সিন্ধি ভাষা

দক্ষিণ এশিয়ার (পাকিস্তান এবং ভারত) ইন্দো-আর্য ভাষা

সিন্ধি/ˈsɪndʰi/[৬] (আরবি লিপিতে: سنڌي, দেবনাগরী লিপিতে: सिन्धी, গুরুমুখী লিপিতে: ਸਿੰਧੀ) দক্ষিণ এশিয়ার সিন্ধু অঞ্চলে প্রচলিত ইন্দো-আর্য ভাষাপাকিস্তানে (বিশেষ করে সিন্ধু প্রদেশে যেখানে এটি সরকারী ভাষা[৭][৮][৯]) প্রায় ২ কোটি ২৭ লক্ষ [২] এবং ভারতে প্রায় ২৫ লক্ষ[১০] লোক এই ভাষায় কথা বলেন। এই ভাষাটি ভারতে কেন্দ্রীয় সরকার স্বীকৃত তফসিলভুক্ত ভাষাগুলির মধ্যে একটি, যদিও সিন্ধি ভারতের কোন রাজ্যের সরকারী ভাষা নয়।[১১][১২]

সিন্ধি
سنڌي
নাস্তালিক লিপিতে "সিন্ধি"
দেশোদ্ভবসিন্ধু প্রদেশ (পাকিস্তান) এবং রাজস্থান (ভারত)।
অঞ্চলদক্ষিণ এশিয়া
জাতিসিন্ধি জাতি
মাতৃভাষী
২ কোটি ৪৫ লাখ (২০১৫)[১]
ফার্সি-আরবি লিপি, দেবনাগরী লিপি, খোদাবাদি লিপি, লাহন্ডা লিপি, গুরুমুখী লিপি[২]
সরকারি অবস্থা
সরকারি ভাষা
 পাকিস্তান (সিন্ধু প্রদেশ)
 ভারত
নিয়ন্ত্রক সংস্থাসিন্ধি ভাষা কর্তৃপক্ষ (পাকিস্তান),
সিন্ধি ভাষা উন্নয়ন জাতীয় পরিষদ (ভারত)
ভাষা কোডসমূহ
আইএসও ৬৩৯-১sd
আইএসও ৬৩৯-২snd
আইএসও ৬৩৯-৩বিভিন্ন প্রকার:
snd – Sindhi
lss – Lasi
sbn – Sindhi Bhil
গ্লোটোলগsind1272  (Sindhi)[৩]
sind1270  (Sindhi Bhil)[৪]
lasi1242  (Lasi)[৫]
লিঙ্গুয়াস্ফেরা59-AAF-f
এই নিবন্ধটিতে আধ্বব ধ্বনিমূলক চিহ্ন রয়েছে। সঠিক পরিবেশনার সমর্থন ছাড়া, আপনি ইউনিকোড অক্ষরের পরিবর্তে প্রশ্নবোধক চিহ্ন, বক্স, অথবা অন্যান্য চিহ্ন দেখতে পারেন।

বিস্তার সম্পাদনা

অধিকাংশ সিন্ধি ভাষাভাষীরা পাকিস্তানের সিন্ধু প্রদেশে এবং ভারতবর্ষের গুজরাত রাজ্যের কচ্ছ অঞ্চল এবং মহারাষ্ট্রের উল্লাসনগর অঞ্চলে বসবাস করেন। ভারতে অবশিষ্ট ভাষাভাষীরা হল হিন্দু ধর্মালবম্বী সিন্ধিভাষী, যারা ১৯৪৭ সালে পাকিস্তানের স্বাধীন হওয়ার পর যখন সিন্ধু অঞ্চল পাকিস্তানের চলে যায় তখন পাকিস্তান ত্যাগ করে ভারতে এবং পৃথিবীর অন্যান্য অঞ্চলে স্থানান্তরিত হন। সিন্ধি পাকস্তানের সিন্ধ, বেলুচিস্তান এবং পাঞ্জাব প্রদেশ এবং ভারতের রাজস্থান, পাঞ্জাব এবং গুজরাত রাজ্যগুলি ছাড়াও হংকং, ওমান, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসী সম্প্রদায়ের মধ্যে ব্যবহার হয়।

ইতিহাস সম্পাদনা

 
খোদাবাদি লিপিতে লেখা দোদো চানেসার মহাকাব্যের প্রচ্ছদ

সিন্ধি নামটি সিন্ধু নদী থেকে এসেছে।[১৩]

একই ভাষা পরিবারের অন্যান্য ভাষার মতই সিন্ধিও প্রাচীন ইন্দো-আর্য (সংস্কৃত) এবং মধ্য ইন্দো-আর্য (পালি, প্রাকৃত এবং অপভ্রংশ) পর্যায় পেড়িয়ে ১০ম শতাব্দিতে নব্য ইন্দো-আর্য স্তরে প্রবেশ করে। [১৪][১৫]

আধুনিক যুগে (১৮৪৩ থেকে) সিন্ধি সাহিত্যে সমৃদ্ধি লাভ করে, যদিও পাকিস্তান ও ভারতের সমসাময়িক সিন্ধি রচনাবলী এবং ভাষাগত সাহিত্যিক শৈলীগুলি বিংশ শতাব্দীর শেষের দিক থেকেই উল্লেখযোগ্যভাবে বিচ্ছিন্ন হতে শুরু করে; একদিকে যেমন পাকিস্তানের সিন্ধি লেখকরা ফার্সি ও আরবি শব্দভান্ডার থেকে ব্যাপকভাবে শব্দ ধার নিয়েছিল, অপরদিকে তেমনই ভারতের লেখকরা হিন্দি ভাষার দ্বারা অত্যন্তভাবে প্রভাবিত হয়েছিল।[১৪]

১৮৪৮ সালে, যখন সিন্ধ প্রদেশ ব্রিটিশদের দখলে ছিল এবং বম্বের সঙ্গে সংযুক্ত ছিল, তখন সেই প্রদেশের গভর্নর স্যার জর্জ ক্লার্ক সিন্ধি ভাষাকে সরকারি ভাষা করার আদেশ দিয়েছিলেন। সেই সময়কার সিন্ধের কমিশানার স্যার বার্টেল ফ্রেরে ২৯শে আগস্ট, ১৮৫৭ সালে সরকারী কর্মচারীদের সিন্ধি ভাষায় পরীক্ষা দেওয়ার পরামর্শ দেন। তিনি সিন্ধিকে সরকারী যোগাযোগের ক্ষেত্রে ব্যবহার করারও নির্দেশ দেন। সিন্ধে সিন্ধি-ফাইনাল নামে সাত-শ্রেণীর শিক্ষা ব্যবস্থা চালু করেন। রাজস্ব, পুলিশ ও শিক্ষা বিভাগে কর্মসংস্থানের জন্য সিন্ধি-ফাইনালটি পূর্বশর্ত করে দেওয়া হয়।[১৬]

১৮৬৮ সালে বম্বে প্রদেশে নারায়ণ জগন্নাথ বৈদ্যকে সিন্ধি লেখার জন্য আবজাদ লিপির পরিবর্তে খোদাবাদি লিপি চালু করার জন্য ভার দেওয়া হয়। এই লিপিকে বম্বে প্রদেশে আইনতভাবে প্রমিত লিপি হিসাব বিধিবদ্ধ করা হয়। এর ফলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে অরাজকতা শুরু হয় এবং প্রবল বিশৃঙ্খলার সৃষ্টি হয়। যার ফলস্বরূপ ব্রিটিশ কর্তৃপক্ষ বারো শামরিক বিধি আরোপ করেন।[১৭]

ইসলামি সিন্ধি ঐতিহ্য অনুযায়ী, সিন্ধিতে কুরআনের প্রথম অনুবাদ সিন্ধ প্রদেশের মনসুর অঞ্চলে ৮৮৩ খ্রীষ্টাব্দে/২৭০ হিজরীতে সম্পন্ন হয়েছিল। কুরআনের প্রথম বিস্তৃত সিন্ধি অনুবাদ করেন আখুন্দ আজাজ আল্লাহ মুত্তালাউই (১৭৪৭-১৮২৪ খ্রীষ্টাব্দ/১১৬০-১২৪০ হিজরী) এবং ১৮৭০ সালে সেটি প্রথম গুজরাতে প্রকাশিত হয়। প্রথম মূদ্রণ করেন মুহাম্মদ সিদ্দিক ১৮৬৭ সালে লাহোরে।[১৮]

উপভাষা সম্পাদনা

সিন্ধির উপভাষাগুলি হল ভিচোলি, লারি, লাসি, কাথিয়াওয়াড়ি কচ্ছি, থারেলি, মাচারিয়া, দুকস্লিনু এবং মুসলিম সিন্ধি।[১৯] উত্তর সিন্ধের "সিরাইকি" উপভাষাটি দক্ষিণ পাঞ্জাবের সারাইকি ভাষার থেকে আলাদা[২০], যদিও আগে এটিকে কখনও সারাইকির উপভাষা আবার কখনও সিন্ধির উপভাষা হিসাবে গণ্য করা হত।[২১] আগে সিন্ধির যে উপভাষাটিকে "সিরাইকি" বলা হত এখন সেটিকে "সিরোলি" বলা হয়।[২২]

