ইমপ্রেস টেলিফিল্ম
বাংলাদেশী চলচ্চিত্র নির্মাণ ও বিতরণকারী প্রতিষ্ঠান
(ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড থেকে পুনর্নির্দেশিত)
ইমপ্রেস টেলিফিল্ম (ইংরেজি: Impress Telefilm) এটি একটি বাংলাদেশী চলচ্চিত্র নির্মাণ ও বিতরণকারী প্রতিষ্ঠান। ইমপ্রেস গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠানের মধ্যে এটি অন্যতম।[১] পাশাপাশি প্রতিষ্ঠানটি বিভিন্ন টিভি ধারাবাহিক ও সাপ্তাহিক টেলিফিল্ম নির্মাণ করে। ইমপ্রেস টেলিফিল্ম বাংলাদেশে বিকল্প ধারার চলচ্চিত্র নির্মাণে এক অনন্য প্রতিষ্ঠান।
ধরন | বেসরকারী লিমিটেড কোম্পানি |
---|---|
শিল্প | মোশন পিকচার |
প্রতিষ্ঠাকাল | ১৯৯৬ |
প্রতিষ্ঠাতা | ফরিদুর রেজা সাগর |
সদরদপ্তর | , |
প্রধান ব্যক্তি | ফরিদুর রেজা সাগর ইবনে হাসান খান |
পণ্যসমূহ | চলচ্চিত্র নির্মাণ চলচ্চিত্র বিতরণ টিভি ধারাবাহিক নির্মাণ সাপ্তাহিক নাটক নির্মাণ |
ওয়েবসাইট | ইমপ্রেস টেলিফিল্ম |
উল্লেখযোগ্য অনুষ্ঠানসমূহ
সম্পাদনা- সঙ্গীতধর্মী অণুষ্ঠান
- মিউজিক হরিজোন – পরিচালক ফেরদৌস বাপ্পি
- মিউজিক নেক্সট জেনারেশন – পরিচালক ফেরদৌস বাপ্পি
- মেলোডি মোমেন্টস – পরিচালক সোহেল আরমান
- অণুভবে অণুক্ষনে –
- আনন্দধারা (রবীন্দ্র সঙ্গীত) – প্রখ্যাত রবীন্দ্র সঙ্গীত শিল্পীদের সঙ্গীতধর্মী অণুষ্ঠান
- চিরদিনের গান – পুরানো দিনের নির্বাচিত বিখ্যাত শিল্পীদের গান
- টেলিফিল্ম
- একাত্তরী ওরা – পরিচালক খালিদ মাহমুদ মিঠু (কাহিনী- ফরিদুর রেজা সাগর)
- বিজয় নিশান – পরিচালক সাইদুল আনাম টুটুল (কাহিনী- রাবেয়া খাতুন)
- সাপুরে – পরিচালক সুভাষ দত্ত
- নীতু তোমাকে ভালবাসি –
- ধারাবাহিক নাটক
- দোলা
- চিঠি
- অনাসৃষ্টি
- অণুরাগের রঙ
- ফিফটি ফিফটি
- যা হারিয়ে যাই
- নিজে সময়
- চ্যালেঞ্জে
- তোমার বসন্ত দিনে
- টিভি রিপোর্টিং
- পরিপ্রেক্ষিত - (একুশে টেলিভিশন)
- প্রেক্ষাপট
- ম্যাগাজিন অণুষ্ঠান
- শুভেচ্ছা – পরিচালনা আব্দুন নূর তুষার (বাংলাদেশ টেলিভিশন)
- ফ্লপ শো – পরিচালনা ইফতেখার মুনিম
- ইউর চয়েস ওলে ওলে – পরিচালনা আসিফ মির্জা
- বিশেষ অণুষ্ঠান
- ঈদ আনন্দমেলা
- ঈদ ২০০০
- প্রামাণ্যচিত্র
- "কাফেলা" - ইসলামের ঐতিহাসিক স্থানসমূহ ভ্রমণ বিষয়ক প্রামাণ্যচিত্র
চলচ্চিত্রের তালিকা
সম্পাদনাদারুচিনি দ্বীপ
প্রযোজিত ও পরিবেশিত চলচ্চিত্র
সম্পাদনাবছর | চলচ্চিত্র | পরিচালক | নোটস |
---|---|---|---|
১৯৯৬ | দীপু নাম্বার টু | মোরশেদুল ইসলাম | জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী |
২০০০ | কিত্তনখোলা | আবু সাইয়ীদ | জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী |
২০০২ | মেঘলা আকাশ | নারগিস আক্তার | জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী |
২০০৩ | কখনো মেঘ কখনো বৃষ্টি | মৌসুমী | জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী |
২০০৪ | রং নাম্বার | মতিন রহমার | |
২০০৪ | ব্যাচেলর | মোস্তফা সরয়ার ফারুকী | জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী |
২০০৪ | শাস্তি | চাষী নজরুল ইসলাম | এটি বাংলাদেশে রবীন্দ্র সাহিত্যের প্রথম অণুপম চলচ্চিত্রায়ন |
২০০৪ | জয়যাত্রা | তৌকির আহমেদ | সাতটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী |
২০০৪ | মেঘের পরে মেঘ | চাষী নজরুল ইসলাম | |
২০০৪ | কাল সকালে | আমজাদ হোসেন | |
২০০৪ | শ্যামল ছায়া | হুমায়ূন আহমেদ | ২০০৬ সালে সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র হিসেবে একাডেমি পুরস্কারের জন্য বাংলাদেশ থেকে এই ছবিটি নিবেদন করা হয়েছিল। |
