অজয় কর
ভারতীয় চলচ্চিত্র পরিচালক
অজয় কর (২৭ মার্চ ১৯১৪ - ২৫ জানুয়ারি ১৯৮৫) একজন ভারতীয় চিত্র পরিচালক। ১৯৪৯ থেকে ১৯৬১ সাল পর্যন্ত তিনি ২৬টি চলচ্চিত্র নির্মাণ করেন। ১৯৬১ সালে নির্মিত সপ্তপদী ৩য় মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এ প্রদর্শিত হয়। তার পরিচালিত সাত পাকে বাধা চলচ্চিত্র অভিনয় করে সুচিত্রা সেন বিদেশে পু্রস্কার পান।[১] প্রথমে সব্যসাচী ছদ্মনামে সিনেমা পরিচালনা করতেন তিনি। সব্যসাচী নামে করেন ‘অনন্যা’, ‘বামুনের মেয়ে’, ‘মেজদিদি’। তার পর চলে যান দক্ষিণ ভারতে, সিনেমাটোগ্রাফারের কাজ করতে। অজয় কর নামে তার পরিচালিত প্রথম ছবি ‘জিঘাংসা।[২]
অজয় কর | |
---|---|
জন্ম | |
মৃত্যু | ২৫ জানুয়ারি ১৯৮৫ | (বয়স ৭০)
পেশা | চলচ্চিত্র পরিচালক |
কর্মজীবন | ১৯৪৯-১৯৮৩ |
নির্বাচিত চলচ্চিত্র
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "3rd Moscow International Film Festival (1963)"। MIFF। ২০১৩-০১-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-১১-২৫।
- ↑ "অজয় কর"। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২০।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে Ajoy Kar (ইংরেজি)