পার্থ বড়ুয়া
পার্থ বড়ুয়া একজন বাংলাদেশী সঙ্গীত শিল্পী, অভিনেতা। তিনি বাংলাদেশী ব্যান্ড সোল্স এর সদস্য। এছাড়া তিনি অভিনেতা হিসেবে নাটক, সিনেমায় নিয়মিত অভিনয় করে যাচ্ছেন।[১]
পার্থ বড়ুয়া
| |
---|---|
![]() ২০১৭ সালে পার্থ বড়ুয়া | |
প্রাথমিক তথ্য | |
জন্ম | ৩ মে চট্টগ্রাম, বাংলাদেশ |
উদ্ভব | চট্টগ্রাম, বাংলাদেশ |
ধরন | মেলোডি |
পেশা | সংগীত শিল্পী, গীতিকার, রেকর্ড প্রযোজক, অভিনেতা |
কার্যকাল | ১৯৮৯-বর্তমান |
প্রাথমিক জীবন
সম্পাদনাপার্থ চট্টগ্রামে জন্মগ্রহণ করেন এবং সেখানেই শৈশব ও শিক্ষাজীবন কাটে। তার মা ছিলেন একজন স্কুল শিক্ষক। খুব অল্প বয়সেই পার্থ সঙ্গীত চর্চা শুরু করেন। তিনি নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে গ্রাজুয়েশন সম্পন্ন করেন।[২] বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় তিনি প্রত্যক্ষভাবে গ্রুপ থিয়েটারের সঙ্গে জড়িত ছিলেন।
কর্মজীবন
সম্পাদনাসঙ্গীত
সম্পাদনাআশির দশকে চট্টগ্রামে 'মেসেজ' নামে একটি গানের দলের সাথে যুক্ত ছিলেন। পরবর্তিতে তিনি 'সোলস' এর সাথে যুক্ত হন। গায়ক হিসেবে সোলসের সাথে তার ১ম গানের অ্যালবাম প্রকাশ পায় ১৯৮৯ সালে।[২]
অভিনয়
সম্পাদনাঅনেক নাটক, টেলিফিল্মের অভিনয়ের পাশাপাশি তিনি আয়নাবাজি চলচ্চিত্রে অভিনয় করেন। এবং চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় চলচ্চিত্র মেড ইন চিটাগং চলচ্চিত্রে অভিনয় করেন।
ডিস্কোগ্রাফি
সম্পাদনাব্যান্ড
সম্পাদনাসোল্স
সম্পাদনাঅ্যালবাম | গান |
---|---|
এ এমন পরিচয় (১৯৯৩) | গান
|
আজ দিন কাটুক গানে (১৯৯৫) | গান
|
অসময়ের গান (১৯৯৭) | গান
|
মুখরিত জীবন (২০০০) | গান
|
তারার উঠোনে (২০০৩) | গান
|
টু-লেট (২০০৪) | গান
|
ঝুট ঝামেলা (২০০৬) | গান
|
জ্যাম (২০১১) | গান
|
একক
সম্পাদনাঅ্যালবাম | গান |
---|---|
মুখোশ (২০২০) | গান
|
চলচ্চিত্রের তালিকা
সম্পাদনানাটক
সম্পাদনা- ৫০ ৫০
- এ জার্নি বাই লাভ
- আমি ভুলে যাই তুমি আমার নও
- সিনেমা
- হ্যালো ইয়েলো
- ইলুশন
- খুঁটিনাটি খুনসুটি
- লাভ ইউ ক্রিষ্টিনা
- অবাক ভালোবাসায়
- পি.ও. বক্স
- সাদা আলো সাদা কালো
- শেষ দুই দিন
- শহরতলীর আলো
- শ্রাবণের বৃষ্টি
- সুখী আত্মা
- তোমায় ভেবে লেখা
- দ্য ফরচুন
চলচ্চিত্র
সম্পাদনা- আয়নাবাজি (২০১৬)
- মেড ইন চিটাগং (২০২২)
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ মনজুর কাদের (৩১ মে ২০২০)। "আমাদের ভেতরে এক, বাইরে আরেক রূপ"। prothomalo.com। সংগ্রহের তারিখ জুন ২, ২০২০।
- ↑ ক খ "Partha Barua- the soul of Souls"। Priyo News। ৭ মার্চ ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০১৬।