কারাগার (ওয়েব ধারাবাহিক)

২০২২-এর ওয়েব ধারাবাহিক

কারাগার সৈয়দ আহমেদ শাওকী পরিচালিত একটি বাংলা রোমাঞ্চকর ওয়েব ধারাবাহিক। ভারতীয় বাংলা ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে ২০২২ সালের ১৮ আগস্ট থেকে এটি স্ট্রিমিং শুরু হয়।[১] ২০২১ সালে হইচই তাদের আসন্ন নতুন পাঁচটি ওয়েব সিরিজ ঘোষণা করে, কারাগার সেগুলোর মধ্যে অন্যতম। বাংলাদেশের পটভূমিতে নির্মিত এই ধারাবাহিকটিতে প্রধান চরিত্রে রয়েছেন চঞ্চল চৌধুরী, আফজাল হোসেন, ইন্তেখাব দিনার, বিজরী বরকতুল্লাহ, তাসনিয়া ফারিণ, এফ এস নাঈম, এ কে আজাদ সেতু। এটি তাকদীর (২০২০)-এর পর শাওকী ও চঞ্চল জুটির দ্বিতীয় ওয়েব ধারাবাহিক।[২]

কারাগার
ধরনরোমাঞ্চ
নির্মাতাসৈয়দ আহমেদ শাওকী
চিত্রনাট্যনেয়ামত উল্লাহ মাসুম
গল্প লেখকনেয়ামত উল্লাহ মাসুম
পরিচালকসৈয়দ আহমেদ শাওকি
অভিনয়ে
মূল দেশবাংলাদেশ
মূল ভাষাবাংলা
মৌসুমের সংখ্যা
পর্বের সংখ্যা১৪
নির্মাণ
নির্মাণের স্থানবাংলাদেশ
ব্যাপ্তিকাল৩০ মিনিট
নির্মাণ কোম্পানিফিল্ম নয়্যার
ফিল্ম সিন্ডিকেট
মুক্তি
মূল নেটওয়ার্কহইচই
মূল মুক্তির তারিখ১৯ আগস্ট ২০২২ (2022-08-19) –
২২ ডিসেম্বর ২০২২ (2022-12-22)

কাহিনী সংক্ষেপ সম্পাদনা

আকাশনগর কারাগার বাংলাদেশের একটি কারাগার। এই কারাগারের ১৪৫ নং কক্ষ ৫০ বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে। শিগগিরই জানা যায় ওই সেলের ভেতরে একজন বন্দী রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেলের পুরনো তালা ভেঙে সেলে প্রবেশ করেন। এই সেলে তিনি কীভাবে এলেন জানতে চাইলে সেই বোবা বন্দী আকার ইঙ্গিতে বোঝান যে তিনি ২৫০ বছর আগে মীর জাফরকে হত্যার দায়ে বন্দী ছিলেন এবং বিভিন্ন সময়ে বিভিন্ন কারাগারে স্থানান্তরিত হয়েছেন।[৩][৪]

অভিনয়ে সম্পাদনা

  • রহস্যময় বন্দী ওরফে ডেভিড অ্যাডামস চরিত্রে চঞ্চল চৌধুরী
  • তরুণ ডেভিড অ্যাডামস চরিত্রে দিব্য জ্যোতি
  • কারা প্রধান মোস্তাক আহমেদ চরিত্রে ইন্তেখাব দিনার
  • মোস্তাকের স্ত্রী পান্না চরিত্রে বিজরী বরকতুল্লাহ
  • মোস্তাক ও পান্নার ছেলে সজীবের চরিত্রে পার্থ শেখ
  • প্রধান জল্লাদ মহব্বত আলী চরিত্রে আফজাল হোসেন
  • কারাগারের আইজি হুমায়ুন কবিরের চরিত্রে জাহিদ হোসেন শোভন
  • খায়ের চরিত্রে এ কে আজাদ সেতু
  • মাহা চরিত্রে তাসনিয়া ফারিণ
  • পুলিশ কর্মকর্তা ও মোস্তাকের বন্ধু আশফাকের চরিত্রে এফএস নাঈম
  • ফাদার আলফ্রেড চরিত্রে শতাব্দী ওয়াদুদ
  • ব্রাদার আলফ্রেড চরিত্রে সাদ নাওভি
  • একজন বন্দী ওরফে গুলজার চরিত্রে জয়ন্ত চট্টোপাধ্যায়
  • বোরকা পরিহিত রহস্যময় নারী ওরফে দিয়া গুহ চরিত্রে তানভিন সুইটি
  • একজন পাগল ও রহস্যময় কয়েদীর সহযোগী রাজু আহমেদ ওরফে রাজেশ্বর পল চরিত্রে মীর নওফেল আশরাফী জিসান
  • আতাউর চরিত্রে ওমর মাসুম
  • আতাউরের স্ত্রী চরিত্রে ফারহানা হামিদ

