্ধ্যা: দর্শকদের বড়পর্দায় আহ্বান"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৬ জুলাই ২০১৭। ২৯ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০১৭ 
  11. "মমতাজের গানে 'ভয়ংকর সুন্দর'"বাংলা মুভি ডেটাবেজ। ১৬ এপ্রিল ২০১৭। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০১৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  12. "এক মিনিটে দেখুন 'ভয়ংকর সুন্দর'"বাংলা মুভি ডেটাবেজ। ৪ ডিসেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০১৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  13. "ইউটিউবে 'ভয়ংকর সুন্দর' ছবির ট্রেইলার"এনটিভি অনলাইন। ২ ফেব্রুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০১৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  14. "ভয়ংকর সুন্দর ট্রেলার"বাংলা মুভি ডেটাবেজ। ৪ ফেব্রুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০১৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  15. "'ভয়ংকর সুন্দর' ছবির প্রচারণা করবেন পরমব্রত"চ্যানেল আই অনলাইন। ২৩ জুলাই ২০১৭। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০১৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  16. "‌'ভয়ংকর সুন্দর'-এর প্রচারণায় জয়া"বাংলা ট্রিবিউন। ২৬ জুলাই ২০১৭। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০১৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  17. "শেষপর্যন্ত ৪ আগস্টে 'ভয়ংকর সুন্দর'"দৈনিক ইত্তেফাক। ১০ জুলাই ২০১৭। ১০ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০১৭ 
  18. "এ সপ্তাহের ছবি: ২৮ প্রেক্ষাগৃহে 'ভয়ংকর সুন্দর'"বাংলা ট্রিবিউন। ৪ আগস্ট ২০১৭। ৫ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০১৭ 

বহিঃসংযোগ সম্পাদনা