দোলন রায়

ভারতীয় অভিনেত্রী

দোলন রায় একজন ভারতীয় অভিনেত্রী। তিনি ব্যোমকেশ বক্সী (১৯৯৩), রাম বলরাম (২০০৮) এবং সিন্দুর খেলা (১৯৯৯) এর জন্য পরিচিত ।

দোলন রায়
জন্ম (1970-02-22) ২২ ফেব্রুয়ারি ১৯৭০ (বয়স ৫৪)
জাতীয়তাভারতীয়
মাতৃশিক্ষায়তনকলকাতা বিশ্ববিদ্যালয়
পেশাঅভিনেত্রী

প্রাথমিক জীবন সম্পাদনা

২২ ফেব্রুয়ারি ১৯৭০ সালে দিলীপ ও দীপিকা রায়ের পরিবারে কলকাতায় জন্মগ্রহণ করেন।[১] তিনি চারুচন্দ্র কলেজ থেকে স্নাতক এবং পরবর্তীতে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।[১]

চলচ্চিত্রের তালিকা সম্পাদনা

টিভি সম্পাদনা

  • মা (টেলিভিশন ধারাবাহিক) (স্টার জলসা)
  • ঠিক জেনো লাভ স্টোরি
  • মন নিয়ে কাছাকাছি
  • তোমায় আমায় মিলে
  • @ ভালবাসা.কম [৩]
  • বোমকেশ বখশী (টিভি সিরিজ) পর্ব ২১ - কহেন কবি কালিদাস
  • স্ট্রি (জি বাংলা)
  • ভজো গোবিন্দো (স্টার জালসা)
  • আলোয় ভুবন ভোলা
  • শিমরেখা
  • দেবদাস (জি বাংলা )

পুরস্কার সম্পাদনা

  • জাতীয় চলচ্চিত্র পুরস্কার - বিশেষ জুরি অ্যাওয়ার্ড / বিশেষ উল্লেখ (ফিচার ফিল্ম) ১৯৯৬ সালে পিংকি চৌধুরীর পরিচালিত "সংঘাত" চলচ্চিত্রে অভিনয়ে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Biography on Gomolo"। ১১ অক্টোবর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মে ২০১৯ 
  2. "Dolon Roy interview"। WBRi। ১৫ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০১২ 
  3. "kolkatabengalinfo.com"www.kolkatabengalinfo.com। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১৮ 

বহিঃসংযোগ সম্পাদনা