পরিণীতা (১৯৬৯-এর চলচ্চিত্র)
১৯৬৯ সালে মুক্তিপ্রাপ্ত অজয় কর পরিচালিত বাংলা চলচ্চিত্র
(পরিণীতা (১৯৬৯) থেকে পুনর্নির্দেশিত)
পরিণীতা ১৯৬৯ সালে মুক্তিপ্রাপ্ত ভারতীয় বাংলা ভাষার নাট্য চলচ্চিত্র। ছবিটি নির্মাণ করেন অজয় কর। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ১৯১৪ সালের গল্প অবলম্বনে ছবিটির চিত্রনাট্য লিখেছেন পার্থ প্রতিম চৌধুরী ও সংলাপ লিখেছেন সলিল সেন। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী চট্টোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, ও সমিত ভঞ্জ।
পরিণীতা | |
---|---|
![]() | |
পরিচালক | অজয় কর |
প্রযোজক | বিমল দে অজয় কর |
রচয়িতা | সলিল সেন (অতিরিক্ত সংলাপ) |
চিত্রনাট্যকার | পার্থ প্রতিম চৌধুরী |
উৎস | শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক পরিণীতা |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | হেমন্ত মুখোপাধ্যায় |
চিত্রগ্রাহক | বিশু চক্রবর্তী |
মুক্তি | ১৯৬৯ |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
কুশীলবসম্পাদনা
- মৌসুমী চট্টোপাধ্যায় - ললিতা
- সৌমিত্র চট্টোপাধ্যায় - শখর
- সমিত ভঞ্জ - গিরিন
- বিকাশ রায় - গুরুচরণ
- শৈলেন মুখোপাধ্যায় - অবিনাশ
- কমল মিত্র - নবীন রায়
- বিজন ভট্টাচার্য
- গীতা দে - মামীমা
- ছায়া দেবী - ভুবনেশ্বরী
সঙ্গীতসম্পাদনা
পরিণীতা চলচ্চিত্রের গানের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন হেমন্ত মুখোপাধ্যায়। গানের কথা লিখেছেন প্রণব রায় ও অতুল প্রসাদ সেন।
তথ্যসূত্রসম্পাদনা
বহিঃসংযোগসম্পাদনা
- ইন্টারনেট মুভি ডেটাবেজে পরিণীতা (ইংরেজি)
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |