তালব্য ব্যঞ্জনধ্বনি

জিহ্বার মাঝের অংশটি তালুটি স্পর্শ করে বা তার কাছে নিকটবর্তী হয়ে যেসব ধ্বনি উচ্চারিত হয়, সেগুলোকে তালব্য ব্যঞ্জনধ্বনি বলা হয়। বিশুদ্ধ তালব্য ব্যঞ্জনধ্বনি বিশ্বের ভাষায় ব্যবহার খুবই কম, অথচ অর্ধ-তালব্য ব্যঞ্জনধ্বনি (পশ্চাদ্‌দন্তমূলীয় ব্যঞ্জনধ্বনিতালব্যীভূত জিহ্বামূলীয় ব্যঞ্জনধ্বনি) সর্বব্যাপী।

প্যালাটাল
ফুসফুসীয় উভয়ৌষ্ঠ্য দন্তৌষ্ঠ্য দন্ত্য দন্তমূলীয় পঃ‌মূলীয় মূর্ধন্য তালব্য জিহ্বামূলীয় অলিজিহ্ব্য গলনালীয় অধিজিহ্ব্য কণ্ঠনালীয় অফুসফুসীয়যুগ্মোচ্চারিত
নাসিক্য m ɱ n ɳ ɲ ŋ ɴ শীত্কার ʘ ǀ ǃ ǂ ǁ
স্পর্শ p b t d ʈ ɖ c ɟ k ɡ q ɢ ʡ ʔ অন্তঃ ɓ ɗ ʄ ɠ ʛ
ঊষ্ম ɸ β f v θ ð s z ʃ ʒ ʂ ʐ ç ʝ x ɣ χ ʁ ħ ʕ ʜ ʢ h ɦ বহিঃ
নৈকট্য β̞ ʋ ɹ ɻ j ɰ অন্যান্য পার্শ্বিক ɺ ɫ
কম্পন ʙ r ʀ যুগ্মোচ্চারিত নৈকট্য ʍ w ɥ
তাড়ন ѵ̟ ѵ ɾ ɽ যুগ্মোচ্চারিত ঊষ্ম ɕ ʑ ɧ
পাঃ ঊষ্ম ɬ ɮ যুগ্মোচ্চারিত ঘৃষ্ট ʦ ʣ ʧ ʤ
পাঃ নৈকট্য l ɭ ʎ ʟ যুগ্মোচ্চারিত স্পর্শ k͡p ɡ͡b ŋ͡m
কিছু কিছু ব্রাউজার এই পৃষ্ঠার আ-ধ্ব-ব বর্ণগুলো ঠিক মত প্রদর্শন করতে পারবে না। এক ঘরে দুই বর্ণ থাকলে, ডানদিকের বর্ণটি ঘোষ ধ্বনি
যেসব ঘরে তারকাচিহ্ন আছে সেই ধ্বনিগুলো কোনও ভাষায় ধ্বনিমূল হিসাবে ব্যবহৃত হয় না। যেসব ঘর ছায়াবৃত করা হয়েছে সেগুলোর উচ্চারণ অসম্ভব।