একজন সঙ্গে ছিল
২০০৭ এর চলচ্চিত্র
একজন সঙ্গে ছিল ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী চলচ্চিত্র।[১] ছবিটি পরিচালনা করেছেন শওকত জামিল। কথাসাহিত্যিক সৈয়দ শামসুল হকের উপন্যাস 'একজন সঙ্গে ছিল' অবলম্বনে একই শিরোনামে নির্মিত হয়েছে ছবিটি।[১] ইমপ্রেস টেলিফিল্মের এই ছবিটি দেশের প্রথম বাংলা ছবি হিসেবে সিঙ্গাপুরের একটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[১] ছবিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী ও রিয়াজ। এছাড়াও কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন আসিফ ইকবাল, কাজী হায়াৎ,সিরাজ হায়দার ও নাসিমা খান।
একজন সঙ্গে ছিল | |
---|---|
পরিচালক | শওকত জামিল |
প্রযোজক | ফরিদুর রেজা সাগর ইবনে হাসান খান (ইমপ্রেস টেলিফিল্ম) |
রচয়িতা | সৈয়দ শামসুল হক |
শ্রেষ্ঠাংশে | মৌসুমী রিয়াজ আসিফ ইকবাল কাজী হায়াৎ সিরাজ হায়দার নাসিমা খান |
সুরকার | আহমেদ কিসলু |
চিত্রগ্রাহক | সিরাজুল ইসলাম সিরাজ |
সম্পাদক | দিলদার হাসান |
পরিবেশক | ইমপ্রেস টেলিফিল্ম |
মুক্তি | ২০০৭ |
স্থিতিকাল | ১২৩ মিনিট |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা ভাষা |
শ্রেষ্ঠাংশে
সম্পাদনা- মৌসুমী - সুমনা
- রিয়াজ - মনছুর
- আসিফ ইকবাল -
- মৌনতা - দুর্দানা
- শাহ আলাম কিরণ - মুক্তিযোদ্ধা
- কাজী হায়াৎ - গায়ক
- সিরাজ হায়দার - ডাক্তার
- আন্না -
- নাসিমা খান -
সংগীত
সম্পাদনাএকজন সঙ্গে ছিল ছবির সংগীত পরিচালনা করেন আহমেদ কিসলু।
সম্মাননা
সম্পাদনাবাচসাস চলচ্চিত্র ও সংস্কৃতি পুরস্কার
সম্পাদনাএকজন সঙ্গে ছিল চলচ্চিত্রটি বাচসাস পুরস্কার ২০০৮-এর মোট তিনটি বিভাগে পুরস্কার লাভ করে।[২]
- বিজয়ী: শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী - মৌসুমী (যৌথভাবে পপি'র সঙ্গে কি যাদু করিলা ছবির জন্য)
- বিজয়ী: শ্রেষ্ঠ সংলাপ - মুজতবা সউদ
- বিজয়ী: শ্রেষ্ঠ কাহিনীকার - সৈয়দ শামসুল হক
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ বিডিনিউজটুয়েন্টিফোরডটকম (২৪ সেপ্টেম্বর ২০০৭)। "ঈদে সিঙ্গাপুরে মুক্তি পাচ্ছে মৌসুমীর 'একজন সঙ্গে ছিল'"। bdnews24। ঢাকা, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ২৪ অক্টবর, ২০১১। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] - ↑ সমকাল প্রতিবেদক (১৪ নভেম্বর ২০০৯)। "জমজমাট বাচসাস সন্ধ্যা"। দৈনিক সমকাল। ঢাকা, বাংলাদেশ।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে একজন সঙ্গে ছিল (ইংরেজি) - এ