ব্যবহার সম্পাদনা

মহাভারতের সিন্ধি সংস্করণের মাধ্যমে লিখিত সিন্ধির প্রথম উল্লেখ পাওয়া যায় ৮ম শতাব্দীতে। তবে, সিন্ধির প্রাচীনতম নিদর্শন পাওয়া যায় ১৫শ শতাব্দী থেকে।[১৪]

বর্তমানে পাকিস্তানে সবচেয়ে প্রচলিত ভাষাগুলির মধ্যে তৃতীয় স্থানে রয়েছে এই ভাষাটি। পাকিস্তান সরকার নাগরিকদেরকে যে জাতীয় পরিচয়পত্র প্রদান করেন, তা কেবলমাত্র উর্দু ভাষা ও সিন্ধি ভাষাতে ছাপানো হয়। ইন্দো-আর্য ভাষা হলেও সিন্ধি ভাষার উপর দ্রাবিড় ভাষার বেশ বড় প্রভাব পরিলক্ষিত হয়। হিন্দু ধর্মালবম্বী সিন্ধিভাষীরা দেবনাগরী লিপিতে লিখতেন। বেশির ভাগ সিন্ধিভাষী ইসলাম ধর্মে ধর্মান্তরিত হবার পর ভাষাটি লিখতে একটি পরিবর্তিত আরবি লিপি উদ্ভাবন করা হয়।[২৩] ভারতে সিন্ধি লিখতে দেবনাগরী ও আরবি উভয় লিপিই ব্যবহার করা হয়।[২৪]

বর্তমান মর্যাদা সম্পাদনা

পাকিস্তানের সিন্ধি ভাষা এবং অন্যান্য স্থানীয় ভাষাগুলি আনুষ্ঠানিকভাবে পাকিস্তানে জাতীয় ভাষার মর্যাদা পাওয়ার জন্য সংগ্রাম করছে। পাকিস্তানের গোড়াপত্তনের আগে সিন্ধ প্রদেশের জাতীয় ভাষা ছিল সিন্ধি।[২৫][২৬][২৭][২৮]

পাকিস্তানে অনেক সিন্ধি ভাষার টেলিভিশন চ্যানেল যেমন কেটিএন, সিন্ধ টিভি, আওয়াজ টেলিভিশন নেটওয়ার্ক, মেহেরান টিভি এবং ধরতি টিভিত প্রচারিত হয়। এছাড়াও ভারতীয় আদালত থেকে দূরদর্শনকে ভারতের হিন্দু ধর্মালবম্বী সিন্ধিদের জন্য একটি সংবাদ চ্যানেল শুরু করার আদেশ দিয়েছে।[২৯][৩০]

১৯৬৭ সালে ভারতীয় সংবিধানের ২১তম সংশোধনীতে ভারত সরকার কর্তৃক সিন্ধিকে একটি সরকারি ভাষা হিসেবে সংবিধানের ৮ম তফসিলে অন্তর্ভুক্ত করা হয়।[৩১]

ধ্বনিতত্ত্ব সম্পাদনা

অন্যান্য ইন্দো-আর্য ভাষার তুলনায় সিন্ধির ব্যঞ্জনধ্বনি এবং স্বরধ্বনির তালিকা একটু বড়ো। সিন্ধিতে ৪৬টি ব্যঞ্জন স্বনিম এবং ১৬টি স্বর স্বনিম আছে। ব্যঞ্জন এবং স্বরধ্বনির অনুপাত বিশ্বের বিভিন্ন ভাষার গড় অনুপাতের প্রায় সমান।[৩২] সব স্পর্শ, ঘৃষ্ট, নাসিক্য ব্যঞ্জনধ্বনি, এবং মূর্ধন্য তাড়নজাত ধ্বনি এবং পার্শ্বিক নৈকট্যধ্বনিগুলির প্রতিরূপ মহাপ্রাণ ধ্বনি আছে। ভাষাটিতে চারটি অন্তঃস্ফোটী ব্যঞ্জনধ্বনিও আছে।

স্বরধ্বনি সম্পাদনা

স্বরধ্বনিগুলি হয় অনতি দৈর্ঘ্যের (/i e æ ɑ ɔ o u/) অথবা হ্রস্ব (/ɪ̆ ʊ̆ ɐ̆/)। হ্রস্ব স্বরধ্বনিগুলির পরবর্তি ব্যঞ্জনধ্বনিগুলি দীর্ঘায়ীত করা হয়: তুলনীয় [pɐ̆tˑo] 'পাতা' এবং [pɑto] 'ক্ষয় হয়ে গেছে এমন'।