২০০৫ | মেহের নেগার | মৌসুমী | কবি কাজী নজরুল ইসলাম এর একটি ছোট গল্প অবলম্বনে নির্মিত চলচ্চিত্র |
২০০৬ | বকুল ফুলের মালা | দেলোয়ার জাহান ঝন্টু | |
২০০৬ | সুভা | চাষী নজরুল ইসলাম | এটি বাংলাদেশে রবিন্দ্রসাহিত্যের দ্বিতীয় চলচ্চিত্র |
২০০৬ | মেড ইন বাংলাদেশ | মোস্তফা সরয়ার ফারুকী | |
২০০৬ | দূরত্ব | মোরশেদুল ইসলাম | |
২০০৬ | নিরন্তর | মোরশেদুল ইসলাম | ২০০৭ সালে সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র হিসেবে একাডেমি পুরস্কারের জন্য বাংলাদেশ থেকে এই ছবিটি নিবেদন করা হয়েছিল। |
২০০৭ | দারুচিনি দ্বীপ | তৌকির আহমেদ | সাতটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী |
২০০৭ | আহা! | এনামুল করিম নির্ঝর | চারটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী |
২০০৭ | স্বপ্নডানায় | গোলাম রাব্বানী বিপ্লব | ২০০৮ সালে সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র হিসেবে একাডেমি পুরস্কারের জন্য বাংলাদেশ থেকে এই ছবিটি নিবেদন করা হয়েছিল। |
২০০৭ | একজন সঙ্গে ছিল | শওকত জামিল | তিনটি বিভাগে বাচসাস চলচ্চিত্র ও সংস্কৃতি পুরস্কার বিজয়ী |
২০০৮ | আমার আছে জল | হুমায়ূন আহমেদ | |
২০০৯ | বৃত্তের বাইরে | গোলাম রাব্বানী বিপ্লব | ২০০৯ সালে সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র হিসেবে একাডেমি পুরস্কারের জন্য বাংলাদেশ থেকে এই ছবিটি নিবেদন করা হয়েছিল। |
২০০৯ | থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার | মোস্তফা সরয়ার ফারুকী | |
২০১০ | ডুবসাঁতার | নূরুল আলম আতিক | |
২০১০ | গহীনে শব্দ | খালিদ মাহমুদ মিঠু | |
২০১০ | মনের মানুষ | গৌতম ঘোষ | যৌথ প্রযোজনায় নির্মিত রোজভ্যালি ফিল্মস লিঃ ও ভেস্কটেশ ফিল্মস প্রাঃ লিঃ এর সাথে |
২০১১ | মধুমতি | শাহজাহান চৌধুরী | |
২০১১ | আমার বন্ধু রাশেদ | মোরশেদুল ইসলাম | |
২০১১ | কুসুম কুসুম প্রেম | মুশফিকুর রহমান গুলজার | |
২০১২ | লাল টিপ | স্বপন আহমেদ | |
২০১২ | ঘেটুপুত্র কমলা | হুমায়ূন আহমেদ | ২০১২ সালে সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র হিসেবে একাডেমি পুরস্কারের জন্য বাংলাদেশ থেকে এই ছবিটি নিবেদন করা হয়েছে।[২] |
২০১৩ | দেবদাস | চাষী নজরুল ইসলাম | এটি বাংলাদেশে দেবদাস'র দ্বিতীয় ও প্রথম রঙ্গিন সংস্করণ চলচ্চিত্র |
২০১৩ | শিরি ফরহাদ | গাজী মাহবুব | ঐতিহাসিক গল্প শিরি-ফরহাদ'র দ্বিতীয় ও প্রথম রঙ্গিন সংস্করণ চলচ্চিত্র |
২০১৩ | আকাশ কত দূরে | সামিয়া জামান | |
২০১৪ | জোনাকির আলো | খালিদ মাহমুদ মিঠু | |
২০১৫ | ঘাসফুল | আকরাম খান | |
২০১৬ | কৃষ্ণপক্ষ | মেহের আফরোজ শাওন | ২৬ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মুক্তি পায়। |
২০২২ | পায়ের ছাপ | সাইফুল ইসলাম মন্নু | |
২০২২ | দামাল | রায়হান রাফি | ২৮ অক্টোবর ২০২২ তারিখে মুক্তি পায়। |
২০২২ | ছিটমহল | হাবিবুর রহমান হাবিব | |
২০২২ | পাপ পূণ্য | গিয়াস উদ্দিন সেলিম | ২০ মে ২০২২ তারিখে মুক্তি পায়। |
২০২৩ | পায়ের তলায় মাটি নেই | মোহাম্মদ রাব্বি মৃধা | |
২০২৩ | রক্তজবা চলচ্চিত্র | নিয়ামুল মুক্তা | |
২০২৩ | পাতালঘর | নূর ইমরান মিঠু |
আরো দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Welcome to Impress Group | Leading and well-regarded conglomerate with established brand presence in Bangladesh from 1978"। www.impress-group.org। সংগ্রহের তারিখ ২০২১-০৯-২৫।
- ↑ অস্কারে 'ঘেটুপুত্র কমলা'
বহিঃসংযোগ
সম্পাদনা- অফিসিয়াল ওয়েবসাইট ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৭ জুন ২০১২ তারিখে
- ইমপ্রেস টেলিফিল্ম - ইন্টারনেট মুভি ডেটাবেজ