সব্যসাচী চক্রবর্তী
সব্যসাচী চক্রবর্তী পশ্চিমবঙ্গের ছোটপর্দা এবং বড়পর্দার জগতে এক অতি উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। তার জন্ম ১৯৫৬ সালের ৮ই সেপ্টেম্বর পূর্ব ভারতের কলকাতায়। ১৯৯২ হতে বর্তমান পর্যন্ত তিনি অভিনয় করছেন। জোছন দস্তিদারের সোনেক্সের তেরো পার্বন সিরিয়াল থেকেই তিনি পশ্চিমবাংলার ঘরে ঘরে পরিচিত মুখ হয়ে ওঠেন। 'রুদ্রসেনের ডায়েরি' টেলিসিরিয়ালে প্রথম গোয়েন্দা চরিত্রের অভিনয় করেন। পরে বাঙালী গোয়েন্দা চরিত্রে তিনি সাবলীল হয়ে ওঠেন। সব্যসাচীর সব থেকে উল্লেখযোগ্য চিত্রায়ন সত্যজিৎ রায়ের ফেলুদা। সন্দীপ রায়ের বাক্স রহস্য টেলিফিল্ম এবং ফেলুদার উপর টেলিফিল্ম সিরিজে অভিনয় করার পর তিনি ফেলুদার ভূমিকায় বোম্বাইয়ের বোম্বেটে সিনেমায় অভিনয় করেন। সৌমিত্র চট্টোপাধ্যায়ের অসাধারণ ফেলুদা চিত্রায়নের পরেও তাকে বাঙলি দর্শক ফেলুদা হিসাবে যথেষ্ট সমাদরের সাথে গ্রহণ করেছে। সব্যসাচী বলিউডের কিছু হিন্দী সিনেমায় অভিনয় করেছেন। দিল সে, খাকি, পরিণীতা, তিন তার মধ্যে উল্লেখযোগ্য।
সব্যসাচী চক্রবর্তী | |
---|---|
জন্ম | |
জাতীয়তা | ভারতীয় |
অন্যান্য নাম | বেণু |
নাগরিকত্ব | ভারতীয় |
মাতৃশিক্ষায়তন | Andrew's High (H.S.) School; Hansraj College, দিল্লি বিশ্ববিদ্যালয় |
পেশা | অভিনেতা |
কর্মজীবন | ১৯৮৭ – বর্তমান |
নিয়োগকারী | টলিউড, বলিউড |
উল্লেখযোগ্য কর্ম | ফেলুদা ফেলুদা ধারাবাহিক |
দাম্পত্য সঙ্গী | মিঠু চক্রবর্তী |
সন্তান | গৌরব এবং অর্জুন[১] |
পিতা-মাতা | জগদীশ চন্দ্র চক্রবর্তী (পিতা) মনিকা চক্রবর্তী (মাতা) |
পুরস্কার | কলাকার পুরস্কার, আনন্দলোক পুরস্কার |
স্বাক্ষর | |
প্রথম জীবন
সম্পাদনাতার বাবা জগদীশ চন্দ্র চক্রবর্তী এবং মা মনিকা চক্রবর্তী ছোটবেলা হতে তাকে আদর করে "বেনু" বলে ডাকেন। তাই আজও সিনেমার জগতে তাকে এই নামেই সম্বোধন করা হয়। ১৯৭৫ সালে তিনি দিল্লির এন্ড্রু কলেজ হতে এইচএসসি পাস করেন। দিল্লির বিখ্যাত হংস রাজ কলেজ (Hans Raj College) থেকে তিনি বিএসসি ডিগ্রি নেন। ১৯৭৮ সালে তিনি দিল্লিতে এএমআই পরীক্ষায় উত্তীর্ণ হন। অভিনয় ছাড়াও প্রকৃতি- পরিবেশের প্রতি তার ভালোবাসা রয়েছে। তিনি একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। ১৯৮৬ সালে তিনি মিঠু চক্রবর্তীকে বিয়ে করেন; যিনি বাংলা টিভি জগতে একজন জনপ্রিয় মুখ। তাদের দুই ছেলে গৌরব ও অর্জুন; যারা আগামী দিনের মেধাবী অভিনেতা।
ফিল্মগ্রাফি
সম্পাদনাবাংলা সিরিয়াল
সম্পাদনা- তেরো পার্বণ
- সেই সময়
- একাকী অরণ্যে
- উড়নচন্ডী
- দ্বিরাগমন
- গানের ওপারে
বাংলা সিনেমা
সম্পাদনা- অন্তর্ধান, ১৯৯২
- শ্বেত পাথরের থালা, ১৯৯৪
- সন্ধ্যাতারা(চরিত্রঃ সচিশ)
- চতুরঙ্গ
- সিনেমায় যেমন হয়, ১৯৯৪
- তোমার রক্তে আমার সোহাগ, ১৯৯৫
- রবিবার, ১৯৯৬
- কাকাবাবু হেরে গেলেন?(চরিত্রঃ কাকাবাবু), ১৯৯৬
- বাক্স রহস্য (চরিত্রঃ ফেলুদা), ১৯৯৬
- রক্তনদীর ধারা (চরিত্রঃ অবিনাশ), ১৯৯৬
- দামু (চরিত্রঃ পটাই চর), ১৯৯৭
