একজন সঙ্গে ছিল

২০০৭ এর চলচ্চিত্র

একজন সঙ্গে ছিল ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী চলচ্চিত্র।[] ছবিটি পরিচালনা করেছেন শওকত জামিল। কথাসাহিত্যিক সৈয়দ শামসুল হকের উপন্যাস 'একজন সঙ্গে ছিল' অবলম্বনে একই শিরোনামে নির্মিত হয়েছে ছবিটি।[] ইমপ্রেস টেলিফিল্মের এই ছবিটি দেশের প্রথম বাংলা ছবি হিসেবে সিঙ্গাপুরের একটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[] ছবিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন মৌসুমীরিয়াজ। এছাড়াও কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন আসিফ ইকবাল, কাজী হায়াৎ,সিরাজ হায়দার ও নাসিমা খান।

একজন সঙ্গে ছিল
ভিসিডি কভার
পরিচালকশওকত জামিল
প্রযোজকফরিদুর রেজা সাগর
ইবনে হাসান খান (ইমপ্রেস টেলিফিল্ম)
রচয়িতাসৈয়দ শামসুল হক
শ্রেষ্ঠাংশেমৌসুমী
রিয়াজ
আসিফ ইকবাল
কাজী হায়াৎ
সিরাজ হায়দার
নাসিমা খান
সুরকারআহমেদ কিসলু
চিত্রগ্রাহকসিরাজুল ইসলাম সিরাজ
সম্পাদকদিলদার হাসান
পরিবেশকইমপ্রেস টেলিফিল্ম
মুক্তি২০০৭
স্থিতিকাল১২৩ মিনিট
দেশবাংলাদেশ
ভাষাবাংলা ভাষা

শ্রেষ্ঠাংশে

সম্পাদনা

একজন সঙ্গে ছিল ছবির সংগীত পরিচালনা করেন আহমেদ কিসলু।

সম্মাননা

সম্পাদনা

বাচসাস চলচ্চিত্র ও সংস্কৃতি পুরস্কার

সম্পাদনা

একজন সঙ্গে ছিল চলচ্চিত্রটি বাচসাস পুরস্কার ২০০৮-এর মোট তিনটি বিভাগে পুরস্কার লাভ করে।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. বিডিনিউজটুয়েন্টিফোরডটকম (২৪ সেপ্টেম্বর ২০০৭)। "ঈদে সিঙ্গাপুরে মুক্তি পাচ্ছে মৌসুমীর 'একজন সঙ্গে ছিল'"bdnews24। ঢাকা, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ২৪ অক্টবর, ২০১১  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. সমকাল প্রতিবেদক (১৪ নভেম্বর ২০০৯)। "জমজমাট বাচসাস সন্ধ্যা"। দৈনিক সমকাল। ঢাকা, বাংলাদেশ। 

বহিঃসংযোগ

সম্পাদনা