মতি নন্দী

ভারতীয় বাঙালি সাহিত্যিক ও সাংবাদিক

মতি নন্দী (১০ জুলাই ১৯৩১ - ৩ জানুয়ারি ২০১০) ছিলেন ভারতের কলকাতার একজন বাঙালি লেখক। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মতি নন্দী ছিলেন মূলত ক্রীড়া সাংবাদিক এবং উপন্যাসিক ও শিশু সাহিত্যিক। তিনি আনন্দ পুরস্কার এবং সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেছেন। তার বিখ্যাত উপন্যাস 'কোনি'।

মতি নন্দী
মতি নন্দী.jpg
জন্ম১০ জুলাই ১৯৩১
কলকাতা
মৃত্যু৩ জানুয়ারি ২০১০
জাতীয়তাভারতীয়
নাগরিকত্ব ভারত
পরিচিতির কারণলেখক
সন্তানছেলেবেলায় পিতৃহারা হন।১৯৪৮ সালে স্কটিশচার্চ স্কুল থেকে ম্যাট্রিকপাস করে ১৯৫০ সালে I.S.C পাস করেন এবং ১৯৫১ সালে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং করেন।আবার ১৯৫৭ সালে মনীন্দ্রচন্দ্র কলেজ থেকে বাংলা সাহিত্যে অনার্স সহ গ্রাজুয়েশন পাস করেন।

জীবনীসম্পাদনা

মতি নন্দী উত্তর কলকাতায় জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম চুণীলাল নন্দী এবং মায়ের নাম মলিনাবালা দেবী।

স্কটিশচার্চ স্কুল থেকে ম্যাট্রিক ও আই.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ হন মতি নন্দী আর তারপর অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন তিনি। কিন্তু তারপরে আবার বাংলায় সাম্মানিকসহ স্নাতক পাশ করেন মণীন্দ্রচন্দ্র কলেজ থেকে।[১] কর্মজীবনে ক্রীড়া সাংবাদিক হিসেবে আনন্দবাজার পত্রিকায় কাজ করতেন। লস অ্যাঞ্জেলেস ও মস্কো অলিম্পিক, দিল্লি এশিয়ান গেমস কভার করেছেন তিনি। ক্রীড়ামূলক সাহিত্য রচনার পাশাপাশি বলিষ্ট উপন্যাস ও ছোটগল্প লিখেছেন তিনি। তিনি আনন্দ পুরষ্কা্রে সম্মানিত হন। দীর্ঘদিন আনন্দবাজার পত্রিকার ক্রীড়া সম্পাদক ছিলেন। কোনি, স্টপার, স্ট্রাইকার উপন্যাস বা কলাবতী সিরিজের পাশাপাশি সাদা খাম, গোলাপ বাগান, উভয়ত সম্পূর্ণ, আর বিজলীবালার মুক্তি ইত্যাদি উপন্যাস রচনা করেছেন মতি নন্দী।

গ্রন্থ তালিকাসম্পাদনা

উপন্যাসসম্পাদনা

  • সাদা খাম (আনন্দ পাবলিকেশন)
  • উভয়ত সম্পূর্ণ (আনন্দ পাবলিকেশন)
  • গোলাপ বাগান (আনন্দ পাবলিকেশন)
  • ছায়া (আনন্দ পাবলিকেশন)
  • ছায়া সরণীতে রোহিণী (আনন্দ পাবলিকেশন)
  • জীবন্ত (আনন্দ পাবলিকেশন)
  • দুটি তিনটি ঘর (আনন্দ পাবলিকেশন)
  • দ্বিতীয় ইনিংসের পর (আনন্দ পাবলিকেশন)
  • দূরদৃষ্টি (আনন্দ পাবলিকেশন)
  • পুবের জানালা (আনন্দ পাবলিকেশন)
  • বনানীদের বাড়ি (আনন্দ পাবলিকেশন)
  • বিজলীবালার মুক্তি (আনন্দ পাবলিকেশন)
  • মালবিকা (আনন্দ পাবলিকেশন)
  • শিবি (আনন্দ পাবলিকেশন)
  • শোলোকে পনেরো করা (আনন্দ পাবলিকেশন)
  • সহদেবের তাজমহল (আনন্দ পাবলিকেশন)
  • সবাই যাচ্ছে (আনন্দ পাবলিকেশন)
  • দশটি উপন্যাস (আনন্দ পাবলিকেশন)
  • "নক্ষত্রের রাত (পুনশ্চ)
  • বাওবাব (পুনশ্চ)
  • দাদাশ বাকতি (পুনশ্চ)
  • নায়কের প্রবেশ ও প্রস্থান (পুনশ্চ)
  • "বারান্দা"
  • "করুণাবাস্ততা"
  • "ছোটবাবু"

