ইন্তেখাব দিনার
ইন্তেখাব দিনার বাংলাদেশী টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা।[১] তিনি সালাহউদ্দিন লাভলু পরিচালিত ঘোর নাটকে অভিনয় করে টেলিভিশন নাটকে আত্মপ্রকাশ করেন।[২]
ইন্তেখাব দিনার | |
---|---|
জন্ম | |
জাতীয়তা | বাংলাদেশী |
শিক্ষা | অ্যাকাউন্টিং |
মাতৃশিক্ষায়তন | ঢাকা বিশ্ববিদ্যালয় |
পেশা | অভিনেতা |
কর্মজীবন | ১৯৯৫-বর্তমান |
দাম্পত্য সঙ্গী | বিজরী বরকতুল্লাহ (বি. ২০১৩) |
কর্মজীবন
সম্পাদনা১৯৯৫ সালে দিনার নাগরিক নাট্য সম্প্রদায়ে যোগদান করেন। নুরুল দিনের সারজীবন, ওচলাইতন, মৃত্যু সংবাদ, গ্যালিলিও, দেওয়ান গাজীর কিস্সা, শঙ্খ চিল সহ একাধিক মঞ্চনাটকে অভিনয় করেছিলেন।[২] সালাউদ্দিন লাভলু পরিচালিত "ঘোর" নাটকে অভিনয় করে টেলিভিশন নাটকে আত্মপ্রকাশ করেন।[২]
এছাড়াও তিনি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। প্রথম অভিনয় করেন তৌকীর আহমেদের জয়যাত্রায়, এরপর বাদল রহমানের ছানা ও মুক্তিযুদ্ধ, বদরুল আনাম সৌদের খণ্ডগল্প ’৭১, তামিম নূরের ফিরে এসো বেহুলা' ও মুরাদ পারভেজের বৃহন্নলা চলচ্চিত্রে।[৩]
ব্যক্তিগত জীবন
সম্পাদনাইন্তেখাব দিনার ১৯৭৫ সালের ১৫ জানুয়ারি ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন।[৪] তার বাবা শহিদুল আলম ও মা লায়লা নার্গিস। এক ভাই বোনের মধ্যে তিনিই বড়। তিনি ২০১৩ সালে অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ কে বিবাহ করেন।[৫] তাদের একমাত্র কন্যা সন্তানের নাম উর্বানা শওকত।
তিনি গভঃ ল্যাবরেটরি স্কুল থেকে মাধ্যমিক পাশ করেন। উচ্চমাধ্যমিক পাশ করেন সরকারী বিজ্ঞান কলেজ থেকে। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং এ গ্রাজুয়েশন সম্পূর্ণ করেন।[৪]
চলচ্চিত্র
সম্পাদনাবছর | শিরোনাম | ভূমিকা | পরিচালক | মন্তব্য |
---|---|---|---|---|
২০০৪ | জয়যাত্রা | জনসন | তৌকীর আহমেদ | অভিষিক্ত চলচ্চিত্র |
অফ বিট | আফসানা মিমি | টিভি চলচ্চিত্র | ||
২০০৯ | ছানা ও মুক্তিযুদ্ধ | কাদের | বাদল রহমান | |
২০১১ | খণ্ডগল্প ১৯৭১ | তারা মিয়া | বদরুল আনাম সৌদ | |
২০১২ | ফিরে এসো বেহুলা | তানিম নূর | ||
২০১৪ | বৃহন্নলা | তুলসী | মুরাদ পারভেজ | |
২০১৮ | ইতি, তোমারই ঢাকা | |||
২০১৯ | শনিবার বিকেল | চিস্তি | মোস্তফা সরয়ার ফারুকী | বাংলাদেশে নিষিদ্ধ |
শাপলুডু | গোলাম সোহরাব দোদুল | |||
২০২১ | দ্বিতীয় সূচনা | ভিকি জাহেদ | টিভি চলচ্চিত্র | |
খাঁচার ভেতর অচিন পাখি | সাগর | রায়হান রাফি | চরকিতে মুক্তি পায় | |
তিথির অসুখ | ডাক্তার | ইমরাউল রাফাত | চরকির ওয়েব চলচ্চিত্র | |
২০২২ | ক্যাফে ডিজায়ার | হায়াত | রবিউল আলম রবি | চরকি ওয়েব চলচ্চিত্র |
দামাল | ম্যানেজার | রায়হান রাফি | ||
বীরত্ব | মুসা চৌধুরী | সাইদুল ইসলাম রানা | প্রথম বাণিজ্যিক ছবি | |
২০২৩ | পাফ ড্যাডি | মুশফিকুর রহমান মঞ্জু, শহিদ উন নবী | বঙ্গ ওয়েব চলচ্চিত্র | |
উনিশ ২০ | বাশেদ জামান | মিজানুর রহমান আরিয়ান | বিশেষ চরিত্রে | |
ওরা ৭ জন | ডাক্তার সাহেব | খিজির হায়াত খান | ||
শ্যামা কাব্য | ওসমান | বদরুল আনাম সৌদ | ||
টিবিএ | রান † | মতি | আফসানা মিমি | অপ্রকাশিত চলচ্চিত্র |
ওয়েব ধারাবাহিক
সম্পাদনাবছর | শিরোনাম | চরিত্র | ওটিটি | পরিচালক | মন্তব্য |
---|---|---|---|---|---|
২০২০ | তাকদীর | সায়মন চেয়ারম্যান | হইচই | সৈয়দ আহমদ শওকী | বিশেষ উপস্থিতি |
পরের মেয়ে | হাবিব শাকিল | পর্ব ৭ | |||
২০২১ | বিলাপ | উপ-পুলিশ কমিশনার | সিনেমাটিক | সানি সানোয়ার ও ফয়সাল আহমেদ | একটি সিনেমাটিক ওয়েব সিরিজ |
ঊনলৌকিক | মোস্তাক আহমেদ | চরকি | রবিউল আলম রবি | পর্ব ৫ (দ্বিখন্ডিত) | |
জাগো বাহে | মেজর জেনারেল রাও ফরমান আলী | চরকি | সালেহ সোবহান আউনিম | পর্ব ২ (লাইট, ক্যামেরা…আপত্তি) | |
২০২২ | মাকাল | বায়োস্কোপ | অনিমেষ আইচ | ||
বিএনজি | আজিজুল হক | পলাশ নাজিম | |||
নিখোজ | হামিদুর রহমান | চরকি | রেহান রহমান | ||
সাবরিনা | হইচই | আশফাক নিপুন | |||
দৌড় | হইচই | রায়হান খান | |||
কারাগার | মোস্তাক আহমেদ | হইচই | সৈয়দ আহমদ শওকী | ||
২০২৩ | আমি কী তুমি | আইস্ক্রিন | ভিকি জাহেদ | ||
অগোচরা | সজল | বিঞ্জ | সিদ্দিক আহমেদ | ||
সাড়ে ষোল | রাকিব | হইচই | ইয়াছির আল হক |
টেলিভিশন নাটক
সম্পাদনাশিরোনাম | পরিচালক | সহশিল্পী | মন্তব্য |
---|---|---|---|
এবং বিবাহ | শাহাদাত হোসাইন | শশী, শর্মিলা আহমেদ | |
সন্দেহীত দুষ্ট গল্প | জেনী | ||
বিয়ে বোমেরাং | শশী | ||
সম্পর্কের শিরোনামটি ভাবতে হবে | জাকিয়া বারী মমো | ||
মেঘের ভেজা রোদ | নওশীন, মিমু | ||
আকাশ ভরা জোসনা ধার | জেনী, হাসান ইমাম | ||
তোমার সম্ভাবনা আমার সম্ভব না | রিচী | ||
এ পাশে বন্ধ জানালা | মমো, ইশানা | ||
১৯বছর পর | মমো | ||
উত্তারোধিকারী | তিশা | ||
নেক্সট ডোর | |||
সূর্য তারা | বিজরী বরকতুল্লাহ | ||
মেঘ বৃস্টি ও তার পরে | পূর্নিমা, অপূর্ব | ||
অসুখের নাম ভালোবাসা | আজাদ আবুল কালাম | শতাব্দী ওয়াদুদ, সানজিদা প্রীতি, রাজিব সালেহীন, হাসান শাহরিয়ার | এনটিভি [৬] |
পুরস্কার ও মনোনয়ন
সম্পাদনা- চ্যানেল আই ডিজিটাল মিডিয়া পুরস্কার
প্রদানের তারিখ | বিভাগ | মনোনীত কর্ম | ফলাফল | সূত্র |
---|---|---|---|---|
৩০ ডিসেম্বর ২০২১ | শ্রেষ্ঠ টিভি অভিনেতা (সমালোচক) | বিসুখ | বিজয়ী | [৭] |
- চ্যানেল আই ডিজিটাল মিডিয়া পুরস্কার
প্রদানের তারিখ | বিভাগ | মনোনীত কর্ম | ফলাফল | সূত্র |
---|---|---|---|---|
১১ মার্চ ২০২২ | শ্রেষ্ঠ অভিনেতা (ওয়েব ধারাবাহিক) | ঊনলৌকিক (পর্ব: "দ্বিখণ্ডিত") | বিজয়ী | [৮] |
- ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট পুরস্কার
প্রদানের তারিখ | বিভাগ | মনোনীত কর্ম | ফলাফল | সূত্র |
---|---|---|---|---|
২১ অক্টোবর ২০২৩ | শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা | কারাগার | বিজয়ী | [৯] |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Shah Alam Shazu (অক্টোবর ৮, ২০১৫)। ""I started my journey in the media whimsically""। দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ডিসেম্বর ১৮, ২০১৫।
- ↑ ক খ গ Shah Alam Shazu (মার্চ ১৫, ২০১২)। "In conversation with Intekhab Dinar"। দ্য ডেইলি স্টার। ডিসেম্বর ২২, ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ১৮, ২০১৫।
- ↑ "দিনারের দিন"। প্রথম আলো। ১৭ ডিসেম্বর ২০১৫।
- ↑ ক খ "ইন্তেখাব দিনার"। প্রিয়.কম (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-১১-০৮।
- ↑ "ইন্তেখাব দিনার ও বিজরী বরকতউল্লার বিয়ে :: দৈনিক ইত্তেফাক"। archive.ittefaq.com.bd। ১৬ এপ্রিল ২০১৩।
- ↑ "নাটক : অসুখের নাম ভালোবাসা"। এনটিভি অনলাইন (ntvbd.com)। ঢাকা। আগস্ট ২, ২০২১। সংগ্রহের তারিখ আগস্ট ৩, ২০২১।
- ↑ "Winners of Meril Prothom Alo Awards 2019 announced"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ৩১ ডিসেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০২৩।
- ↑ "'আইসিটি-চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড' পেলেন যারা-"। দৈনিক মানবজমিন। ১২ মার্চ ২০২২। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০২২।
- ↑ "Complete winners' list for Blender's Choice-The Daily Star OTT Awards 2022"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২১ অক্টোবর ২০২৩। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০২৩।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে ইন্তেখাব দিনার (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে ইন্তেখাব দিনার