পার্থ বড়ুয়া

বাংলাদেশী গায়ক, অভিনেতা

পার্থ বড়ুয়া একজন জনপ্রিয় বাংলাদেশী সঙ্গীত শিল্পী, অভিনেতা। বাংলাদেশের অন্যতম পুরনো গানের দল সোলস এর সদস্য। এছাড়া তিনি অভিনেতা হিসেবে নাটক, সিনেমায় নিয়মিত অভিনয় করে যাচ্ছেন।[১]

পার্থ বড়ুয়া
Masum hasan - Souls Concert.jpg
প্রাথমিক তথ্য
জন্ম৩ মে
চট্টগ্রাম, বাংলাদেশ
উদ্ভবচট্টগ্রাম, বাংলাদেশ
ধরনমেলোডি
পেশাসংগীত শিল্পী, গীতিকার, রেকর্ড প্রযোজক, অভিনেতা
বাদ্যযন্ত্রভোকাল, গিটার
কার্যকাল১৯৮৯-বর্তমান
দাম্পত্য সঙ্গীরঞ্জনা

প্রাথমিক জীবনসম্পাদনা

পার্থ চট্টগ্রামে জন্মগ্রহণ করেন এবং সেখানেই শৈশব ও শিক্ষাজীবন কাটে। তার মা ছিলেন একজন স্কুল শিক্ষক। খুব অল্প বয়সেই পার্থ সঙ্গীত চর্চা শুরু করেন। তিনি নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে গ্রাজুয়েশন সম্পন্ন করেন।[২] বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় তিনি প্রত্যক্ষভাবে গ্রুপ থিয়েটারের সঙ্গে জড়িত ছিলেন।

কর্মজীবনসম্পাদনা

আশির দশকে চট্টগ্রামে 'মেসেজ' নামে একটি গানের দলের সাথে যুক্ত ছিলেন। পরবর্তিতে তিনি 'সোলস' এর সাথে যুক্ত হন। গায়ক হিসেবে সোলসের সাথে তার ১ম গানের অ্যালবাম প্রকাশ পায় ১৯৮৯ সালে।[২] অনেক নাটক, টেলিফিল্মের অভিনয়ের পাশাপাশি তিনি আয়নাবাজি চলচ্চিত্রে অভিনয় করেন।

ব্যান্ডসম্পাদনা

এ এমন পরিচয় (১৯৯৩)সম্পাদনা

সঙ্গীতশিল্পী গানের নাম সুরকার গীতিকার
তপন চৌধুরী এ এমন পরিচয় সালাউদ্দিন সাজাল
তপন চৌধুরী কেউ নেই কোরিডোরে সালাউদ্দিন সাজাল
পার্থ বড়ুয়া এইতো সেদিন আলী তারেক
নাসিম আলী খান কেনো এমন হলো পীযুষ বন্দ্যোপাধ্যায়
তপন চৌধুরী কৃষাণ যেমন লিটন অধিকারী রিন্টু
নাসিম আলী খান সাগরের ওই প্রান্তরে নাসিম আলী খান
তপন চৌধুরী কিছু কথা কিছুক্ষন সালাউদ্দিন সাজাল
নাসিম আলী খান এই চোখে শুধু স্বপ্ন শাহীউদ্দিন মাহমুদ
পার্থ বড়ুয়া এক উড়নচন্ডী ছেলে আশরাফ বাবু
তপন চৌধুরী কুহেলি জানে কি আজো কবির বকুল
নাসিম আলী খান ভালোবাসি ওই সবুজ শাহীউদ্দিন মাহমুদ
পার্থ বড়ুয়া কত কাঠখড় আশরাফ ফারুক
তপন চৌধুরী জ্বালাইয়া গিলা

আজ দিন কাটুক গানে (১৯৯৫)সম্পাদনা

সঙ্গীতশিল্পী গানের নাম সুরকার গীতিকার
পার্থ বড়ুয়া নিঃসঙ্গতা পার্থ বড়ুয়া কবির বকুল
নাসিম আলী খান নীরবে নাসিম আলী খান
পার্থ বড়ুয়া অশান্ত হৃদয় আশরাফ বাবু
নাসিম আলী খান এরই মাঝে শাহিদ মাহমুদ জঙ্গি
পার্থ বড়ুয়া নিঃশর্ত আশরাফ বাবু
নাসিম আলী খান বেস্ততা কবির বকুল
নাসিম আলী খান আলো আঁধারে দেওয়ান মামুন
নাসিম আলী খান নিশ্চুপ মাঝরাত আশরাফ বাবু
পার্থ বড়ুয়া অনুভূতি তানভীর মোর্শেদ
নাইমুল হাসান তানিম কিছু কিছু কথা আশরাফ বাবু
পার্থ বড়ুয়া প্রহসনে প্রেম আশরাফ বাবু
নাসিম আলী খান চায়ের কাপে শাহিদ মাহমুদ জঙ্গি
পার্থ বড়ুয়া আজ দিন কাটুক গানে কবির বকুল

অসময়ের গান (১৯৯৭)সম্পাদনা

সঙ্গীতশিল্পী গানের নাম সুরকার গীতিকার
পার্থ বড়ুয়া এভাবে যদি
পার্থ বড়ুয়া আমি আর ভাববোনা
নাসিম আলী খান এলোমেলো কথা
নাসিম আলী খান একাকী আমি
পার্থ বড়ুয়া দাঁড়িয়ে ছিলাম পার্থ বড়ুয়া নার্গিস পলি
পার্থ বড়ুয়া প্রেমিক মেয়র
পার্থ বড়ুয়া হৃদয়ের ক্যানভাসে
নাসিম আলী খান যেতে যেতে পরিচয়
নাসিম আলী খান আবেগের সুরে
নাসিম আলী খান ঐ দূর নীলে
পার্থ বড়ুয়া পায়ের আওয়াজ শুনি
সোল্‌স আইয়ো না

মুখরিত জীবন (২০০০)সম্পাদনা

সঙ্গীতশিল্পী গানের নাম সুরকার গীতিকার
পার্থ বড়ুয়া এ যেন সেই চোখ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়
পার্থ বড়ুয়া আয়নার কাছে
পার্থ বড়ুয়া বাঁশি শুনে গৌরীপ্রসন্ন মজুমদার
নাসিম আলী খান ভুলিনি আমি
পার্থ বড়ুয়া চোখরা চাঁদ প্রতুল মুখোপাধ্যায়
পার্থ বড়ুয়া এতো সুর আর এত গান সুধীন দাশগুপ্ত
পার্থ বড়ুয়া হঠাৎ শূন্যতা
সোল্‌স মুখরিত জীবন আব্দুল্লাহ আল মামুন
পার্থ বড়ুয়া নিটোল পায়ে মীরা দেব বর্মণ
নাসিম আলী খান অচেনা আঁধারে
পার্থ বড়ুয়া সারাদিন তোমায় ভেবে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়
নাসিম আলী খান সুখ পাখি

তারার উঠোনে (২০০৩)সম্পাদনা

সঙ্গীতশিল্পী গানের নাম সুরকার গীতিকার
পার্থ বড়ুয়া রিম ঝিম ঝিম
পার্থ বড়ুয়া হে বান্ধবি
পার্থ বড়ুয়া নিশাচর
পার্থ বড়ুয়া চুপ চুপ
নাসিম আলী খান সাজানো পৃথিবী
নাসিম আলী খান রোদেলা দুপুরে
নাসিম আলী খান শেষ সূর্যাস্ত
নাসিম আলী খান যতখানি সময়
নাসিম আলী খান সুখে আছি
নাইমুল হাসান তানিম হেসে হেসে
পার্থ বড়ুয়া তুমি চাইলেই
পার্থ বড়ুয়া তারার উঠোনে পার্থ বড়ুয়া সকাল