ব্যঞ্জনধ্বনি সম্পাদনা

সিন্ধি ব্যঞ্জনধ্বনি[৩৩]
ওষ্ঠ্য দন্ত্য/
দন্তমূলীয়
মূর্ধন্য পশ্চাদ্দন্তমূলীয়
/তালব্য
পশ্চাত্তালব্য কণ্ঠনালীয়
নাসিক্য m  < م >
 < مھ >
n  < ن >
 < نھ >
ɳ  < ڻ >
ɳʱ  < ڻھ >
ɲ  < ڃ >
 
ŋ  < ڱ >
 
স্পর্শ/ঘৃষ্ট
মহাপ্রাণ
p  < پ >
 < ڦ >
b  < ب >
 < ڀ >
 < ت >
t̪ʰ  < ٿ >
 < د >
d̪ʱ  < ڌ >
ʈ  < ٽ >
ʈʰ  < ٺ >
ɖ  < ڊ >
ɖʱ  < ڍ >
t̠ɕ  < چ >
t̠ɕʰ  < ڇ >
d̠ʑ  < ج >
d̠ʑʱ  < جھ >
k  < ڪ >
 < ک >
g  < گ >
 < گھ >
অন্তঃস্ফোটী ɓ  < ٻ > ɗ  < ڏ > ʄ~  < ڄ > ɠ  < ڳ >
উষ্ম f  < ف > s  < س > z  < ز > ʂ  < ش > x  < خ > ɣ  < غ > h  < ھ >
নৈকট্য ʋ  < و >
 
 < ل >
l̪ʱ  < لھ >
j  < ي >
 
র-গোত্রীয় ধ্বনি r  < ر >
 
ɽ  < ڙ >
ɽʱ  < ڙھ >

মূর্ধন্য ব্যঞ্জনধ্বনিগুলি শীর্ষ পশ্চাদ্দন্তমূলীয় এবং এগুলি উচ্চারণ করার জন্য জিহ্বাকে কুঞ্চিত করতে হয় না। অর্থাৎ এই ধ্বনিগুলিকে প্রতিবর্ণীকরণ করে এইভাবে লেখা যায়: /t̠, t̠ʰ, d̠, d̠ʱ n̠ʱ ɾ̠ ɾ̠ʱ/। দন্ত্য অন্তঃস্ফোটী ধ্বনিটি কখনও মূর্ধন্য ধ্বনি হিসাবে উচ্চারণ করা হয়: [ɗ̠]~[ᶑ]/t̠ɕ, t̠ɕʰ, d̠ʑ, d̠ʑʱ/ ঘৃষ্ট ধ্বনিগুলি জিহ্বফলকীয় মূর্ধন্য, এবং হ্রস্ব দৈর্ঘ্যের। /ɲ/ একইরকম না বিশুদ্ধ তালব্য তা সুস্পষ্ট নয়। [৩৪] /ʋ/ মুক্ত বৈচিত্র্যে কন্ঠৌষ্ঠ্য বা দন্তৌষ্ঠ্য [ʋ] হিসাবে প্রতীত হয়, কিন্তু স্পর্শধ্বনির আদিতে ছাড়া এটি বিরল।

ব্যাকরণ সম্পাদনা

আর্নেস্ট ট্রাম্প প্রথম সিন্ধি ভাষার ব্যকরণ লেখেন, যার নাম ছিল Sindhi Alphabet and Grammar[৩৫]

শব্দভান্ডার সম্পাদনা

সিন্ধি ইংরেজি এবং হিন্দুস্তানি ভাষা থেকে শব্দ ঋণ নিয়েছে। বর্তমানে পাকস্তানে সিন্ধি ভাষা উর্দু দ্বারা এবং ভারতে হিন্দির তৎসম শব্দ দ্বারা প্রভাবিত হয়েছে।[৩৬][৩৭]

লিখন পদ্ধতি সম্পাদনা

সিন্ধির বানান পদ্ধতির প্রমিতিকরণের আগে ব্যবসাক্ষেত্রে সিন্ধি লেখার জন্য দেবনাগরী এবং লাহন্ডা লিপির বিভিন্ন রূপ ব্যবহার করা হত। সাহিত্য এবং ধর্মীয় লেখায় আব-উল-হাসান সিন্ধি নামে একটি ফার্সি-আরবি লিপি এবং গুরুমুখী লিপির ব্যবহার হত। এছাড়াও লাহন্ডা লিপির সংশোধিত রূপ খোদাবাদি লিপি এবং শিকারপুরি লিপি ব্যবহার হত।[৩৮][৩৯] ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে ব্রিটিশ শাসনের সময়, দেবনাগরীর পরিবর্তে একটি ফার্সি বর্ণমালা আইনত প্রামাণ্য লিপি হিসাবে নির্ধারণ করা হয়েছিল।[৪০]

