কাকাবাবু হেরে গেলেন?
কাকাবাবু হেরে গেলেন? পিনাকী চৌধুরী পরিচালিত ১৯৯৫ সালের বাংলার ভারতীয় গোয়েন্দা চলচ্চিত্র। এটি সুনীল গঙ্গোপাধ্যায়ের একই নামের গোয়েন্দা উপন্যাস অবলম্বনে নির্মিত।[১][২] এটি কাকাবাবু ধারাবাহিকের দ্বিতীয় ছায়াছবি (তপন সিংহর সবুজ দ্বীপের রাজা-এর পরে)। ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেণ্ট কর্পোরেশনের প্রযোজনায় এই ছবিতে কাকাবাবু চরিত্রে অভিনয় করেন সব্যসাচী চক্রবর্তী এবং খল চরিত্রে অভিনয় করেন সৌমিত্র চট্টোপাধ্যায়।[৩] ৫৯তম বার্ষিক বিএফজেএ পুরস্কারে সব্যসাচী শ্রেষ্ঠ অভিনেতা এবং সৌমিত্র শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে পুরস্কার অর্জন করেন।[৪]
কাকাবাবু হেরে গেলেন | |
---|---|
পরিচালক | পিনাকী চৌধুরী |
রচয়িতা | জয় মুখোপাধ্যায় |
উৎস | সুনীল গঙ্গোপাধ্যায় কর্তৃক কাকাবাবু হেরে গেলেন |
শ্রেষ্ঠাংশে |
|
মুক্তি |
|
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
কাহিনী
সম্পাদনাছবির শুরুতেই দেখা যায় গোয়ার গির্জার একজন পুরোহিত একটি বহুমূল্য জিনিস লুকিয়ে নিয়ে পালাচ্ছেন এবং রেখে দিচ্ছেন গ্রেগরি রাওয়ের কাছে। ভারতের স্বাধীনতার আগে সেটিকে ইংরেজরা ভ্যাটিকান সিটিতে পাঠাবার ব্যবস্থা করেছিল তাই সেটিকে চুরি করে নিতে আসেন পুরোহিত। গ্রেগরি রাও আসলে বাঙালি, যিনি কাকাবাবু অর্থাৎ রাজা রায়চৌধুরীর পরিচিত বিমানের খৃষ্টান দাদু। এর বহু বছর পরে বিমান এবং তার ভায়েরা মামাদের অত বড় পুরোনো বাড়ি সংরক্ষণ করতে না পেরে তা বিক্রি করার পরিকল্পনা করে। নতুন ক্রেতা তা ভেঙ্গে ফেলে নতুন বাড়ি করবার আগে বিমান চায় সেখানে অন্তত কাকাবাবুকে ঘুরিয়ে আনতে কারণ প্রাচীন ঐতিহ্যশালী জিনিসের ওপর কাকাবাবুর ঝোঁক আছে। কাকাবাবু যেতে রাজি হন কিন্তু সন্তু পরীক্ষার কারণে যেতে পারেনা। পরের দিনই বিমান, বিমানের স্ত্রী দীপা, কাকাবাবু এবং বিমানের পরিচিত অসিত ধর, যিনি পুরোনো জিনিস সংগ্রহ করেন, রওনা দেন আলিনগরের উদ্দেশ্যে। কাকাবাবুরা বিমানের মুখে শোনেন তাদের পুর্বপুরুষদের কাহিনী। সারা বাড়ি খুঁজেও কেউ কোনো গুপ্তধনের সন্ধান পায়না কিন্তু বুদ্ধিমান অসিত ধর পেয়ে যান এক বহুমূল্য সম্পদ। কাকাবাবু সিঁড়িতে পড়ে আঘাত পান। তিনি সন্তুকে বলেন অসিত ধরকে কলকাতায় নজরে রাখতে। কেউ দামী সামগ্রী কিছু খুঁজে পায়নি ওই পুরোনো বাড়ি থেকে কিন্তু অসিত পেয়েছিলেন একটি বই, যেটি গুটেনবার্গ বাইবেল। পৃথিবীর প্রথম ছাপাখানায় মুদ্রিত প্রথম বই যার একটি কপি গোয়ার চার্চ থেকে লুকিয়ে নিয়ে এসেছিলেন এক পুরোহিত যার থেকে পান বিমানের পাগল খৃষ্টান দাদু। সেটি অসিত বিদেশে পাচার করার ব্যবস্থা করলে বিমানবন্দরে তাকে আটকাবার চেষ্টা করেন কাকাবাবু।
অভিনয়
সম্পাদনা- সব্যসাচী চক্রবর্তী - কাকাবাবু
- সৌমিত্র চট্টোপাধ্যায় - অসিত ধর
- কুশল চক্রবর্তী - বিমান
- দোলন রায় - দীপা
- অর্ঘ্য চক্রবর্তী - সন্তু
- মুনমুন সেন - অতিথি শিল্পী
- সুনীল মুখোপাধ্যায় - গ্রেগরি রাও ওরফে খৃষ্টান দাদু
পুরস্কার
সম্পাদনাবছর | পুরস্কার | বিভাগ | মনোনীত | ফলাফল | সূত্র. |
---|---|---|---|---|---|
১৯৯৬ | ৫৯তম বার্ষিক বিএফজেএ পুরস্কার | শ্রেষ্ঠ অভিনেতা | সব্যসাচী চক্রবর্তী | বিজয়ী | [৪] |
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা | সৌমিত্র চট্টোপাধ্যায় | বিজয়ী |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Kakababu Here Gelen (1995)"। gomolo.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১৭।
- ↑ "Kakababu Here Gelen (1995) Cast - Actor, Actress, Director, Producer, Music Director"। Cinestaan। ১৭ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১৭।
- ↑ "Soumitra Chatterjee plays a negative role after years - Times of India"। The Times of India (ইংরেজি ভাষায়)। ২৯ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২০২২-০৩-০২।
- ↑ ক খ "59th Annual BFJA Awards"। বিএফজেএ পুরস্কার। ৭ জানুয়ারি ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০২৪।