ঋত্বিক চক্রবর্তী

বাঙালী অভিনেতা

ঋত্বিক চক্রবর্তী একজন ভারতীয় অভিনেতা, যিনি পশ্চিমবঙ্গের বাংলা সিনেমা-তে কাজ করেন।[১] তিনি প্রথম ২০০৭ সালে পাগল প্রেমী সিনেমার মাধ্যমে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন। তিনি বিভিন্ন ধরনের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, এজন্য তাকে বাংলা চলচ্চিত্র শিল্পের একজন বহুমুখী অভিনেতা হিসেবে গণ্য করা হয় ।

ঋত্বিক চক্রবর্তী
জন্ম (1977-03-31) ৩১ মার্চ ১৯৭৭ (বয়স ৪৬)
জাতীয়তাভারতীয়
পেশাঅভিনেতা
পরিচিতির কারণশব্দ,এক ফালি রোদ, দ্বিতীয় পুরুষ, পাগল প্রেমী

কর্মজীবন সম্পাদনা

ছোটবেলা থেকেই বাংলা থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন চক্রবর্তী। বড় হওয়ার সাথে সাথে তিনি অভিনয়ের প্রতি আগ্রহী হয়ে ওঠেন। অনেক সংগ্রাম করে তিনি আজকের এই স্থানে আসতে পেরেছেন প্রথমে তিনি কয়েকটি টেলিভিশন সিরিয়াল এবং টেলিফিল্মে কাজ করেন।পাগল প্রেমী চলচ্চিত্রে তার অভিষেক হয়। এর পরে, তিনি ২০০৮ সালে অঞ্জন দত্তের কাল্ট ফিল্ম চলো লেটস গো- তে হাজির হন, তারপরে রিমঝিম মিত্র, আবির চ্যাটার্জি এবং পায়েল সরকারের সাথে ক্রস কানেকশন এবং রাজ চক্রবর্তীলে ছক্কা চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি ২০১৩ সালে ছয়টি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন এবং নীরব শব্দের অভিনয়ের জন্য তিনি ২০১৪ সালে ফিল্মফেয়ার ইস্ট সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন। চক্রবর্তী ২০২১ সালের বিরহী নামে একটি বাংলা ওয়েব সিরিজও তৈরি করেছেন।

চলচ্চিত্র সম্পাদনা

টেলিভিশন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা