পার্থ বড়ুয়া

বাংলাদেশী গায়ক, অভিনেতা

পার্থ বড়ুয়া একজন বাংলাদেশী সঙ্গীত শিল্পী, অভিনেতা। তিনি বাংলাদেশী ব্যান্ড সোল্‌স এর সদস্য। এছাড়া তিনি অভিনেতা হিসেবে নাটক, সিনেমায় নিয়মিত অভিনয় করে যাচ্ছেন।[]

পার্থ বড়ুয়া
২০১৭ সালে পার্থ বড়ুয়া
প্রাথমিক তথ্য
জন্ম৩ মে
চট্টগ্রাম, বাংলাদেশ
উদ্ভবচট্টগ্রাম, বাংলাদেশ
ধরনমেলোডি
পেশাসংগীত শিল্পী, গীতিকার, রেকর্ড প্রযোজক, অভিনেতা
কার্যকাল১৯৮৯-বর্তমান

প্রাথমিক জীবন

সম্পাদনা

পার্থ চট্টগ্রামে জন্মগ্রহণ করেন এবং সেখানেই শৈশব ও শিক্ষাজীবন কাটে। তার মা ছিলেন একজন স্কুল শিক্ষক। খুব অল্প বয়সেই পার্থ সঙ্গীত চর্চা শুরু করেন। তিনি নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে গ্রাজুয়েশন সম্পন্ন করেন।[] বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় তিনি প্রত্যক্ষভাবে গ্রুপ থিয়েটারের সঙ্গে জড়িত ছিলেন।

কর্মজীবন

সম্পাদনা

সঙ্গীত

সম্পাদনা

আশির দশকে চট্টগ্রামে 'মেসেজ' নামে একটি গানের দলের সাথে যুক্ত ছিলেন। পরবর্তিতে তিনি 'সোলস' এর সাথে যুক্ত হন। গায়ক হিসেবে সোলসের সাথে তার ১ম গানের অ্যালবাম প্রকাশ পায় ১৯৮৯ সালে।[]

অভিনয়

সম্পাদনা

অনেক নাটক, টেলিফিল্মের অভিনয়ের পাশাপাশি তিনি আয়নাবাজি চলচ্চিত্রে অভিনয় করেন। এবং চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় চলচ্চিত্র মেড ইন চিটাগং চলচ্চিত্রে অভিনয় করেন।

ডিস্কোগ্রাফি

সম্পাদনা

ব্যান্ড

সম্পাদনা

সোল্‌স

সম্পাদনা
অ্যালবাম গান
এ এমন পরিচয় (১৯৯৩)
গান
  1. এইতো সেদিন
  2. এক উড়নচন্ডী ছেলে
  3. কত কাঠখড়
আজ দিন কাটুক গানে (১৯৯৫)
গান
  1. নিঃসঙ্গতা
  2. অশান্ত হৃদয়
  3. নিঃস্বার্থ
  4. অনুভূতি
  5. প্রহসনে প্রেম
  6. আজ দিন কাটুক গানে
অসময়ের গান (১৯৯৭)
গান
  1. এভাবেই যদি
  2. আমি আর ভাববোনা
  3. দাঁড়িয়ে ছিলাম
  4. প্রেমিক মেয়র
  5. হৃদয়ের ক্যানভাসে
  6. পায়ের আওয়াজ শুনি
  7. আইয়ো না
মুখরিত জীবন (২০০০)
গান
  1. এ যেন সেই চোখ
  2. আয়নার কাছে
  3. বাঁশি শুনে
  4. চোখরা চাঁদ
  5. এতো সুর আর এত গান
  6. হঠাৎ শূন্যতা
  7. মুখরিত জীবন
  8. নিটোল পায়ে
  9. সারাদিন তোমায় ভেবে
তারার উঠোনে (২০০৩)
গান
  1. রিম ঝিম ঝিম
  2. হে বান্ধবি
  3. নিশাচর
  4. চুপ চুপ
  5. তুমি চাইলেই
  6. তারার উঠোনে
টু-লেট (২০০৪)
গান
  1. টু-লেট
  2. মাকড়শা
  3. সন্দেহ
  4. আগের জনম
  5. জানিনা
  6. কখনো কখনো
  7. বাংলাদেশ
ঝুট ঝামেলা (২০০৬)
গান
  1. ঝুট ঝামেলা
  2. সেপারেশান
  3. তোমার জন্য অরণ্য
  4. এ কেমন নিয়ম
  5. স্বপ্ন বাঁশী
জ্যাম (২০১১)
গান
  1. নির্মলেন্দু গুণ
  2. ছায়া
  3. জ্যাম
  4. নাট্য কবিতা
  5. বৃষ্টি
  6. দস্যি মেয়ে
  7. আতশবাজি
অ্যালবাম গান
মুখোশ (২০২০)
গান
  1. শহর ও মেঘদল
  2. নস্টালজিয়া
  3. বৃষ্টির গান
  4. মুখোশ
  5. টং এর দোখান

চলচ্চিত্রের তালিকা

সম্পাদনা
  • ৫০ ৫০
  • এ জার্নি বাই লাভ
  • আমি ভুলে যাই তুমি আমার নও
  • সিনেমা
  • হ্যালো ইয়েলো
  • ইলুশন
  • খুঁটিনাটি খুনসুটি
  • লাভ ইউ ক্রিষ্টিনা
  • মেড ইন চিটাগং
  • মেড ইন চিটাগং আ জার্নি বাই লাভে
  • মেড ইন চিটাগং সুপার মডেল
  • অবাক ভালোবাসায়
  • পি.ও. বক্স
  • সাদা আলো সাদা কালো
  • শেষ দুই দিন
  • শহরতলীর আলো
  • শ্রাবণের বৃষ্টি
  • সুখী আত্মা
  • তোমায় ভেবে লেখা
  • দ্য ফরচুন

চলচ্চিত্র

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. মনজুর কাদের (৩১ মে ২০২০)। "আমাদের ভেতরে এক, বাইরে আরেক রূপ"prothomalo.com। সংগ্রহের তারিখ জুন ২, ২০২০ 
  2. "Partha Barua- the soul of Souls"Priyo News। ৭ মার্চ ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০১৬ 

বহিসংযোগ

সম্পাদনা