পর্বসমূহ সম্পাদনা

মৌসুমপর্বমূল মুক্তি
১৯ আগস্ট ২০২২ (2022-08-19)
২২ ডিসেম্বর ২০২২ (2022-12-22)

পর্ব ১ সম্পাদনা

২০২২ সালের ১৯ আগস্ট সাতটি পর্ব নিয়ে কারাগার-এর প্রথম মৌসুম মুক্তি পায়। প্রথম মরসুমে, মোস্তাক রহস্যময় বন্দীর সাথে দেখা করেন যিনি দাবি করেন যে তিনি মীর জাফরকে হত্যা করেছেন। মাহা হলেন দোভাষী যিনি পুলিশের কাছে তার বক্তব্যের ব্যাখ্যা করেন।

সামগ্রিক
নং.
পর্বপরিচালকলেখকমূল মুক্তির তারিখ
রেজারেকশন (পুনরুত্থান)সৈয়দ আহমেদ শাওকীনেয়ামত উল্লাহ মাসুম১৯ আগস্ট ২০২২ (2022-08-19)
ব্ল্যাক শিপ (কুলাঙ্গার)সৈয়দ আহমেদ শাওকীনেয়ামত উল্লাহ মাসুম১৯ আগস্ট ২০২২ (2022-08-19)
লাইফ অ্যান্ড ডেথ (জীবন ও মৃত্যু)সৈয়দ আহমেদ শাওকীনেয়ামত উল্লাহ মাসুম১৯ আগস্ট ২০২২ (2022-08-19)
হিস্ট্রি অ্যান্ড মিস্ট্রি (ইতিহাস ও রহস্য)সৈয়দ আহমেদ শাওকীনেয়ামত উল্লাহ মাসুম১৯ আগস্ট ২০২২ (2022-08-19)
লাইট অ্যান্ড শ্যাডো (আলো ও ছায়া)সৈয়দ আহমেদ শাওকীনেয়ামত উল্লাহ মাসুম১৯ আগস্ট ২০২২ (2022-08-19)
স্প্রিট অ্যান্ড ঘোস্টস (আত্মা ও ভূত)সৈয়দ আহমেদ শাওকীনেয়ামত উল্লাহ মাসুম১৯ আগস্ট ২০২২ (2022-08-19)
লস্ট শিপ (কুল হারানো ভেড়া)সৈয়দ আহমেদ শাওকীনেয়ামত উল্লাহ মাসুম১৯ আগস্ট ২০২২ (2022-08-19)

পর্ব ২ সম্পাদনা

২০২২ সালের ২১ সেপ্টেম্বর হইচই কর্তৃপক্ষ ঘোষণা করে যে ওয়েব সিরিজের দ্বিতীয় পর্ব তাদের প্ল্যাটফর্ম প্রতিষ্ঠার ষষ্ঠ বার্ষিকী উপলক্ষে একই বছরের ডিসেম্বরে মুক্তি পাবে।[৫] ৪ নভেম্বর পার্ট ২ এর তারিখ নির্ধারণ করা হয় ১৫ ডিসেম্বর ২০২২।[৬] পরে ২০২২ ফিফা বিশ্বকাপের কারণে তারিখটি পরিবর্তন করে ২২ ডিসেম্বর করা হয়।[৭]

