বীরকন্যা প্রীতিলতা

প্রদীপ ঘোষ পরিচালিত ২০২৩-এর চলচ্চিত্র

বীরকন্যা প্রীতিলতা হলো ২০২৩ সালের বাংলা ভাষার বাংলাদেশী চলচ্চিত্র। কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস "ভালোবাসা প্রীতিলতা" অবলম্বনে চলচ্চিত্রটি পরিচালনা করেছেন প্রদীপ ঘোষ।[২] চলচ্চিত্রের শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, মনোজ কুমার প্রামাণিক, কামরুজ্জামান তাপু, ইন্দ্রানী ঘটক।[৩][৪] কিশোরী প্রীতিলতার চরিত্রে অভিনয় করেছেন রায়া মালিয়াত কবির । সঙ্গীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার, গান গেয়েছেন এলিটা করিমদিলশাদ নাহার কনা[৫][৬]

বীরকন্যা প্রীতিলতা
চলচ্চিত্রের পোস্টার
পরিচালকপ্রদীপ ঘোষ
চিত্রনাট্যকারমোহাম্মদ ফরিদ উদ্দিন
প্রদীপ ঘোষ
কাহিনিকারসেলিনা হোসেন
উৎসসেলিনা হোসেন কর্তৃক 
ভালোবাসা প্রীতিলতা
শ্রেষ্ঠাংশেনুসরাত ইমরোজ তিশা
মনোজ কুমার প্রামাণিক
কামরুজ্জামান তাপু
সুরকারবাপ্পা মজুমদার
মুক্তি
  • ৩ ফেব্রুয়ারি ২০২৩ (2023-02-03) (বাংলাদেশ)[১]
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

কুশীলব সম্পাদনা

নির্মাণ সম্পাদনা

২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশ সরকার কর্তৃক চলচ্চিত্রটিকে অনুদান দেওয়া হয়। ইউরোপিয়ান ক্লাব, পাহাড়তলী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকার আরমানিটোলা, ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারেও চলচ্চিত্রটির দৃশ্য ধারণ করা হয়েছে।[৭]

মুক্তি সম্পাদনা

চলচ্চিত্রটি ২০২৩ সালের ৩ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়।[৮][৯]

২০২২ সালের ২৪ সেপ্টেম্বর চলচ্চিত্রটির ফার্স্ট লুক টিজার প্রকাশিত হয়েছে।[১০][১১][১২]

প্রেক্ষাগৃহে মুক্তির পর আসন্ন ঈদুল ফিতরের দ্বিতীয় দিন চলচ্চিত্রটি টেলিভিশনে মুক্তি দেয়া হবে। যা চ্যানেল আই এর মাধ্যমে সম্প্রচারিত হয়।[১৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Pratidin, Bangladesh (২০২৩-০২-০৩)। "আজ থেকে তিশার 'বীরকন্যা প্রীতিলতা'"বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ২০২৩-০২-০৩ 
  2. "'বীরকন্যা প্রীতিলতা' ছবির টিজার প্রকাশ"। দৈনিক ভোরের কাগজ। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০২২ 
  3. "'বীরকন্যা প্রীতিলতা' চলচ্চিত্রের ফার্স্টলুক প্রকাশ"। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০২২ 
  4. "'ভালোবাসা বীরকন্যা প্রীতিলতা' মুক্তির প্রত্যাশা সেপ্টেম্বরে"। দৈনিক জনকণ্ঠ। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০২২ 
  5. "সেলিনা হোসেনের উপন্যাস 'ভালোবাসা প্রীতিলতা' অবলম্বনে চলচ্চিত্র"। ডিবিসি নিউজ। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০২২ 
  6. "ভালোবাসা বীরকন্যা প্রীতিলতা চলচ্চিত্রে কনা'র প্লেব্যাক"। একুশে টিভি। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০২২ 
  7. "কতটা এগোচ্ছে অনুদানের চলচ্চিত্র?"। যায় যায় দিন। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০২২ 
  8. প্রতিবেদক, গ্লিটজ। "'বীরকন্যা প্রীতিলতা' ১০ সিনেমা হলে"bdnews24। ২০২৩-০২-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০২-০৩ 
  9. "'Birkonna Pritilata' premiers at Star Cineplex"www.dhakatribune.com (ইংরেজি ভাষায়)। ২০২৩-০২-০২। সংগ্রহের তারিখ ২০২৩-০২-০৩ 
  10. "বীরকন্যা প্রীতিলতার বেশে তিশা যেমন"। চ্যানেল আই। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০২২ 
  11. "১৮ নভেম্বর মুক্তি পাবে 'বীরকন্যা প্রীতিলতা'"। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০২২ 
  12. "'বীরকন্যা প্রীতিলতা' চলচ্চিত্রের ফার্স্টলুক প্রকাশ"। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০২২ 
  13. প্রতিবেদক, বিনোদন। "প্রেক্ষাগৃহের পর এবার টেলিভিশনে"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৮ 

বহিঃসংযোগ সম্পাদনা