এসআইএল ইন্টারন‌্যাশনাল

এসআইএল ইন্টারন্যাশনাল (ইংরেজি: SIL International) একটি মার্কিন যুক্তরাষ্ট্র-ভিত্তিক অলাভজনক খ্রিস্টান সংস্থা।[১] সংস্থাটির লক্ষ্য হল পৃথিবীব্যাপী মানুষের ভাষাগুলো অধ্যয়ন ও নথিভুক্তকরণপূর্বক ভাষিক জ্ঞান আহরণ, সাক্ষরতা বৃদ্ধি, তথা ভাষাগুলোতে বাইবেল অনুবাদ করা। সংখ্যালঘু ভাষাগুলোকে বিকাশে সহায়তা করাও সংস্থাটির একটি উদ্দেশ্য। ১৯৩৪ সালে মার্কিন খ্রিস্টান ধর্মপ্রচারক উইলিয়াম ক্যামেরুন টাউনসেন্ড সংস্থাটি প্রতিষ্ঠা করেন।[১]

সংস্থাটির সদরদপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রেটেক্সাস রাজ্যের ডালাসে অবস্থিত।

তথ্যসূত্র সম্পাদনা

  1. Hartch, Todd (২০০৬)। Missionaries of the State: The Summer Institute of Linguistics, State Formation, and Indigenous Mexico, 1935–1985। Tuscaloosa, AL: University of Alabama Press।