সামগ্রিক
নং.
পর্বপরিচালকলেখকমূল মুক্তির তারিখ
দ্য বার্থসৈয়দ আহমেদ শাওকীনেয়ামত উল্লাহ মাসুম২২ ডিসেম্বর ২০২২ (2022-12-22)
দ্য হোমকামিংসৈয়দ আহমেদ শাওকীনেয়ামত উল্লাহ মাসুম২২ ডিসেম্বর ২০২২ (2022-12-22)
দ্য ব্রাদারসৈয়দ আহমেদ শাওকীনেয়ামত উল্লাহ মাসুম২২ ডিসেম্বর ২০২২ (2022-12-22)
দ্য ফাদারসৈয়দ আহমেদ শাওকীনেয়ামত উল্লাহ মাসুম২২ ডিসেম্বর ২০২২ (2022-12-22)
দ্য মাদারসৈয়দ আহমেদ শাওকীনেয়ামত উল্লাহ মাসুম২২ ডিসেম্বর ২০২২ (2022-12-22)
দ্য সনসৈয়দ আহমেদ শাওকীনেয়ামত উল্লাহ মাসুম২২ ডিসেম্বর ২০২২ (2022-12-22)
দ্য মাদারল্যান্ডসৈয়দ আহমেদ শাওকীনেয়ামত উল্লাহ মাসুম২২ ডিসেম্বর ২০২২ (2022-12-22)

নির্মাণ সম্পাদনা

"কারাগার সিরিজটি আমার অন্য কাজগুলো থেকে বেশ আলাদা। সিরিজটি বেশ ইন্টারেস্টিং, আর চরিত্রটি আমাকে ভীষণভাবে আকর্ষণ করেছে। এ ধরনের ক্যারেক্টার ফুটিয়ে তোলার জন্য সবকিছু নিখুঁত হতে হয়। আমি এই চ্যালেঞ্জটা নিতে চেয়েছি। ওজন কমানো, মেকআপের পেছনে ঘণ্টার পর ঘণ্টা ব্যয় করা, কস্টিউম সব কিছু ঠিকঠাক রাখার জন্য অভাবনীয় এফোর্ড দিতে হয়েছে। এখন দেখা যাক কাজটা দর্শকদের কেমন লাগে।"

—একটি সাক্ষাৎকারে চঞ্চল চৌধুরী[৮]

এই ওয়েব ধারাবাহিকটির আগে সৈয়দ আহমেদ শাওকি ও নেয়ামত উল্লাহ মাসুম আরেকটি ওয়েব ধারাবাহিক তকদীর-এ কাজ করেছেন। নেয়ামত পরিচালককে কারাগার বানানোর পরামর্শ দেন। এই জুটি ৩/৪ মাসের মধ্যে ওয়েব ধারাবাহিকটির পরিকল্পনা সম্পূর্ণ করে। এর গল্পটি এক বছর ধরে লেখা হয়। গল্প লেখার সময় ওয়েব ধারাবাহিকটির কলাকুশলী ও অভিনেতাদের কাছ থেকে পরামর্শ নেওয়া হয়। ওয়েব ধারাবাহিকের প্রধান চরিত্রে চঞ্চল চৌধুরীকে নেওয়া হবে বলে আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন পরিচালক।[৯] টানা দুই সপ্তাহ এর চিত্রগ্রহণ হয়। কারাগারের অস্বাস্থ্যকর পরিবেশে ক্রমাগত অভিনয়ের কারণে চঞ্চল অসুস্থ হয়ে পড়েন।[১০] প্রযোজনা দলকে এর কাহিনী লিখতে অনেক ঐতিহাসিক গবেষণা করতে হয়।[৩] ২০২১ সালের সেপ্টেম্বরে হইচই তাদের পঞ্চম বার্ষিকী উপলক্ষে কারাগার ওয়েব ধারাবাহিক প্রকাশের ঘোষণা দেয়।[১১] ওয়েব ধারাবাহিকটির দুটি অংশ একসাথে চিত্রধারণ করা হয়। এর বেশিরভাগ দৃশ্যের শুটিং হয়েছে পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারে যা বর্তমানে সংস্কার কাজের জন্য বন্ধ রয়েছে।[১২] ১৯ অগাস্ট ২০২২-এ পর্ব ১ মুক্তি পাওয়ার পর, ওয়েব ধাতাবাহিকটির পর্ব ২-এর পোস্ট-প্রোডাকশন ২০২২ সালের সেপ্টেম্বরে শুরু হয়।[১৩]