লাহন্ডা লিপি সম্পাদনা

ঐতিহাসিকভাবে সিন্ধি লেখার জন্য লাহন্ডা-ভিত্তিক লিপি, যেমন গুরুমুখী, খোজকি এবং খোদাবাদি লিপি ব্যবহার করা হত।

খোদাবাদি লিপি সম্পাদনা

খোদাবাদি বর্ণমালা ১৫৫০ খ্রিষ্টাব্দে উদ্ভাবিত হয় এবং ঔপনিবেশিক যুগে একমাত্র আরবি লিপির ব্যবহারের আইন প্রণয়ন করার আগে পর্যন্ত হিন্দু সম্প্রদায়ের দ্বারা অন্যান্য লিপিগুলির পাশাপাশি ব্যবহার করা হত। এই লিপিটি ১৯৪৭ সাল অবধি পাকিস্তানের ব্যবসায়ী সম্প্রদায় দ্বারা ব্যবহৃত হত।[৪১]

                   
ə a ɪ i ʊ e ɛ o ɔ
           
k ɡ ɠ ɡʱ ŋ
           
c ɟ ʄ ɟʱ ɲ
             
ʈ ʈʰ ɖ ɗ ɽ ɳ
         
t d n
           
p f b ɓ m
       
j r l ʋ
     
ʃ s h

খোজকি লিপি সম্পাদনা

খোজকি মূলত শিয়া ইসমাইলি মুসলিম ধর্মীয় লেখায় ব্যবহৃত হত। এছাড়াও কিছু গোপন শিয়া মুসলিম সম্প্রদায়ের সাহিত্যেও ব্যবহার হত।[৪২]

গুরুমুখী লিপি সম্পাদনা

গুরুমুখী লিপি প্রধানত সিন্ধে প্রদেশের উত্তরে এবং হিন্দু মহিলাদের দ্বারা ব্যবহৃত হয়। [৪৩]

ফার্সি-আরবি লিপি সম্পাদনা

ভারতে ব্রিটিশ শাসনের সময়ে ১৯শ শতাব্দিতে সিন্ধি লেখার জন্য ফার্সি লিপির একটি বৈকল্পিক রূপ গৃহীত হয়েছিল। বর্তমানে সেই বর্ণমালাটি পাকিস্তানে ব্যবহার করা হয়। এই বর্ণমালায় ৬৪টি বর্ণ আছে, কিছু বিশেষক ধ্বনিচিহ্ন এবং ১৮টি নতুন বর্ণ (ڄ ٺ ٽ ٿ ڀ ٻ ڙ ڍ ڊ ڏ ڌ ڇ ڃ ڦ ڻ ڱ ڳ ڪ) যোগে ফার্সি লিপির পরিবর্ধন করে সিন্ধি এবং অন্যান্য ইন্দো-আর্য ভাষা লেখার জন্য এটি ব্যবহার করা হয়। কিছু বর্ণ আছে যেগুলির রূপ আরবি এবং ফার্সিতে ভিন্ন হলেও তাদের উচ্চারণ সিন্ধিতে এক।

 
সিন্ধি বর্ণমালা (সঙ্গে ইংরেজি, উর্দু ও হিন্দির সমতুল্য অক্ষর)।
جھ ڄ ج پ ث ٺ ٽ ٿ ت ڀ ٻ ب ا
ɟʱ ʄ ɟ p s ʈʰ ʈ t ɓ b ɑː ʔ
ڙ ر ذ ڍ ڊ ڏ ڌ د خ ح ڇ چ ڃ
ɽ r z ɖʱ ɖ ɗ d x h c ɲ
ڪ ق ڦ ف غ ع ظ ط ض ص ش س ز
k q f ɣ ɑː ʔ ʕ z t z s ʃ s z
ي ء ھ و ڻ ن م ل ڱ گھ ڳ گ ک
j h ʋ ʊ ɔː ɳ n m l ŋ ɡʱ ɠ ɡ

দেবনাগরী লিপি সম্পাদনা

ভারতে সিন্ধি লেখার জন্য দেবনাগরী লিপিও ব্যবহার করা হয়। ১৯৪৮ সালে ভারত সরকার একটি আধুনিক সংস্করণ চালু করে, কিন্তু সেটি সম্পূর্ণ স্বীকৃতি লাভ না করায় ফার্সি-আরবি এবং দেবনাগরী উভয় লিপিতেই সিন্ধি লেখা হয়। ভারতে সিভিল সার্ভিস পরিক্ষার সিন্ধি পরিক্ষা পত্র যে কোন একটি লিপিতেই দেওয়া যায়।[৪৪] ধ্বনিবিশেষক আধোদন্ড দ্বারা অন্তঃস্ফোটী ধ্বনি এবং নুকতা দ্বারা অতিরিক্ত ব্যঞ্জনধ্বনি চিহ্নিত করা হয়।

