প্রিন্স মাহমুদ
প্রিন্স মাহমুদ (জন্ম: ১৭ জুলাই) বাংলাদেশের জনপ্রিয় গীতিকার, সুরকার ও সঙ্গীত শিল্পী পরিচালক। গীতিকার হিসেবে ৯০ দশক থেকে বাংলাদেশে ব্যান্ড শিল্পীদের একক এবং যৌথ অ্যালবামের গান লেখা, সুর করা এবং সংগীতায়োজনের কাজ করেছেন তিনি। তার লেখা ও সুর করা একাধিক গান ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ১৯৯৫ সালে 'শক্তি' অ্যালবামের মধ্য দিয়ে মিশ্র শিল্পীর গানের অ্যালবাম প্রকাশ শুরু করেন তিনি।[১] একক, দ্বৈত ও মিক্সড মিলিয়ে প্রিন্স মাহমুদের ৪০তম অ্যালবাম 'নিমন্ত্রণ'।[২]
প্রিন্স মাহমুদ | |
---|---|
জন্ম | ১৭ জুলাই খুলনা,বাংলাদেশ |
জাতীয়তা | বাংলাদেশী |
নাগরিকত্ব | বাংলাদেশ |
পরিচিতির কারণ | গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক |
সন্তান | আহমেদ আমিন প্রথম, আহমেদ আরিয়ান পৃথূল |
জন্ম ও শিক্ষাজীবন
সম্পাদনাপ্রিন্স মাহমুদ খুলনা জেলায় জন্ম গ্রহণ করেন। ১৯৮৪ সালে সেন্ট জোসেফ্স উচ্চ বিদ্যালয়, খুলনা থেকে ম্যাট্রিক পাশ করেন। বাংলা বিষয়ে অনার্স ও মাস্টার্স পাশ করেন।
কর্মজীবন
সম্পাদনাপ্রিন্স মাহমুদ বর্তমানে গীতিকার, সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করছেন। তার সঙ্গীতের শুরু ছেলেবেলা থেকেই। অনেকটা আড়ালে,অগোচরে পরিবারের ইচ্ছার বাইরে গিয়েই তার গান শেখা এবং গান করা শুরু করেন তিনি। স্কুলে পড়ার সময় থেকেই ব্যান্ডের সাথে জড়িয়ে পড়েন তিনি। দি ব্লুজ নামের একটি ব্যান্ডের ভোকালিস্ট ছিলেন বেশ কিছু দিন।[৩] তারপর কলেজের গন্ডি পেরিয়ে শুরু করেন পুরো দমে কম্পোজিশন। গান কম্পোজিশনের পাশাপাশি তিনি গানও লেখা শুরু করেন। সঙ্গীতের ভুবনে প্রিন্সের এর পথ চলা শুরু হয় ৮০র দশকের একেবারে শেষ প্রান্তে এই দি ব্লুজ ব্যান্ড এর ভোকাল ও গিটারিস্ট হিসেবে। এরপর ৯০ দশকের শুরুতে প্রিন্স গঠন করেন ‘ফ্রম ওয়েস্ট’ নামক একটি ব্যান্ড যেখানে ব্যান্ড লিডার এবং মূল ভোকাল ছিলেন তিনিই। সেই ব্যান্ড এর আলোচিত একটি গান ছিল রাজাকার আলবদর কিছুই রইবো নারে/উপরে দালাল ভিতরে চোর কিছুই হইবো নারে/সব রাজাকার ভাইসা যাইবো বঙ্গোপসাগরে গানটি। ফ্রম ওয়েষ্ট এর প্রকাশিত প্রথম অ্যালবাম এর নাম ছিল 'সে কেমন মেয়ে'।[৪] ২০২৩ সালে তিনি হিমেল আশরাফের প্রিয়তমা চলচ্চিত্রে "ঈশ্বর" নামে একটি গানের সঙ্গীত পরিচালনা করেন, যেখানে তিনি সঙ্গীতশিল্পী রিয়াদের অভিষেক ঘটান।[৫]
জনপ্রিয় গান
সম্পাদনা- বাংলাদেশ - জেমস (গায়ক)
- মা (দশ মাস দশ দিন)[৬] জেমস (গায়ক)
- বাবা (বাবা কতদিন দেখিনা তোমায়) - জেমস (গায়ক)
- ১২ মাস - আইয়ুব বাচ্চু
- আজ জন্মদিন তোমার শাফিন আহমেদ
- এক নদী যমুনা - জেমস (গায়ক)
- একা একা কি থাকা যায় - আইয়ুব বাচ্চু
- বেলা শেষে ফিরে এসে পাইনি তোমায় - আইয়ুব বাচ্চু
- মৃত্যুকাব্য - আইয়ুব বাচ্চু
- আজ কবিতা অন্য কারও - আইয়ুব বাচ্চু
- পালাতে চাই - আইয়ুব বাচ্চু
- আজ থেকে আর বলবো না - আইয়ুব বাচ্চু
- এত কষ্ট কেন ভালোবাসায় - হাসান
- বন্ধু ভেঙ্গে ফেল এই কারাগার - জেমস (গায়ক)
- কিছু ভুল ছিল তোমার, কিছু আমারজেমস
- জোনাকি গায় ফিস ফিস (ভালবাসেনা)রুমি
- মাটি হব মাটি - রুমি
- দুনিয়া তোর সঙ্গেতে নাইরুমি
- যদি হিমালয় হয়ে দুঃখ আসেখালিদ
- সুনীল বরুনা মাহাদী
অ্যালবাম
সম্পাদনা- ফ্রম ওয়েস্ট - সে কেমন মেয়ে
- শক্তি - পার্থ বড়ুয়া, আইয়ুব বাচ্চু, জেমস (গায়ক) , আহমেদ সজল, বাবনা, নকিব, আজম খান
- ওরা এগার জন - আজম খান, আইয়ুব বাচ্চু, পার্থ বড়ুয়া, খালিদ, বিপ্লব (সঙ্গীতজ্ঞ) , ফান্টি, ফজল, টিপু, নকিব, চন্দন
- ক্ষমা - মাকসুদ, পার্থ বড়ুয়া, খালিদ, ফজল, টিপু, ইকবাল আসিফ, টুলু, চন্দন, বাবনা, বগি, আজম খান, পলাশ
- ঘৃণা - মাকসুদ, পার্থ বড়ুয়া, হাসান, চন্দন, খালিদ, আইয়ুব বাচ্চু, টুলু, বাবনা, টিপু, নকিব, পলাশ
- ব্যবধান - তপন চৌধুরী (গায়ক) , খালিদ হাসান মিলু, কুমার বিশ্বজিৎ, রবি চৌধুরী, পলাশ
- অধিকার - কুমার বিশ্বজিৎ, খালিদ হাসান মিলু, মনির খান, রবি চৌধুরী
- জয় পরাজয় – কুমার বিশ্বজিৎ, খালিদ হাসান মিলু, রবি চৌধুরী, আগুন
- দূর থেকে ভালবেসে যাব
- শেষ দেখা
- এখনও দু’চোখে বন্যা - আইয়ুব বাচ্চু, জেমস (গায়ক) , হাসান, শাফিন আহমেদ, পার্থ বড়ুয়া, বিপ্লব (সঙ্গীতজ্ঞ) , খালিদ, নকিব খান, পিয়ারু খান, টিপু
- দাগ থেকে যায়
- স্রোত
- দেয়াল দুই হৃদয়ের মাঝে
- প্রিয় বন্ধুকে – ভেলেন্টাইন স্পেশাল
- হারজিৎ
- পিয়ানো - আইয়ুব বাচ্চু, জেমস (গায়ক)
- চিঠির উত্তর দিও
- তাল – হাসান
- মেহেদী রাঙ্গা হাত
- ছুটি – আইয়ুব বাচ্চু, হাসান, জেমস (গায়ক)
- হীরা চুনি পান্না – আসিফ আকবর, সুমন, আতাহার টিটু
- এক মুঠো জোছনা – কুমার বিশ্বজিৎ
- কিশোর কিশোরী – বাপ্পা মজুমদার, কানিজ সুবর্না
- দুই দিনের মেলা - এন্ড্রু কিশোর, আতিক হাসান
- ১২ মাস – আইয়ুব বাচ্চু, হাসান, জেমস (গায়ক), মাকসুদ
- এক টুকরো চাঁদ – খালিদ
- গায়েঁন – এন্ড্রু কিশোর
- ও পুতুল আমার পুতুল – আরিফ
- দহন শুধু তোমার জন্য – আইয়ুব বাচ্চু, হাসান, জেমস (গায়ক), বিপ্লব (সঙ্গীতজ্ঞ)
- সারেগামা – হাসান, জেমস (গায়ক)
- পদ্ম পাতার জল – এন্ড্রু কিশোর, আতিক হাসান
- দেশে ভালবাসা নাই – আইয়ুব বাচ্চু, জেমস (গায়ক)
- যন্ত্রণা – আইয়ুব বাচ্চু, জেমস (গায়ক)
- হ্যালো কষ্ট – হাসান
- প্রতারণা – আইয়ুব বাচ্চু, জেমস (গায়ক)
- মাটি – আইয়ুব বাচ্চু, জেমস (গায়ক)
- দেনা পাওনা – আইয়ুব বাচ্চু, জেমস (গায়ক), হাসান
- বাজনা – আইয়ুব বাচ্চু, জেমস (গায়ক), বিপ্লব (সঙ্গীতজ্ঞ)
- ভালবাসা মানে দুঃখ – হাসান
- আড্ডা – মেহরাব, রুমী
- দেবী
- বন্দনা – মাহাদী
- হাটি – কুমার বিশ্বজিৎ, ফাহমিদা নবী
- ঘুমাও – খালিদ
- বোকা – ক্লোজাআপ ওয়ান তারাকাদের নিয়ে
- প্রিন্স মাহমুদের গান – প্রিন্স মাহমুদ, পলাশ, মেহরাব, ফাহমিদা নবী
- নির্বাচিতা (প্রিন্স মাহমুদের সর্বশেষ প্রকাশিত অ্যালবাম)
- নিমন্ত্রণ (২০১৩)
চলচ্চিত্র সঙ্গীত পরিচালনা
সম্পাদনা- থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার (২০০৯)
- জিরো ডিগ্রী(২০১৫)
- প্রিয়তমা (২০২৩) - ঈশ্বর
- রাজকুমার (২০২৪) - বরবাদ
পুরস্কার ও সম্মাননা
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ প্রতিবেদক, নিজস্ব। "'সবাইকে গান শোনার নিমন্ত্রণ'"। Prothomalo।
- ↑ "প্রিয় ডট কম"। ২১ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০১৪।
- ↑ বিবিসি
- ↑ "গুণীজন ডট কম"। ২৯ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০১৪।
- ↑ "শাকিব খানের প্রিয়তমায় প্রিন্স মাহমুদের গান"। প্রথম আলো। ২০২৩-০৬-২৫। সংগ্রহের তারিখ ২০২৩-০৬-২৫।
- ↑ "দৈনিক সমকাল"। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০১৪।
- ↑ "Sabina Yasmin named winner of lifetime honour" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৩।