মূল্যায়ন সম্পাদনা

ওয়েব ধারাবাবিকের পর্ব ১ প্রকাশের পর, এটি এবং এর অভিনয়শিল্পীরা দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে।[৯][১৪] ডেইলি স্টার-এর শিল্প ও বিনোদন ডেস্ক এটিকে একটি অনন্য কাহিনীর ওয়েব ধারাবাহিক বলে অভিহিত করেছে। টাইমস অফ ইন্ডিয়া-এর পূর্ণা ব্যানার্জি প্রথম পর্বকে ৪/৫ দিয়েছেন এবং ওয়েব ধারাবাহিকের প্রধান অভিনেতা চঞ্চল চৌধুরীর অভিনয়ের প্রশংসা করেছেন।[১৫] দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সাখাওয়াত কবির শায়খ ওয়েব ধারাবাহিকটি সম্পর্কে বলেছেন, "যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দর্শকদের আবদ্ধ রাখাই একটি অনুষ্ঠানকে উজ্জ্বল করার একমাত্র মাপকাঠি হয় তবে কারাগার প্রথম পর্ব নিঃসন্দেহে পাশ করেছে"।[১৬] দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস-এএ সাদিক মাহবুব ইসলাম এর কাহিনী ও চিত্রনাট্যের প্রশংসা করেছেন।[৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "হইচই বাধিয়ে দিল কারাগার"দৈনিক কালের কণ্ঠ। ১৯ আগস্ট ২০২২। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২২ 
  2. "'চরিত্রটি আমাকে ভীষণভাবে আকর্ষণ করেছে'"দৈনিক ইত্তেফাক। ৩ আগস্ট ২০২২। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২২ 
  3. আসাদুল্লাহ, মুহাম্মদ (২০ আগস্ট ২০২২)। "'বড় ধাক্কা' আসছে কারাগারের দ্বিতীয় পর্বে"বিডিনিউজ২৪.কম। ২৪ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০২২ 
  4. সহিদুল মাহবুব ইসলাম (২৩ আগস্ট ২০২২)। "Chanchal Chowdhury's 'Karagar' promises a stellar series ahead"দ্যফাইন্যান্সিয়ালএক্সপ্রেস.কম.বিডি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০২২ 
  5. কবে আসছে ‘কারাগার পার্ট টু’? [When is coming 'Karagar Part Two'?]। Banglanews24.com। ২১ সেপ্টেম্বর ২০২২। ৪ অক্টোবর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০২২ 
  6. "'Karagar' returns in December with Part 2"The Daily Star। ৫ নভেম্বর ২০২২। ৫ নভেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০২২ 
  7. ২২ ডিসেম্বর আসছে কারাগার পার্ট ২ [Karagar Part 2 is coming on 22 December]। Ajker Patrika। ৩ ডিসেম্বর ২০২২। ৫ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০২২ 
  8. "'চরিত্রটি আমাকে ভীষণভাবে আকর্ষণ করেছে'"দৈনিক ইত্তেফাক। ৩ আগস্ট ২০২২। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০২২ 
  9. "'কারাগার': প্রত্যাশার চেয়েও বেশি"প্রথম আলো। ২৩ আগস্ট ২০২২। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০২২ 
  10. সাদিয়া খালিদ রীতি (৭ আগস্ট ২০২২)। "'কারাগার'-এর শুটিংয়ে টানা ১৪ দিন একটি ময়লা পোশাক পরতে হয়েছিল চঞ্চলকে"ঢাকা ট্রিবিউন। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০২২ 
  11. "Hoichoi announces five new web series on 5th anniversary"ঢাকা ট্রিবিউন (ইংরেজি ভাষায়)। ২৪ সেপ্টেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০২২ 
  12. জয়া, শারমিন (২৩ আগস্ট ২০২২)। "Is 'Karagar' another landmark for OTT?"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০২২ 
  13. "কবে আসবে 'কারাগার'-এর দ্বিতীয় পর্ব"প্রথম আলো। ২২ আগস্ট ২০২২। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০২২ 
  14. "FS Nayeem gets huge response for 'Karagar'"ডেইলি সান (ইংরেজি ভাষায়)। ২৩ আগস্ট ২০২২। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০২২ 
  15. "Times of India reviews 'Karagar', calls it 'the best Bengali series till date'"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২২ আগস্ট ২০২২। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০২২ 
  16. সৈকত কবির শায়খ (১৯ আগস্ট ২০২২)। "Karagar: Shawki not too shabby"টিবিএসনিউজ.নেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০২২ 

বহিঃসংযোগ সম্পাদনা