ə a ɪ i ʊ e ɛ o ɔ
ख़ ग़
k x ɡ ɠ ɣ ɡʱ ŋ
ज़
c ɟ ʄ z ɟʱ ɲ
ड़ ढ़
ʈ ʈʰ ɖ ɗ ɽ ɖʱ ɽʱ ɳ
t d n
फ़ ॿ
p f b ɓ m
j r l ʋ
ʃ ʂ s h

গুজরাতি লিপি সম্পাদনা

ভারতে সিন্ধি ভাষার কচ্ছি উপভাষা লেখার জন্য গুজরাতি লিপি ব্যবহার করা হয়।[৪৫]

সিন্ধি-রোমক লিপি সম্পাদনা

সিন্ধি-রোমক বা রোমক-সিন্ধি লিপি একটি সমসাময়িক সিন্ধি লিপি যা সাধারনত সিন্ধিরা তাদের মোবাইল ফোনে বার্তা পাঠানোর সময় ব্যবহার করে থাকেন। সিন্ধি-রোমক লিপিটি ২০০৯ সালে লস অ্যাঞ্জেলেসে প্রমিতিকরণ করা হয় এবং ২০১০ সালে ১১ জন পণ্ডিত দ্বারা অল্প সংখ্যক পরিবর্তনের মাধ্যমে পুনর্বিবেচনা করা হয়।[৪৬][৪৭]

নমুনা সম্পাদনা

নিম্নোক্ত নমুনাটি সিন্ধি উইকিপিডায়তে সিন্ধি ভাষা বিষয়ক নিবন্ধ থেকে নেওয়া।

ফার্সি-আরবি লিপি: سنڌي ٻولي انڊو يورپي خاندان سان تعلق رکندڙ آريائي ٻولي آھي، جنھن تي عربي ٻوليءَ جو بہ تمام وڏو اثر آهي. هن وقت سنڌي ٻولي سنڌ جي مک ٻولي ۽ دفتري زبان آھي.

দেবনাগরী লিপি: सिंधी ॿोली इंडो यूरपी ख़ांदान सां ताल्लुक़ु रखंदाड़ आर्याई ॿोली आहे, जिंहन ते अर्बी बोलिा जो बह तमाम वड्डो असर आहे। हिन वक़्तु सिंधी ॿोली सिंध जी मुख ॿोली अईं दफ़्तरी ज़बान आहे।

প্রতিবর্নীকরণ (আসলিব): sindhī b̤olī iṇḍo yūrapī khāndān sā̃ taʿlluqu rakhandaṛ āryāī b̤olī āhe, jinhan te arbī bolī-a jo bah tamaam waddo asar-u aahe. hin-a vaqtu sindhī b̤olī sindh jī mukh b̤olī ãĩ daftarī zabānā āhe.

প্রতিবর্নীকরণ (বাংলা): সিন্ধী বোলী ইন্ডো ইয়ুরপী খ়ান্দানী সাঁ তাল্লুক়ু রাখান্দাড় আরিয়াই বোলী আহে, জিন্হান তে আর্বঈ বোলিা জো বাহ তামাম ভ়াড্ডো আসারউ আহে। হিনআ ভাক়্তু সিন্ধী বোলী সিন্ধ জী মুখ বোলি আইঁ দফ়্তরী জ়াবানা আহে।

শিক্ষা সম্পাদনা

ভারত সরকার সিন্ধিকে ঐচ্ছিক ভাষা এবং অধ্যয়নের মাধ্যম করার জন্য আইন প্রণয়ন করেছে। সিন্ধি দিল্লি, রাজস্থান, গুজরাত এবং মহারাষ্ট্র রাজ্যগুলিতে ঐচ্ছিক তৃতীয় ভাষা হিসাবে ব্যবহৃত হয়।[৪৮]

রাজস্থানে সিন্ধি ভাষা উন্নয়নের জন্য রাজস্থান সিন্ধি অ্যাকাডেমি স্থাপন করা হয়েছে।

কম্পিউটারে সিন্ধি সম্পাদনা

কম্পিউটারে সিন্ধি ভাষায় লেখার জন্য উইন্ডোজ ও এস, অ্যান্ড্রয়েড ও এস সিন্ধি ভার্চুয়াল কিবোর্ড প্রস্তুত করেছে। এছাড়াও এসআইএল ইন্টারন‌্যাশনালের কীম্যানডটকম[৪৯] এবং মাজিদ ভুর্গ্রির এম বি সিন্ধি[৫০] কিবোর্ড অনলাইন এবং অফলাইনে উপলব্ধ।