ছোটদের জন্য লেখাসম্পাদনা

  • কোনি(আনন্দ পাবলিকেশন)
  • অলৌকিক দিলু(আনন্দ পাবলিকেশন)
  • স্টপার(আনন্দ পাবলিকেশন)
  • স্ট্রাইকার(আনন্দ পাবলিকেশন)
  • কুড়ন(আনন্দ পাবলিকেশন)
  • জীবন অনন্ত(আনন্দ পাবলিকেশন)
  • নারান(আনন্দ পাবলিকেশন)
  • ফেরারি(আনন্দ পাবলিকেশন)
  • তুলসী(আনন্দ পাবলিকেশন)
  • দলবদলের আগে(আনন্দ পাবলিকেশন)
  • মিনু চিনুর ট্রফি(আনন্দ পাবলিকেশন)
  • এমপিয়ারিং
  • ধানকুড়ির কিংকং(আনন্দ পাবলিকেশন)
  • বিশ্ব-জোড়া বিশ্বকাপ(আনন্দ পাবলিকেশন)
  • বুড়ো ঘোড়া(আনন্দ পাবলিকেশন)
  • দৃষ্টি কিশোর উপন্যাস(আনন্দ পাবলিকেশন)
  • ক্রিকেটের আইন কানুন(আনন্দ পাবলিকেশন)
  • ভুলি(গাঙচিল)
  • শিবা(আনন্দ পাবলিকেশন)

দশটি কিশোর উপন্যাসসম্পাদনা

  • ননিদা নট আউট
  • স্ট্রাইকার
  • স্টপার
  • অপরাজিত আনন্দ
  • দলবদলের আগে
  • ফেরারি
  • আম্পায়ারিং
  • তুলসী
  • নারান
  • মিনু চিনুর ট্রফি

কলাবতী সিরিজসম্পাদনা

  • কলাবতী
  • কলাবতীদের ডায়েট চার্ট
  • কলাবতীর ময়দান রিপোর্টিং
  • কলাবতীর দেখাশোনা
  • ভূতের বাসায় কলাবতী
  • কলাবতী ও খয়েরি
  • কলাবতী, অপুর মা ও পঞ্চু
  • কলাবতী ও মিলেনিয়াম ম্যাচ
  • কলাবতীর শক্তিশেল

সিনেমাসম্পাদনা

১৯৭৮ সালে তার উপন্যাস অবলম্বনে অর্চন চক্রবর্তীর পরিচালনায় স্ট্রাইকার চলচ্চিত্রটি নির্মিত হয়। এই ছবিতে মূল চরিত্রে অভিনয় করেন সমিত ভঞ্জ। ১৯৮৬ সালে সরোজ দে পরিচালিত এবং সৌমিত্র চট্টোপাধ্যায় ও শ্রীপর্ণা বন্দ্যোপাধ্যায় অভিনীত 'কোনি' চলচ্চিত্রটি মতি নন্দীর একই নামের বাংলা উপন্যাস অবলম্বনে নির্মিত। এছাড়াও তার "জলের ঘূর্ণি ও বকবক শব্দ" গল্প অবলম্বনে বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা অনিমেষ আইচ ২০১৭ সালে ভয়ংকর সুন্দর ছবিটি নির্মাণ করেন। পরমব্রত চট্টোপাধ্যায় এবং আশনা হাবিব ভাবনা এ ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেন।

পুরস্কার ও সম্মাননাসম্পাদনা

আরও দেখুনসম্পাদনা

তথ্যসূত্রসম্পাদনা

  1. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; :0 নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি