রাজকুমার হিরানী
রাজকুমার হিরানী (সিন্ধি: حراتر راج ڪمار; জন্ম: ২০ নভেম্বর, ১৯৬২) ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার (ভারত) এবং ফিল্মফেয়ার পুরস্কার প্রাপ্ত হিন্দি ছবির পরিচালক, চিত্রনাট্যকার এবং ফিল্ম এডিটর। তিনি মুন্না ভাই এমবিবিএস (২০০৩), লাগে রাহো মুন্না ভাই (২০০৬), থ্রি ইডিয়টস (২০০৯), পিকে (২০১৪) ও সঞ্জু (২০১৮) এর জন্য ব্যাপক পরিচিত।
রাজকুমার হিরানী | |
---|---|
জন্ম | |
অন্যান্য নাম | রাজু হিরানী |
পেশা | পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার, ফিল্ম এডিটর |
কর্মজীবন | ১৯৯৩-বর্তমান |
দাম্পত্য সঙ্গী | মানজিত হিরানী |
সন্তান | (১) ভির হিরানী |
প্রাথমিক জীবন
সম্পাদনারাজকুমার হিরানীর (রাজু হিরানী নামে পরিচিত) জন্ম ১৯৬২ সালের ২০ নভেম্বর নাগপুরে সিন্ধি পরিবারে। তার পরিবারের আদিনিবাস ছিল পাকিস্তানের সিন্ধ প্রদেশের নওশহরো ফিরোজি জেলায়। তার বাবা সুরেশ হিরানী নাগপুরে একটি টাইপিং ইন্সটিটিউট পরিচালনা করেন। হিরানীর বয়স যখন ১৪ তখন তার পরিবার পাকিস্তানের সিন্ধ থেকে ভারতে চলে আসেন। রাজকুমার হিরানী মহারাষ্ট্র, নাগপুরের সেন্ট ফ্রান্সিস ডিসেলস হাই স্কুলে পড়াশোনা শুরু করেন। তার প্রকৌশলী কিংবা চিকিৎসা বিষয়ে পড়ার জন্য প্রয়োজনীয় নম্বর ছিলো না। [১] বাধ্য হয়েই সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছেড়ে চলে গেলেন কমার্সে । আশেপাশের বন্ধুরা সবাই – তোর জীবন পুরা ব্যর্থ। সায়েন্সে পড়েও ইঞ্জিনিয়ার হতে পারলি না ???ইত্যাদি বলে উপহাস করতে লাগলো। মানুষটার কাছে তখন এই উপহাসের কোনো জবাব ছিলো না। শুধুই নির্বাক হয়ে থাকতেন।
শিক্ষাজীবন
সম্পাদনাবাবার নির্দেশে ভর্তি হলেন সিএ (CA- Chartered Account) তে । কিন্তু, সিএ পড়তে এসে দেখলেন – সংখ্যার হিসাব- নিকাশ কিছুই তার মাথায় ঢুকছে না। তাই পরীক্ষার আগের দিন ভয়ে ভয়ে এসে বাবা বললেন – বাবা আমি কাল পরীক্ষা দিবো না “কমার্সের কোনো কিছুই আমার মাথায় ঢুবছে না” ।
ছেলের এই কথা শুনে বাবা মোটেও রাগ করলেন না বরং বললেন – পরীক্ষা দেওয়ার ইচ্ছা না থাকলে দিও না। কাল থেকে আমাকে কাজে সাহায্য করো। ছেলে মহাখুশীতে রাজি হয়ে গেলেন। বাবাকে টাইপরাইটিং ইন্সটিটিউটে সাহায্য করার পর হাতে থাকতো অফুরন্ত সময়।
কলেজে কিছু বন্ধুর সাথে পরিচয় ঘটলো যারা থিয়েটার করতো। সেসব বন্ধুদের সাথে ভর্তি হলেন থিয়েটারে। সেই থিয়েটারেই খুঁজে পেলেন তার সুখের ঠিকানা।
তারপর বন্ধুরা মিলে খুলে ফেললেন একটি থিয়েটার গ্রুপ। নাম দিলেন আওয়াজ।
থিয়েটারের প্রতি ছেলের মারাত্নক আগ্রহ দেখে বাবা ছেলেকে পুনে শহরের Film and Television Institute of India ( FTII) তে ভর্তি হওয়ার জন্য বলেন। FTII তে প্রথমবার এপ্লাই করেন ডিরেক্টর ফ্যাকাল্টিতে। কিন্তু, তখন ডিরেক্টর পদে ৮ টি সিটের বিপরীতে ছিল হাজার হাজার ছাত্র। তাই ডিরেক্টর পদে চান্স পেলেন না। পরের বছর তিনি এপ্লাই করলেন এডিটিং ফ্যাকাল্টিতে কারণ, তখন এডিটিং এ খুব কম ছাত্রই এপ্লাই করতো । সেবার চান্সও হয়ে গেলো এবং চলে গেলেন FTII এ এডিটিং এর উপর পড়াশোনা করতে ।[২]
চলচ্চিত্রসমূহ
সম্পাদনাপরিচালনা
সম্পাদনানাম্বার | বছর | সিনেমা | ভূমিকা |
---|---|---|---|
৫ | ২০১৮ | সঞ্জু | পরিচালক, সম্পাদক, লেখক, প্রযোজক |
৪ | ২০১৪ | পিকে | পরিচালক, সম্পাদক, লেখক, প্রযোজক |
৩ | ২০০৯ | থ্রি ইডিয়টস | পরিচালক, সম্পাদক, লেখক |
২ | ২০০৬ | লাগে রাহো মুন্না ভাই | পরিচালক, সম্পাদক, লেখক |
১ | ২০০৩ | মুন্না ভাই এম.বি.বি.এস. | পরিচালক, সম্পাদক, লেখক |
অন্যান্য
সম্পাদনানাম্বার | বছর | সিনেমা | ভূমিকা |
---|---|---|---|
৫ | ২০০৭ | একলাব্য : দ্য রয়েল গার্ড | নির্বাহী প্রযোজক |
৪ | ২০০৫ | পরিনীতা | ক্রিয়েটিভ প্রযোজক |
৩ | ২০০০ | মিশন কাশ্মীর | সম্পাদক |
২ | ১৯৯৮ | কারিব | প্রমো সম্পাদক |
১ | ১৯৯৪ | ১৯৪২ : এ লাভ স্টোরি | প্রমোজ এবং ট্রেইলার |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Aiming to Please"। Hindustan Times। ১৫ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০১০।
- ↑ "রাজকুমার হিরানীর জীবন গাথা"। বাংলা নিউজ।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে রাজকুমার হিরানী (ইংরেজি)