- বিয়ের ফুল, ১৯৯৭
- সম্প্রদান, ১৯৯৭
- শেষ ঠিকানা (চরিত্রঃ ডাক্তার দেবগুপ্ত), ২০০০
- আত্মীয় স্বজন
- এক যে আছে কন্যা (চরিত্রঃ অঞ্জন), ২০০০
- এক টুকরো চাঁদ, ২০০১
- দেশ (চরিত্রঃ সাংবাদিক), ২০০২
- অন্তর্ঘাত (চরিত্রঃ অবিনাশ), ২০০২
- এক টুকরো চাঁদ (চরিত্রঃ কাকাবাবু), ২০০৩
- বোম্বাইয়ের বোম্বেটে (চরিত্রঃ ফেলুদা), ২০০৩
- খাকি (চরিত্রঃ মন্ত্রী দেওধর), ২০০৪
- মহুলবনীর সেরেং (চরিত্রঃ সমেশ গোমেজ), ২০০৪
- ওয়ারিশ, ২০০৪
- শতাব্দির গল্প (চরিত্রঃ দাশু), ২০০৪
- সংঘর্ষ , ২০০৪
- নিশিযাপন (চরিত্রঃ নির্মল), ২০০৫
- অবিশাস, ২০০৫
- মন্ত্র, ২০০৫
- দ্বিতীয় বসন্ত, ২০০৫
- হার্বার্ট (চরিত্রঃ পুলিশ অফিসার), ২০০৬
- বিবর, ২০০৬
- দ্য নেমসেক (চরিত্রঃ অশ্বিমার বাবা), ২০০৬
- মানুষ ভূত,২০০৬
- বালিগঞ্জ কোর্ট (চরিত্রঃ উদয়ন), ২০০৭
- কৈলাসে কেলেঙ্কারি (চরিত্রঃ ফেলুদা), ২০০৭
- লাল-কালো (চরিত্রঃ স্পাইডার), ২০০৭
- রক্তমুখি নিলা,২০০৮
- ভালোবাসা ভালোবাসা, ২০০৮
- লাহোরে (চরিত্রঃ সিকান্দার হায়াত খান), ২০০৮
- টিনটোরেটর যিশু (চরিত্রঃ ফেলুদা), ২০০৮
- অংশুমানের ছবি (চরিত্রঃ বিকাশরঞ্জন), ২০০৯
- ফ্রেন্ড, ২০০৯
- পিয়ালির পাসওয়ার্ড (চরিত্রঃ সমর), ২০০৯
- পাখি, ২০০৯
- মল্লিক বাড়ি, ২০০৯
- অনুভব, ২০০৯
- 033 (চরিত্রঃ সান্তিয়াগো), ২০০৯
- থানা থেকে আসছি, ২০০৯
- ছ-এ-ছুটি (চরিত্রঃ সব্যসাচি চক্রবর্তী), ২০১০
- শুকনো লঙ্কা (চরিত্রঃ জয় সুন্দর সেন), ২০১০
- ল্যাবরেটরি, ২০১০
- গোরস্থানে সাবধান (চরিত্রঃ ফেলুদা), ২০১০
- সিস্টেম (চরিত্রঃ দেলোয়ার শেখ), ২০১১
- রয়েল বেঙ্গল রহস্য (চরিত্রঃ ফেলুদা), ২০১১
- আজব প্রেম এবং একটি বাসের গল্প, ২০১২
- FLOP-ই, ২০১২
- ভুতের ভবিষ্যত, ২০১২
- চলো পটল তুলি (চরিত্রঃ অশ্বিনী কুমার),২০১২
- বিক্রম সিংহ, দ্য লায়ন ইজ ব্যাক (বিশেষ আবির্ভাব), ২০১২
- হেমলক সোসাইটি, ২০১২
- হলুদ পাখির ডানা (চরিত্রঃ ড. অনিরুদ্ধ রায়চৌধুরী), ২০১২
- কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, ২০১২
- C/O স্যার, ২০১৩
- ছায়াময়, ২০১৩
- প্রবাসিনী, ২০১৪
- তিনকাহন, ২০১৪
- মায়ের বিয়ে, ২০১৫
- ডবল ফেলুদা (চলচ্চিত্র), ২০১৬
- মেঘনাদবধ রহস্য, ২০১৭
- যকের ধন (চলচ্চিত্র), ২০১৭
- পরবাসিনী, ২০১৭ (বাংলাদেশী চলচ্চিত্র)
- টেনিদা এন্ড কোম্পানি, ২০২৩
- জেকে ১৯৭১, ২০২৩
তামিল ছবি
সম্পাদনা- স্কেচ , 2018
- মোট্টা শিবা কেট্টা শিবা , 2017
- বইরাভা , 2017
- রিচি , 2017
- সিংগম থ্রি , 2017
- ইরু মুগান , 2016
- টুয়েন্টি ফোর , 2016
- কোদি , 2016
- কো টু , 2016
- মো , 2016
- পুলি , 2015
- পাপানাসাম , 2015
- পূজাই , 2014
- লিংগা , 2014
- পোক্কিরি , 2007
হিন্দী সিনেমা
সম্পাদনাএই তালিকাটি অসম্পূর্ণ
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Sabyasachi Chakrabarty"। Bhalobasa.In। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০১২।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]