To – Let (২০০৪)সম্পাদনা

সঙ্গীতশিল্পী গানের নাম সুরকার গীতিকার
পার্থ বড়ুয়া To Let
পার্থ বড়ুয়া মাকড়শা
পার্থ বড়ুয়া সন্দেহ
পার্থ বড়ুয়া আগের জনম পার্থ বড়ুয়া আশরাফ বাবু
নাসিম আলী খান স্বপ্ন লোকের চাবি তমাল প্রদীপ সাহা
নাসিম আলী খান শুধু তুমি
নাসিম আলী খান কথা এখনো লিখিনি
নাসিম আলী খান স্মৃতির ডায়েরি
নাসিম আলী খান মানুষ
পার্থ বড়ুয়া জানিনা
পার্থ বড়ুয়া কখনও কখনও
পার্থ ও নাসিম বাংলাদেশ পার্থ বড়ুয়া সকাল

ঝুট ঝামেলা (২০০৬)সম্পাদনা

সঙ্গীতশিল্পী গানের নাম সুরকার গীতিকার
পার্থ বড়ুয়া ঝুট ঝামেলা
পার্থ বড়ুয়া সেপারেশান
পার্থ বড়ুয়া তোমার জন্য অরণ্য
নাসিম আলী খান অভিমান পার্থ বড়ুয়া আসিফ ইকবাল
নাসিম আলী খান বৃষ্টি আয়
নাসিম আলী খান নেই তুমি নেই
পার্থ বড়ুয়া এ কেমন নিয়ম
নাসিম আলী খান মন পলাশী
পার্থ বড়ুয়া স্বপ্ন বাঁশী
নাইমুল হাসান তানিম নির্মল জোছনায়

কিংবদন্তি (২০০৮)সম্পাদনা

সঙ্গীতশিল্পী গানের নাম সুরকার গীতিকার
পার্থ বড়ুয়া জল কুমারী পার্থ বড়ুয়া সঞ্জীব চৌধুরী
পার্থ বড়ুয়া বিপন্ন নগরে পার্থ বড়ুয়া সঞ্জীব চৌধুরী
পার্থ বড়ুয়া পরে সিগারেট পার্থ বড়ুয়া সঞ্জীব চৌধুরী

জ্যাম (২০১১)সম্পাদনা

সঙ্গীতশিল্পী গানের নাম সুরকার গীতিকার
পার্থ বড়ুয়া নির্মলেন্দু গুণ পার্থ বড়ুয়া কবির বকুল
পার্থ বড়ুয়া ছায়া পার্থ বড়ুয়া মাহ্ফুজ রহমান
পার্থ বড়ুয়া জ্যাম
নাসিম আলী খান মন খারাপ পার্থ বড়ুয়া আশিক
নাসিম আলী খান গান
পার্থ বড়ুয়া নাট্য কবিতা
নাসিম আলী খান নতুন ভোরে
নাসিম আলী খান বর্ণচোরা
পার্থ বড়ুয়া বৃষ্টি
নাসিম আলী খান প্রিয় মুখ
পার্থ বড়ুয়া দস্যি মেয়ে
পার্থ বড়ুয়া আতশবাজি

বন্ধু (২০১৭)সম্পাদনা

সঙ্গীতশিল্পী গানের নাম সুরকার গীতিকার
পার্থ বড়ুয়া চাই চাই পার্থ বড়ুয়া শেখ রানা

উল্লেখযোগ্য গানসম্পাদনা

  • হাজার বর্ষা রাত
  • মন শুধু মন ছুয়েছে

তথ্যসূত্রসম্পাদনা

  1. মনজুর কাদের (৩১ মে ২০২০)। "আমাদের ভেতরে এক, বাইরে আরেক রূপ"prothomalo.com। সংগ্রহের তারিখ জুন ২, ২০২০ 
  2. "Partha Barua- the soul of Souls"Priyo News। ৭ মার্চ ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০১৬ 

বহিসংযোগসম্পাদনা