ঋত্বিক চক্রবর্তী
বাঙালী অভিনেতা
ঋত্বিক চক্রবর্তী ভারতীয় বাংলা চলচ্চিত্রের একজন অভিনেতা।[১]
ঋত্বিক চক্রবর্তী | |
---|---|
জন্ম | |
জাতীয়তা | ভারতীয় |
পেশা | অভিনেতা |
পরিচিতির কারণ | শব্দ,এক ফালি রোদ, দ্বিতীয় পুরুষ, পাগল প্রেমী |
কর্মজীবনসম্পাদনা
ঋত্বিক চক্রবর্তী তার ক্যারিয়ার শুরু করেন বাংলা থিয়েটার এ কাজ শুরুর মাধ্যমে। অনেক সংগ্রাম করে তিনি আজকের এই স্থানে আসতে পেরেছেন। তারপরে তিনি ২০০৮ সালে রুদ্রনীল ঘোষ এর সাথে ক্রস কানেকশন এ কাজ করার মাধ্যমে বড় পর্দায় আসেন। তিনি বিয়ে করেন অপরাজিতা ঘোষ দাস কে। তার একটি পুত্র সন্তান রয়েছে।
কাজসম্পাদনা
চলচ্চিত্রসম্পাদনা
- মাছের ঝোল (২০১৭)
- সাহেব বিবি গোলাম (২০১৬)
- চলচ্চিত্র সার্কাস(২০১৬)
- বিটনুন(২০১৫)
- অনুব্রত ভাল আছো(২০১৫)
- ডাকের সাজ(২০১৫)
- নির্বাক (২০১৫)
- ভীতু (২০১৫)
- ওপেন টি বায়োস্কোপ (২০১৫)
- এবার শবর (২০১৫)
- ক্রস কানেকশন ২(২০১৪)
- আশা যাওয়ার মাঝে (২০১৪)
- এক ফালি রোদ (২০১৪)
- তিন পাত্তি (২০১৪)
- বাকিটা ব্যক্তিগত (২০১৩)
- গোলেমালে পিরীত করো না (২০১৩)
- বাইসাইকেল কিক (২০১৩)
- খাঁচা (২০১৩)
- আবর্ত (২০১৩)
- শব্দ (২০১৩)
- ফড়িং (২০১৩)
- নেকলেস (২০১১)
- লে ছক্কা (২০১০)
- ক্রস কানেকশন (২০০৯)
- চলো লেটস গো (২০০৮)
- পাগল প্রেমী (২০০৭)
- বিশ্বাস না করতে পারেন (২০০৬)
টেলিভিশনসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "ঋত্বিক চক্রবর্তী filmography"। Gomolo। ১৭ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০১২।
বহিঃসংযোগসম্পাদনা
- ইন্টারনেট মুভি ডেটাবেজে ঋত্বিক চক্রবর্তী (ইংরেজি)
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |