প্রাণ রায়
বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা
প্রাণ রায় একজন বাংলাদেশী নাট্য অভিনেতা ও চিত্রশিল্পী।[১] তিনি সাধারণত মঞ্চ এবং টেলিভিশনে অভিনয় করেন। তবে পাশাপাশি তিনি কিছু চলচ্চিত্রেও অভিনয় করেছেন।
প্রাণ রায় | |
---|---|
জন্ম | প্রাণ রায় বাগেরহাট, বাংলাদেশ |
জাতীয়তা | বাংলাদেশী |
অন্যান্য নাম | প্রাণ |
নাগরিকত্ব | ![]() |
পেশা | অভিনেতা |
কর্মজীবন | ২০০৭–বর্তমান |
উল্লেখযোগ্য কর্ম | ঘেটুপুত্র কমলা |
দাম্পত্য সঙ্গী | শাহনেওয়াজ কাকলী |
পুরস্কার | মেরিল-প্রথম আলো পুরস্কার |
সালাউদ্দিন লাভলু পরিচালিত 'মোল্লা বাড়ীর বউ'-তে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। এছাড়া তার অভিনীত কিছু চলচ্চিত্রে মুক্তির অপেক্ষায় আছে। প্রাণ রায় অভিনীত নাটকগুলোর মধ্যে শিমুল সরকারে ‘চোরকাব্য’, সৈয়দ আওলাদের ‘সাত সওদাগর’, বদরুল আনাম সৌদের ‘কোমল বিবির অতিথিশালা’, মঈনুল হাসান খোকনের ‘প্রতিশোধ’, হাসান জাহাঙ্গীরের ‘রঙ্গের দুনিয়া’ অন্যতম। এছাড়াও নোঙ্গরখানা, ইলেকশনের রঙ্গ, ঝুলন্ত বাবুরা ইত্যাদি তার অভিনীত নাটক।
শিক্ষা জীবন ও ব্যক্তিগত জীবন সম্পাদনা
প্রাণ রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউটের ছাত্র ছিলেন।[১] ব্যক্তিজীবনে প্রাণ রায় তার সহপাঠী, নাট্যকার এবং পরিচালক শাহনেওয়াজ কাকলীকে বিয়ে করেছেন।
অভিনয় জীবন সম্পাদনা
টেলিফিল্ম সম্পাদনা
- জলরং
চলচ্চিত্র সম্পাদনা
- মোল্লা বাড়ীর বউ (২০০৫) - মাস্টার
- ডাক্তার বাড়ী (২০০৭)
- হঠাৎ সেদিন (২০১২)
- ঘেটুপুত্র কমলা (২০১২) - ঘেটুদলের নৃত্য প্রশিক্ষক
- জীবনঢুলী (২০১৪)
- নয় ছয় (২০১৫)
- নদীজন (২০১৫)
- এইতো প্রেম (২০১৫)
- মায়া দ্য লস্ট মাদার (২০১৯)
- রেডিও চলচ্চিত্র (২০২২)
পুরস্কার ও মনোনয়ন সম্পাদনা
- আরটিভি স্টার অ্যাওয়ার্ড
বছর | মনোনীত কর্ম | বিভাগ | ফলাফল | সূত্র |
---|---|---|---|---|
২০১৯ | ধারাবাহিক নাটকে শ্রেষ্ঠ অভিনেতা - পার্শ্ব চরিত্র | ডি-২০ | মনোনীত | [২] |
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ ক খ "এক যুগ পর প্রাণ রায়"। Risingbd.com। ২০১৭-১১-১৭। ২০২০-০৬-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-১৯।
- ↑ "৯ম আরটিভি স্টার এ্যাওয়ার্ড ২০১৯"। আরটিভি অনলাইন। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৯।
বহিঃসংযোগ সম্পাদনা
- ইন্টারনেট মুভি ডেটাবেজে প্রাণ রায় (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে প্রাণ রায়