আমার আছে জল
হুমায়ুন আহমেদ পরিচালিত ২০০৮-এর চলচ্চিত্র
আমার আছে জল এটি ২০০৮ সালের একটি বাংলাদেশি চলচ্চিত্র। এটি পরিচালনা করেন কথাসাহিত্যিক - চলচ্চিত্রকার হুমায়ুন আহমেদ। চলচ্চিত্রটি তার নিজের লেখা উপন্যাস আমার আছে জল অবলম্বনে নির্মাণ করা হয়। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন ফেরদৌস, মীম, জাহিদ হাসান, মেহের আফরোজ শাওন, পীযূষ বন্দ্যোপাধ্যায়, মুনমুন আহমেদ, সালেহ আহমেদ, জয়ন্ত চট্টোপাধ্যায় ও ডাক্তার এজাজ আহমেদ।[১][২]
আমার আছে জল | |
---|---|
![]() ডিভিডি'র মোড়ক | |
পরিচালক | হুমায়ূন আহমেদ |
প্রযোজক | ফরিদুর রেজা সাগর ইবনে হাসান খান (ইমপ্রেস টেলিফিল্ম) |
রচয়িতা | হুমায়ূন আহমেদ (উপন্যাস) |
শ্রেষ্ঠাংশে | ফেরদৌস মীম জাহিদ হাসান মেহের আফরোজ শাওন পীযূষ বন্দ্যোপাধ্যায় মুনমুন আহমেদ সালেহ আহমেদ জয়ন্ত চট্টোপাধ্যায় এজাজুল ইসলাম |
সুরকার | হাবিব ওয়াহিদ এস আই টুটুল |
চিত্রগ্রাহক | মাহফুজুর রহমান খান |
সম্পাদক | ছলিম উল্লাহ ছলি |
পরিবেশক | ইমপ্রেস টেলিফিল্ম |
মুক্তি | ২০০৮ |
দৈর্ঘ্য | ১২৩ মিনিট |
দেশ | ![]() |
ভাষা | বাংলা |
কাহিনীর সারাংশসম্পাদনা
চরিত্রসমূহসম্পাদনা
- ফেরদৌস - সাব্বির
- বিদ্যা সিনহা সাহা মীম - দিলশাদ[৩]
- জাহিদ হাসান - জামিল
- মেহের আফরোজ শাওন - নিশাত
- পীযূযুষ বন্দ্যোপাধ্যায় - পুলিশের আইজি (অবসর প্রাপ্ত)
- মুনমুন আহমেদ -
- সালেহ আহমেদ - আলীম
- জয়ন্ত চট্টোপাধ্যায় - দোকানদার
- ডাক্তার এজাজ আহমেদ - ওসি কামরুল
সম্মাননাসম্পাদনা
আন্তর্জাতিক সম্মাননাসম্পাদনা
জাতীয় চলচ্চিত্র পুরস্কারসম্পাদনা
আরও দেখুনসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "বিদ্যা সিনহা মীম"। কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৭।
- ↑ "আমার আছে জল (Amar Ache Jol)"। বাংলা মুভি ডেটাবেজ। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৭।
- ↑ "পরী-এমি ব্যর্থ, এবার পরীক্ষায় মিম | banglatribune.com"। Bangla Tribune। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৭।