সিন্ধি লেখার জন্য ব্যবহৃত ফার্সি-আরবি এবং দেবনাগরী লিপির মধ্যে আন্তঃ-প্রতিবর্ণিকরণের জন্য পাকিস্তানের সিন্ধি ভাষা কর্তৃপক্ষ এবং, পাঞ্জাবি বিশ্ববিদ্যালয় এবং ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের গবেষকরা পৃথকভাবে সফটওয়্যার তৈরি করেছেন।[৫১][৫২]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. দ্য ওয়ার্ল্ড ফ্যাক্টবুক
  2. "Sindhi"। Ethnologue.com। 
  3. হ্যামারস্ট্রোম, হারাল্ড; ফোরকেল, রবার্ট; হাস্পেলম্যাথ, মার্টিন, সম্পাদকগণ (২০১৭)। "Sindhi"গ্লোটোলগ ৩.০ (ইংরেজি ভাষায়)। জেনা, জার্মানি: মানব ইতিহাস বিজ্ঞানের জন্য ম্যাক্স প্লাংক ইনস্টিটিউট। 
  4. হ্যামারস্ট্রোম, হারাল্ড; ফোরকেল, রবার্ট; হাস্পেলম্যাথ, মার্টিন, সম্পাদকগণ (২০১৭)। "Sindhi Bhil"গ্লোটোলগ ৩.০ (ইংরেজি ভাষায়)। জেনা, জার্মানি: মানব ইতিহাস বিজ্ঞানের জন্য ম্যাক্স প্লাংক ইনস্টিটিউট। 
  5. হ্যামারস্ট্রোম, হারাল্ড; ফোরকেল, রবার্ট; হাস্পেলম্যাথ, মার্টিন, সম্পাদকগণ (২০১৭)। "Lasi"গ্লোটোলগ ৩.০ (ইংরেজি ভাষায়)। জেনা, জার্মানি: মানব ইতিহাস বিজ্ঞানের জন্য ম্যাক্স প্লাংক ইনস্টিটিউট। 
  6. Laurie Bauer, 2007, The Linguistics Student’s Handbook, Edinburgh
  7. Gulshan Majeed। "Ethnicity and Ethnic Conflict in Pakistan" (পিডিএফ)Journal of Political Studies। সংগ্রহের তারিখ মে ৭, ২০১৮ 
  8. "Sindhi"The Languages Gulper। সংগ্রহের তারিখ মে ৭, ২০১৮ 
  9. "Encyclopædia Britannica"Sindhi Language। সংগ্রহের তারিখ মে ৭, ২০১৮ 
  10. "Sindhi Speaking Population as per Census"। Sindhunagar.com। 
  11. "Languages Included in the Eighth Schedule of the Indian Constution | Department of Official Language | Ministry of Home Affairs | GoI"www.rajbhasha.nic.in। ১২ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মে ৭, ২০১৮ 
  12. "Sindhi Language, Sindhi Dialects, Sindhi Vocabulary, Sindhi Literature, Sindhi, Language, History of Sindhi language"www.indianmirror.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ মে ৭, ২০১৮ 
  13. "Sindhi"The Languages Gulper। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৯, ২০১৩ 
  14. "Encyclopædia Britannica"। সংগ্রহের তারিখ মে ১১, ২০১৩ 
  15. "Sindhi - About World Languages" 
  16. Naseer Memon (এপ্রিল ১৩, ২০১৪)। "The language link"The News on Sunday। এপ্রিল ১৩, ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ এপ্রিল ১৩, ২০১৪ 
  17. "Sindhi alphabets, pronunciation and language"। Omniglot.com। 
  18. "The Holy Qur'an and its Translators -- Imam Reza (A.S.) Network"imamreza.net। ১৫ জানুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০১৫ 
  19. Lewis, M. Paul; Gary F. Simons; Charles D. Fennig, সম্পাদকগণ (২০১৬)। Ethnologue: Languages of the World (19th সংস্করণ)। Dallas, Texas: SIL International। 
  20. Masica, Colin P. (১৯৯১)। The Indo-Aryan languages। Cambridge language surveys। Cambridge University Press। পৃষ্ঠা 443আইএসবিএন 978-0-521-23420-7 
  21. Rahman, Tariq (১৯৯৫)। "The Siraiki Movement in পাকিস্তান"। Language Problems & Language Planning19 (1): 3। ডিওআই:10.1075/lplp.19.1.01rah 
  22. Shackle 2007, পৃ. 114।
  23. "http://yangtze.cs.uiuc.edu/~jamali/sindh/sammelan/04.html"। ২৯ আগস্ট ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০০৮  |title= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)
  24. "http://www.lmp.ucla.edu/Profile.aspx?menu=004&LangID=201"। ২২ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০০৮  |title= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)
  25. Language and Politics in Pakistan। "THE SINDHI LANGUAGE MOVEMENT 103 103 7The Sindhi Language Movement"academia.edu। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০১৫ 
