রেডিও (২০২৩-এর চলচ্চিত্র)
রেডিও হলো ২০২৩ সালের একটি বাংলাদেশী যুদ্ধভিত্তিক নাটকীয় চলচ্চিত্র। এটি রচনা করেন অনন্য জামান ও পরিচালনা করেন অনন্য মামুন। প্রযোজনা করেছেন মোজাম্মেল হোসেন চৌধুরী। প্রধান চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ, নাদের চৌধুরী, এলিনা শাম্মী, জাকিয়া বারী মম, প্রাণ রায় ও লুৎফর রহমান জর্জ। এটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সাতই মার্চের ভাষণের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে। ২০২৩ সালের ৭ই মার্চ টেলিভিশনে এবং ১০ই মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[১][২]
রেডিও | |
---|---|
পরিচালক | অনন্য মামুন |
প্রযোজক | মোয়াজ্জেম হোসেন চৌধুরী |
রচয়িতা | অনন্য জামান |
কাহিনিকার | অনন্য জামান |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | ইমন সাহা |
প্রযোজনা কোম্পানি | তরঙ্গ প্রোডাকশন |
পরিবেশক | ইমপ্রেস টেলিফিল্ম |
মুক্তি | ১০ মার্চ ২০২৩ |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
কাহিনি
সম্পাদনাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে কেন্দ্র করে চলচ্চিত্রটি নির্মিত হয়। ঐতিহাসিক সেই ৭ মার্চের ভাষণ শোনার ক্ষেত্রে নাগরিক সুবিধাবঞ্চিত একটি গ্রামে রেডিও কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, তা নিয়ে এই চলচ্চিত্রের গল্প।[৩][৪]
অভিনয়শিল্পী
সম্পাদনা- রিয়াজ
- জাকিয়া বারী মম
- এলিনা শাম্মী
- লুৎফর রহমান জর্জ
- নাদের চৌধুরী
- রাইফুল ইসলাম সুজন
- প্রাণ রায় [৫]
- সাইফুল বাবু
নির্মাণ
সম্পাদনাছবিটি প্রযোজনা করেছে তরঙ্গ প্রোডাকশন এবং বিতরণ করেছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড।
মুক্তি
সম্পাদনাএফডিসির জহির রায়হান মিলনায়তনে রেডিওর বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ২০২৩ সালের ৭ই মার্চ চ্যানেল আই টেলিভিশনে প্রদর্শনী হয়।[৬][৭] পরে একই বছর ১০ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[৮]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "টিভিতে দেখানোর পর প্রেক্ষাগৃহে মুক্তি পেল 'রেডিও'"। দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-০১।
- ↑ "টেলিভিশনে মুক্তি পাচ্ছে 'রেডিও' | বিনোদন"। সময় সংবাদ। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৫।
- ↑ রিপোর্ট, স্টার অনলাইন (২০২৩-০২-১৮)। "'রেডিও' মুক্তি ১০ মার্চ"। The Daily Star Bangla (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-০১।
- ↑ "৭ মার্চের ভাষণের গল্প নিয়ে মুক্তির অপেক্ষায় ' রেডিও '"। বণিক বার্তা। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৫।
- ↑ Dhakatimes24.com। "আনকাট ছাড়পত্র পেল রিয়াজ-মমর 'রেডিও'"। Dhakatimes News। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-০১।
- ↑ "প্রেক্ষাগৃহে নয়, 'রেডিও' মুক্তি পেয়েছে টেলিভিশনে"। প্রথম আলো। ৮ মার্চ ২০২৩। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৩।
- ↑ "'রেডিও' মুক্তি পাচ্ছে চ্যানেল আইয়ে"। brittanto24.com। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৫।
- ↑ "'রেডিও' মুক্তি ১০ মার্চ"। দ্য ডেইলি স্টার। ২০২৩-০২-১৮। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৫।
বহিঃসংযোগ
সম্পাদনা- বাংলা মুভি ডেটাবেজে রেডিও
- ইন্টারনেট মুভি ডেটাবেজে রেডিও (ইংরেজি)