বেপরোয়া (২০১৬-এর চলচ্চিত্র)
২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ভারতীয় বাংলা চলচ্চিত্র
বেপরোয়া ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত একটি ভারতীয় বাংলা চলচ্চিত্র, যা পরিচালনা ও প্রযোজনা করেছেন পীযূষ সাহা। চলচ্চিত্র মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন নতুন মুখ রুবেল দাস এবং পাপড়ি ঘোষ। ছবিটি ২০১৬ সালের ১৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তিলাভ করে। এই চলচ্চিত্রটি পরিবেশনা করেছে প্রিন্স এন্টারটেইনমেন্ট পি৪। বেপরোয়া রাজনৈতিক গল্প এবং তারুণ্যনির্ভর প্রেমের কাহিনী নিয়ে তৈরি চলচ্চিত্র।[১][২][৩]
বেপরোয়া | |
---|---|
পরিচালক | পীযূষ সাহা |
প্রযোজক | পীযূষ সাহা |
রচয়িতা | পীযূষ সাহা |
শ্রেষ্ঠাংশে | রুবেল দাস পাপড়ি ঘোষ |
সুরকার | ইন্দ্র, কুট্টি |
চিত্রগ্রাহক | জে. শ্রীধর, রাজিব শ্রীবাস্তব, বি. সতীশ |
সম্পাদক | এম. সুস্মিত |
প্রযোজনা কোম্পানি | প্রিন্স এন্টারটেইনমেন্ট পি৪ |
মুক্তি | ১৫ জানুয়ারি ২০১৬ |
স্থিতিকাল | ১৫৪ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
কুশীলব
সম্পাদনা- সূর্য চরিত্রে রুবেল দাস
- বৃষ্টি চরিত্রে পাপড়ি ঘোষ
- রামবাবু চরিত্রে রজতাভ দত্ত
- প্রকাশ সাহা চরিত্রে সুপ্রিয় দত্ত
- অরুণ চরিত্রে শান্তিলাল মুখার্জি
- এসপি ভারত হিসাবে কৌশিক ব্যানার্জী
- অধ্যাপক হিসাবে অরুণ ব্যানার্জী
- হিরোর মাসি হিসাবে দোলন রায়
- গাবলু চরিত্রে মাস্টার প্রায়ুস রাজ
সাউণ্ডট্র্যাক্
সম্পাদনাসকল গানের গীতিকার দীপঙ্কর; সকল গানের সুরকার ইন্দ্র, কুট্টি।
নং. | শিরোনাম | সুরকার | সঙ্গীতশিল্পী | দৈর্ঘ্য |
---|---|---|---|---|
১. | "বেপরোয়া শিরোনাম সঙ্গীত" | ইন্দ্র, কুট্টি | রানা মজুমদার | ০৪:৩৮ |
২. | "পরাণ বন্ধুয়া" | ইন্দ্র | দিব্য কুমার, ইন্দ্র, সুমনা সরকার | ০২:৫৭ |
৩. | "মাটন বিরিয়ানি" | নাকাশ আজিজ | ০৩:০২ | |
৪. | "পিয়া বাসন্তী" | ইন্দ্র, কুট্টি | বেনি দয়াল, আকৃতি কক্কর | ০৪:৪২ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Critics on Beparoyaa Bengali Movie Review Rating (2/5) & First Day Collections"। The Indian Talks। ১৪ জানু ২০১৬। ২০১৬-০১-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ "First look of Pijus Saha's upcoming film 'Beparoyaa' unveiled"। India Blooms। ৭ ডিসে ২০১৫।
- ↑ "Beporoya is a complete masala film"। The Times of India। ১৪ জানুয়ারি ২০১৬।