  26. "The Imposition Of Urdu"। NAWAIWAQT GROUP OF NEWSPAPERS। সেপ্টেম্বর ১০, ২০১৫। ১১ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০১৫ 
  27. http://www.apnaorg.com/research-papers-pdf/rahman-3.pdf
  28. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি" (পিডিএফ)। ২০ জুলাই ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মে ২০১৮ 
  29. "24hr news channel for Sindhis: HC seeks Centre's response"। Business Standard Private Ltd। Press Trust of India। সেপ্টেম্বর ৪, ২০১৫। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০১৫ 
  30. "Sindhi"Accredited Language Services। ৩০ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৬ 
  31. "THE CONSTITUTION (TWENTY-FIRST AMENDMENT) ACT, 1967"Constitution Society। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১৮ 
  32. Nihalani, Paroo. (1999). Handbook of the International Phonetic Association (Sindhi). Cambridge: Cambridge University Press.
  33. Paroo Nihalani (ডিসেম্বর ১, ১৯৯৫)। "Illustration of the IPA - Sindhi"Journal of the International Phonetic Association। সংগ্রহের তারিখ এপ্রিল ১৯, ২০১৪ 
  34. The IPA Handbook uses the symbols c, cʰ, ɟ, ɟʱ, but makes it clear this is simply tradition and that these are neither palatal nor stops, but "laminal post-alveolars with a relatively short release". Ladefoged & Maddieson (1996:83) confirm a transcription of [t̠ɕ, t̠ɕʰ, d̠ʑ, d̠ʑʱ] and further remarks that "/ʄ/ is often a slightly creaky voiced palatal approximant" (caption of table 3.19).
  35. Ernest Trumpp (১৮৭২)। "Grammar of the Sindhi Language"Google Books। সংগ্রহের তারিখ মে ৯, ২০১৮ 
  36. (Cole 2001, পৃ. 652–653)
  37. (Khubchandani 2003, পৃ. 624–625)
  38. (Khubchandani ২০০৩, পৃ. ৬৩৩)
  39. "Ancient Scripts: Landa" 
  40. (Cole ২০০১, পৃ. ৬৪৮)
  41. "Sindhi Language: Script"। ১৯ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ মে ২০১২ 
  42. http://std.dkuug.dk/jtc1/sc2/wg2/docs/n3978.pdf
  43. http://std.dkuug.dk/JTC1/SC2/WG2/docs/n3871.pdf
  44. "Sindhi"। ২২ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ মে ২০১৮ 
  45. "Gujarati alphabet, pronunciation and language"omniglot.com। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০১৫ 
  46. "Romanized Sindhi"Romanized Sindhi.org। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৬ 
  47. "CHOICE OF SCRIPT FOR OUR SINDHI LANGUAGE"Chandi Ramani। ৬ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৬ 
  48. "52nd REPORT OF THE COMMISSIONER FOR LINGUISTIC MINORITIES IN INDIA" (পিডিএফ)nclm.nic.in। সংখ্যালঘু জাতীয় কমিশন, সংখ্যালঘু মন্ত্রক (ভারত)। ১৫ নভেম্বর ২০১৬। ২৮ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ মে ২০১৮ 
  49. "Sindhi - Keyboards - Tavultesoft" 
  50. "سنڌي ويب ڪيبورڊ"। ৫ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জুন ২০১৮ 
  51. জি. আলি (সেপ্টেম্বর ১৯, ২০১৪)। "Transcending barriers: Software to break down the wall within the Sindhi language"দ্য এক্সপ্রেস ট্রিবিউন। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৬ 
  52. অমরিন্দর শর্মা (সেপ্টেম্বর ৩, ২০১৪)। "Software to melt India, Pakistan's Sindhi script barrier"দ্য টাইমস অব ইন্ডিয়া। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৬ 

গ্রন্থপঞ্জি সম্পাদনা

For further reading:

  • Chopra, R. M., The Rise, Growth And Decline of Indo-Persian Literature, 2012, Iran Culture House, New Delhi, Chapter on"Persian in Sindh".

বহিঃসংযোগ সম্পাদনা