শাহনেওয়াজ কাকলী

বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক

শাহনেওয়াজ কাকলী একজন বাংলাদেশী চলচ্চিত্র, মঞ্চ ও টেলিভিশন পরিচালক এবং চিত্রনাট্যকার। তিনি উত্তরের সুর নামক চলচ্চিত্র পরিচালনার মাধ্যমে বড় পর্দায় পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। যা গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং থার্ড আই মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যাল সহ বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়।হয়।[][] ছবিটি ৩টি বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছে ।[]

শাহনেওয়াজ কাকলী
জাতীয়তাবাংলাদেশী
পেশাচলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার
দাম্পত্য সঙ্গীপ্রাণ রায়

কর্মজীবন

সম্পাদনা

কাকলী চলচ্চিত্র পরিচালনার পূর্বে বেশ কিছু টেলিফিল্ম এবং মঞ্চনাটক পরিচালনা করেন। তিনি একজন চিত্রশিল্পীও। তার কাজে বাংলা চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের প্রভাব রয়েছে। ২০১২ সালে ১ নভেম্বর একটি সাক্ষাতকারে কাকলী বলেন,[]

অন্যান্য বাঙালীর মত, আমি সত্যজিত রায় এবং ঋত্বিক ঘটকের সিনেমা দেখে বড় হয়েছি, যদিও আমি ঋত্বিক ঘটককে বেশি পছন্দ করি এবং তাকে অত্যধিক শ্রদ্ধা করি। আমি উনার দ্বারা অনুপ্রাণিত এবং ফলে ঋত্বিক ঘটকের প্রভাব আমার চলচ্চিত্র 'উত্তরের সুর' (Northern Symphony) সিনেমায় বিদ্যমান।

তার বড় পর্দার চলচ্চিত্র উত্তরের সুর সিনেমায়, তিনি একজন সঙ্গীতশিল্পীর জীবনের চিত্র ফুটিয়ে তুলেছেন এবং তা ছোট্ট মেয়ে যেকিনা গান গেয়ে ভিক্ষা করে তাদের জীবনযাপনের জন্য উপার্জন করেন।[]

চলচ্চিত্র

সম্পাদনা
বছর চলচ্চিত্র ভূমিকা টীকা
মুক্তির অপেক্ষায় ফ্রম বাংলাদেশ পরিচালক, চিত্রনাট্যকার[]
২০১৫ নদীজন পরিচালক, চিত্রনাট্যকার
২০১২ উত্তরের সুর পরিচালক, চিত্রনাট্যকার

টেলিফিল্ম

সম্পাদনা

টেলিফিল্ম এবং নানা

সম্পাদনা
  • উজান পান্থে
  • আনেক কার্তিক একতি অগ্রহায়ণ
  • হামর লালু  
  • রঙিন শরী
  • বুনোন
  • সাং উলিপুর
  • আবং লাল টিপ
  • রূপসী দর্জির
  • খোকন খোকন ডাক পরী
  • নিসবদো থাটোক
  • হাত তান
  • বাওলা বাতাস
  • গড়িয়ালের উজান ভাটি
  • গোলাপী পাঞ্জাবি
  • যুধাঃ চিনহো
  • বোধোদয়
  • ডাক্তার আছরজো ভালোবাসা
  • ট্রিলজি
  • দোইবাদ
  • মাউথ অর্গান
  • স্বপ্ন করিগোর
  • দ্য কাকলি অপেরা (২০১৫)
  • গরিয়াল ভাই
  • হামার লাউ[]
  • রূপসী

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Uttarer Sur invited to three int'l festivals"। Priyo.com। ২১ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০১২ 
  2. "Six local films to participate in Kolkata Film Festival"। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০১২ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. Shazu, Shah Alam (২০১৪-০৫-১৩)। "And the winners are …"The Daily Star (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-১১-০১ 
  4. "Bangladeshi filmmaker idolises Ritwik Ghatak"News Track India। ২২ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০১২ 
  5. "মুক্তিযুদ্ধ, কাননবালা ও 'ফ্রম বাংলাদেশ'"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২৭ 
  6. "Bond between humans and domestic animals"The Daily Star। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০১৩ 

বহিঃসংযোগ

সম্পাদনা