পরিণীতা
শরৎচন্দ্র চট্টোপধ্যায় রচিত উপন্যাস
পরিণীতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বাংলা উপন্যাস। বইটি ১৯১৪ সালে প্রকাশিত হয়।[১] বিংশ শতাব্দীর প্রথম সময়ের ভারতের কলকাতার পটভূমিতে উপন্যাসটি রচিত হয়। এর গল্প অবলম্বনে হিন্দি, বাংলা, তামিল ভাষায় চলচ্চিত্র নির্মিত হয়েছে।[২]
লেখক | শরৎচন্দ্র চট্টোপাধ্যায় |
---|---|
অনুবাদক | মালবিকা চৌধুরী |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
ধরন | উপন্যাস |
পটভূমি | কলকাতা |
প্রকাশক | রায় এম সি সরকার বাহাদুর অ্যান্ড সন্স |
প্রকাশনার তারিখ | ১৯১৪ |
বাংলায় প্রকাশিত | ২০০৫ |
মিডিয়া ধরন | মুদ্রণ (হার্ডকভার) |
চরিত্র
সম্পাদনাললিতার পরিবার
সম্পাদনা- ললিতা - উপন্যাসটির কেন্দ্রীয় নারী চরিত্র।
- গুরুচরণ - ললিতার মামা। একটি ব্যাংকের কেরানী ও পাঁচ কন্যার জনক।
- আন্নাকালী/কালী - গুরুচরণের ১০ বছর বয়সী কন্যা এবং ললিতার মামাতো বোন ও খেলার সাথী।
- ললিতার মামী - উপন্যাসের ছোট চরিত্র, তার নাম উল্লেখ হয় নি।
শেখর রায়ের পরিবার
সম্পাদনা- শেখর রায় - রায় পরিবারের ছোট সন্তান।
- নবীন রায় - শেখরের পিতা, একজন ধনী ব্যবসায়ী।
- ভুবনেশ্বরী - শেখরের মা।
- অবিনাশ - শেখরের বড় ভাই। তিনি একজন উকিল ও বিবাহিত।
চারুর পরিবার
সম্পাদনা- চারুবালা/চারু - ললিতার প্রতিবেশী ও খেলার সাথী।
- মনোরমা - চারুর মা ও গিরীনের বোন।
- গিরীন - মনোরমার ভাই, বিশ্ববিদ্যালয় পড়ুয়া যে বহু বছর বাইরে ছিল।
ভাষান্তর
সম্পাদনা- ২০০৫: ইংরেজি অনুবাদ (পেঙ্গুইন ভারত), অনুবাদক মালবিকা চৌধুরী, ভূমিকা লিখেছেন স্বাগত গাঙ্গুলী।[৩]
- ১৯৩৭: গুজরাতি অনুবাদ।
- ১৯৩৪: মারাঠি অনুবাদ।
চলচ্চিত্ররূপ
সম্পাদনা- পরিণীতা (১৯৪২-এর চলচ্চিত্র) - পশুপতি চট্টোপাধ্যায় পরিচালিত ভারতীয় হিন্দি ভাষার চলচ্চিত্র।
- পরিণীতা (১৯৫৩-এর চলচ্চিত্র) - বিমল রায় পরিচালিত ভারতীয় হিন্দি ভাষার চলচ্চিত্র।
- পরিণীতা (১৯৬৯-এর চলচ্চিত্র) - অজয় কর পরিচালিত ভারতীয় বাংলা ভাষার চলচ্চিত্র।
- পরিণীতা (১৯৮৬-এর চলচ্চিত্র) - আলমগীর কবির পরিচালিত বাংলাদেশী বাংলা ভাষার চলচ্চিত্র।
- পরিণীতা (২০০৫-এর চলচ্চিত্র) - প্রদীপ সরকার পরিচালিত ভারতীয় হিন্দি ভাষার চলচ্চিত্র।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "স্মরণীয় বরণীয়: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়"। যায়যায়দিন। ১৬ জানুয়ারি ২০১২। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৭।
- ↑ "শরৎচন্দ্র চট্টোপাধ্যায়"। দৈনিক কালের কণ্ঠ। ১৬ ফেব্রুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৭।
- ↑ Ganguly, Swagato. "Introduction." In Sharat Chandra Chattopadhyay's Parineeta. Translated from Bengali into English by Malobika Chaudhuri. New Delhi: Penguin Books, 2005.