ঋত্বিক চক্রবর্তী
ঋত্বিক চক্রবর্তী একজন ভারতীয় অভিনেতা, যিনি পশ্চিমবঙ্গের বাংলা সিনেমা-তে কাজ করেন।[১] তিনি প্রথম ২০০৭ সালে পাগল প্রেমী সিনেমার মাধ্যমে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন। তিনি বিভিন্ন ধরনের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, এজন্য তাকে বাংলা চলচ্চিত্র শিল্পের একজন বহুমুখী অভিনেতা হিসেবে গণ্য করা হয় ।
ঋত্বিক চক্রবর্তী | |
---|---|
![]() | |
জন্ম | |
জাতীয়তা | ভারতীয় |
পেশা | অভিনেতা |
পরিচিতির কারণ | শব্দ,এক ফালি রোদ, দ্বিতীয় পুরুষ, পাগল প্রেমী |
কর্মজীবন সম্পাদনা
ছোটবেলা থেকেই বাংলা থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন চক্রবর্তী। বড় হওয়ার সাথে সাথে তিনি অভিনয়ের প্রতি আগ্রহী হয়ে ওঠেন। অনেক সংগ্রাম করে তিনি আজকের এই স্থানে আসতে পেরেছেন প্রথমে তিনি কয়েকটি টেলিভিশন সিরিয়াল এবং টেলিফিল্মে কাজ করেন।পাগল প্রেমী চলচ্চিত্রে তার অভিষেক হয়। এর পরে, তিনি ২০০৮ সালে অঞ্জন দত্তের কাল্ট ফিল্ম চলো লেটস গো- তে হাজির হন, তারপরে রিমঝিম মিত্র, আবির চ্যাটার্জি এবং পায়েল সরকারের সাথে ক্রস কানেকশন এবং রাজ চক্রবর্তীর লে ছক্কা চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি ২০১৩ সালে ছয়টি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন এবং নীরব শব্দের অভিনয়ের জন্য তিনি ২০১৪ সালে ফিল্মফেয়ার ইস্ট সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন। চক্রবর্তী ২০২১ সালের বিরহী নামে একটি বাংলা ওয়েব সিরিজও তৈরি করেছেন।
চলচ্চিত্র সম্পাদনা
- মাছের ঝোল (২০১৭)
- সাহেব বিবি গোলাম (২০১৬)
- চলচ্চিত্র সার্কাস (২০১৬)
- বিটনুন (২০১৫)
- অনুব্রত ভাল আছো (২০১৫)
- ডাকের সাজ (২০১৫)
- নির্বাক (২০১৫)
- ভীতু (২০১৫)
- ওপেন টি বায়োস্কোপ (২০১৫)
- এবার শবর (২০১৫)
- ক্রস কানেকশন ২ (২০১৪)
- আশা যাওয়ার মাঝে (২০১৪)
- এক ফালি রোদ (২০১৪)
- তিন পাত্তি (২০১৪)
- বাকিটা ব্যক্তিগত (২০১৩)
- গোলেমালে পিরীত করো না (২০১৩)
- বাইসাইকেল কিক (২০১৩)
- খাঁচা (২০১৩)
- আবর্ত (২০১৩)
- শব্দ (২০১৩)
- ফড়িং (২০১৩)
- নেকলেস (২০১১)
- লে ছক্কা (২০১০)
- ক্রস কানেকশন (২০০৯)
- চলো লেটস গো (২০০৮)
- পাগল প্রেমী (২০০৭)
- বিশ্বাস না করতে পারেন (২০০৬)
- নগরকীর্তন (২০১৯)
টেলিভিশন সম্পাদনা
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ Bangla, TV9 (২২ জুন ২০২১)। "প্রযোজক স্বয়ং ঋত্বিক চক্রবর্তী! আসছে জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রদীপ্ত ভট্টাচার্যর প্রথম ওয়েব সিরিজ 'বিরহী'"। টিভি৯ বাংলা। সংগ্রহের তারিখ জুন ২২, ২০২১।
বহিঃসংযোগ সম্পাদনা
- ইন্টারনেট মুভি ডেটাবেজে ঋত্বিক চক্রবর্তী (ইংরেজি)
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |