পাতালঘর (২০২৩-এর চলচ্চিত্র)

নূর ইমরান মিঠু পরিচালিত ২০২৩-এর চলচ্চিত্র

পাতালঘর ২০২৩ সালের বাংলাদেশী চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন নূর ইমরান মিঠু। নূর ইমরান মিঠু এটি তার দ্বিতীয় চলচ্চিত্র এর আগে কমলা রকেট চলচ্চিত্রটি পরিচালনা করেছেন। পাতালঘর চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করছেন আফসানা মিমি, মামুনুর রশিদ[১]

পাতালঘর
পরিচালকনূর ইমরান মিঠু
প্রযোজকআবু শাহেদ ইমন
চিত্রনাট্যকারনূর ইমরান মিঠু
শ্রেষ্ঠাংশে
চিত্রগ্রাহকমোর্শেদ বিপুল
প্রযোজনা
কোম্পানি
ইমপ্রেস টেলিফিল্ম বাতায়ন প্রোডাকশন্স
পরিবেশকচরকি
মুক্তি২৭ জুলাই ২০২৩
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

নির্মাণ সম্পাদনা

চলচ্চিত্রের শুটিং শুরু হয়েছিল করোনাভাইরাসের সময়কালে। চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন আবু শাহেদ ইমন। চলচ্চিত্রটি পরিবেশনা করছেন চরকি। চলচ্চিত্রটি নির্মাণে প্রযজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড, বাতায়ন প্রোডাকশন্স এবং পাওয়ার্ড বাই জয়া সেনেটারি ন্যাপকিন।[২]

অভিনয়ে সম্পাদনা

  • আফসানা মিমি,
  • নুসরাত ফারিয়া,
  • মামুনুর রশিদ,
  • গিয়াস উদ্দিন সেলিম,
  • ফজলুর রহমান বাবু,
  • নাজিয়া হক অর্ষা,
  • মামুন-উল-হক,
  • দীপান্বিতা মার্টিন,
  • রওনক হাসান,
  • নাসির উদ্দিন খান,
  • মৌটুসি বিশ্বাস,
  • আরফান মৃধা শিবলু,
  • শাদাত রাসেল,
  • হাসনাত রিপন,
  • সালাহউদ্দিন লাভলু,
  • চন্দনা বিশ্বাস।

পুরুস্কার সম্পাদনা

নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ফিচার সিনেমা হিসেবে ‘ডন কিহোতে পুরস্কার’ পেয়েছে। ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় এছাড়া বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান বিভাগে প্রদর্শিত হয়।[৩]

মুক্তি সম্পাদনা

২০২৩ সালের ২৭ জুলাই বাংলাদেশের ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পায়।[৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "এবার 'পাতালঘর'–এর টিভি প্রিমিয়ার"দৈনিক প্রথম আলো। ১৩ এপ্রিল ২০২৪। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০২৪ 
  2. "তারকাবহুল 'পাতালঘর' আসছে ওটিটিতে"চ্যানেল আই। ২৪ জুলাই ২০২৩। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০২৪ 
  3. "ওটিটিতে মুক্তি পাচ্ছে পাতালঘর"দৈনিক জনকণ্ঠ। ২৪ জুলাই ২০২৩। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০২৪ 
  4. "ওটিটিতে মুক্তি পাচ্ছে 'পাতালঘর"আজকের পত্রিকা। ২৫ জুলাই ২০২৩। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০২৪