উত্তরের সুর
উত্তরের সুর ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী রংপুরী ভাষার চলচ্চিত্র। চলচ্চিত্রটির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করেছেন শাহনেওয়াজ কাকলী। ছায়াছবিটি ইমপ্রেস টেলিফিল্ম-এর ব্যানারে নির্মিত হয় এবং ২০১২ সালের পহেলা বৈশাখে চ্যানেল আই-এ ছায়াছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়।[১] এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন উৎপল, লুসি তৃপ্তি গোমেজ, মেঘলা এবং আরও অনেকে। ছায়াছবিটি ২০১২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার-এ শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ চারটি পুরস্কার অর্জন করে।
উত্তরের সুর | |
---|---|
পরিচালক | শাহনেওয়াজ কাকলী |
প্রযোজক | ইমপ্রেস টেলিফিল্ম |
রচয়িতা | শাহনেওয়াজ কাকলী |
চিত্রনাট্যকার | শাহনেওয়াজ কাকলী |
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার | শরীফ শাহ ইমন সাহা |
চিত্রগ্রাহক | হীরা আজাদ |
সম্পাদক | ইবনে বকুল |
পরিবেশক | ইমপ্রেস টেলিফিল্ম |
মুক্তি |
|
স্থিতিকাল | ১১৫ মিনিট |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা ভাষা |
কাহিনি সংক্ষেপ
সম্পাদনাচাঁন মিয়া ও তার মেয়ে আয়শা রাস্তায় গান গেয়ে জীবিকা নির্বাহ করে। বাবার স্বপ্ন মেয়ে একদিন বড় গায়িকা হবে। কিন্তু আয়শার মা আম্বিয়া চায় তার মেয়ে লেখাপড়া করুক। আয়শা মায়ের আগ্রহে স্কুলে যায় কিন্তু সে তার বাবার সাথে গান গাইতেই বেশি পছন্দ করে। একদিন কিছু বাইরের লোক তাদের গ্রামে আসে এবং তারা আয়শা ও তার বাবার গান শুনে মুগ্ধ হয়। আয়শা ও তার বাবা গ্রামে আগের চেয়েও বেশি জনপ্রিয়তা লাভ করে। হঠাৎ একদিন আয়শা অসুস্থ হয়ে যায় এবং তার বাবাও বিদেশী সংস্কৃতির সাথে পাল্লা দিয়ে টিকে থাকতে পারে না। অচিরেই তার জনপ্রিয়তা হ্রাস পেতে থাকে।
শ্রেষ্ঠাংশে
সম্পাদনা- মেঘলা - আয়শা
- উৎপল - চাঁন মিয়া
- লুসি তৃপ্তি গোমেজ - আম্বিয়া
- আদিত্য আলম
- বিপ্লব প্রসাদ
- জাহাঙ্গীর আলম
- তুবা
- আশফি
- ছন্দামনি
সঙ্গীত
সম্পাদনাউত্তরের সুর ছায়াছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন শফিকুল ইসলাম রাজা ও শরীফ শাহ এবং আবহ সঙ্গীত পরিচালনা করেছেন ইমন সাহা। গীত রচনা করেছেন নুরুল ইসলাম জাহিদ। গানে কণ্ঠ দিয়েছেন শফিকুল ইসলাম রাজা, সাইকি, ও তুবা।
পুরস্কার
সম্পাদনা- শ্রেষ্ঠ চলচ্চিত্র - ইমপ্রেস টেলিফিল্ম
- শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী - লুসি তৃপ্তি গোমেজ
- শ্রেষ্ঠ শিশুশিল্পী - মেঘলা
- শ্রেষ্ঠ কাহিনিকার - শাহনেওয়াজ কাকলী [২]
চলচ্চিত্র উৎসবে অংশগ্রহন
সম্পাদনা- গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব - ২০১২
- কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব - ২০১২[৩]
- মুম্বাই চলচ্চিত্র উৎসব - ২০১২
- ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি উৎসব - ২০১৬[৪]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "পহেলা বৈশাখে ওয়ার্ল্ড প্রিমিয়ার 'উত্তরের সুর'"। বাংলানিউজ। এপ্রিল ১২, ২০১২। সংগ্রহের তারিখ ২৭ মে ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ প্রতিবেদক, সংবাদ প্রকাশ (২০২৩-১১-১৫)। "নারী নির্মাতা হিসেবে রুবাইয়াতের ইতিহাস"। songbadprokash.com। সংগ্রহের তারিখ ২০২৪-০২-২৭।
- ↑ "Six local films to participate in Kolkata Film Festival [কলকাতা চলচ্চিত্র উৎসবে ছয়টি চলচ্চিত্র]"। নিউ এজ। ৮ নভেম্বর ২০১২। সংগ্রহের তারিখ ২৭ মে ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "শিল্পকলায় আসছে 'উত্তরের সুর'"। দৈনিক প্রথম আলো। ২৪ মার্চ ২০১৬। সংগ্রহের তারিখ ২৭ মে ২০১৬।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে উত্তরের সুর (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে উত্তরের সুর