জীবনঢুলী

তানভীর মোকাম্মেল পরিচালিত ২০১৪ এর বাংলাদেশী চলচ্চিত্র

জীবনঢুলী বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের পটভূমিতে নির্মিত একটি চলচ্চিত্র। ১৯৭১ সালে এদেশের সাধারণ মানুষদের ওপর পাকিস্তানি হানাদার বাহিনীরা যে বর্বরোচিত হত্যাযজ্ঞ চালিয়েছে তারই এক চলমান দলিল এ চলচ্চিত্র।[] এই চলচ্চিত্রটি বাংলাদেশে সরকারী চলচ্চিত্র অনুদানে নির্মিত হয়েছে। ১৪ই ফেব্রুয়ারি, ২০১৪ সালে ছবিটির প্রিমিয়ার শো হয়।[] তানভীর মোকাম্মেল পরিচালিত এই ছবিতে নিম্নবর্ণের দরিদ্র ঢাকি "জীবনকৃষ্ণ দাস" এর জীবন এবং তার এলাকায় ঘটে যাওয়া নারকীয় হত্যাযজ্ঞ আবির্ভূত হয়েছে।[][]

জীবনঢুলী
পরিচালকতানভীর মোকাম্মেল
শ্রেষ্ঠাংশেশতাব্দী ওয়াদুদ
রামেন্দু মজুমদার
তবিবুল ইসলাম বাবু
ওয়াহিদা মলি্লক জলি
চিত্রলেখা গুহ
জ্যোতিকা জ্যোতি
প্রাণ রায়
ইকবাল হোসেন
পরেশ আচার্য
উত্তম গুহ
জামিলুর রহমান শাখা
রিমু খন্দকার
সুরকারসৈয়দ সাবাব আলী আরজু
চিত্রগ্রাহকমাহফুজুর রহমান খান
সম্পাদকমহাদেব শী
প্রযোজনা
কোম্পানি
কিনো আই ফিল্মস
মুক্তি২০১৪
স্থিতিকাল৯০ মিনিট
দেশ বাংলাদেশ
ভাষাবাংলা

অভিনয় ও চিত্রগ্রহণ

সম্পাদনা

ছবিটির চিত্রগ্রহণ করেছেন মাহফুজুর রহমান খান, শিল্প নির্দেশনা ও প্রধান সহকারী পরিচালক -উত্তম গুহ,সঙ্গীত পরিচালনা- সৈয়দ সাবাব আলী আরজু,সম্পাদনা -মহাদেব শী এবং নিবেদক হচ্ছেন- সাইফুর রহমান।

এতে অভিনয় করছেন শতাব্দী ওয়াদুদ, রামেন্দু মজুমদার, তবিবুল ইসলাম বাবু, ওয়াহিদা মলি্লক জলি, চিত্রলেখা গুহ, জ্যোতিকা জ্যোতি, প্রাণ রায়, ইকবাল হোসেন, পরেশ আচার্য, উত্তম গুহ, জামিলুর রহমান শাখা, রিমু খন্দকারসহ মঞ্চের বেশ কয়েকজন অভিনয়শিল্পী।[]

অভিনয় শিল্পী

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. সেন্সরে ‘জীবনঢুলী’, প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম আলো, প্রকাশিত তারিখ ১৩-০৮-২০১৩।
  2. ফেব্রুয়ারিতে ‘জীবনঢুলি’ ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৪ জানুয়ারি ২০১৪ তারিখে, প্রকাশিত হয়েছে বিডি নিউজ ২৪, প্রকাশিত তারিখ ২১-০১-২০১৪।
  3. ঢোল বাজানো শিখছেন শতাব্দী ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৯-১১-২৩ তারিখে, প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম আলো, প্রকাশিত তারিখ ১৫-০৯-২০১২।
  4. জীবনে দুটো শতাব্দী দেখেছি ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৫ মার্চ ২০১৬ তারিখে, প্রকাশিত হয়েছে সমকাল।
  5. শেষ হলো 'জীবনঢুলি'র শুটিং[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ], প্রকাশিত হয়েছে দৈনিক কালের কণ্ঠ।