রক্তনদীর ধারা
চলচ্চিত্র
রক্তনদীর ধারা ১৯৯৪ সালের ভারতের একটি বাংলা একশনধর্মী চলচ্চিত্র। ছবিটির পরিচালক রাম মুখোপাধ্যায়[১] এবং সুরকার বাপ্পী লাহিড়ী।[২]
কাহিনী
সম্পাদনাপুলিশ অফিসার রুপেন রায় আন্দামানের কুখ্যাত অপরাধী জগা গুন্ডাকে গ্রেপ্তার করে। জগা গুন্ডা জেল থেকে পালিয়ে রুপেন রায়ের পরিবার ও রুপেনকে খুন করে। কিন্তু রুপেন মারা যায়নি। তার ছেলে একটি খৃষ্টান অনাথ আশ্রমে মানুষ হয়। জগা খুন করে মামলার রায়দানকারি জজ ও সাক্ষীকেও। তারপর সে আন্দামান থেকে কলকাতায় এসে প্লাস্টিক সার্জারি করে চেহারা ও নাম পালটে আবার আন্দামান ফিরে যায় এবং সন্ত্রাসবাদী দল তৈরী করে। নিহত জজ, সাক্ষী আর রুপেনের ছেলেরা বড় হয়ে প্রতিশোধ নেয় এই ঘটনার ও হত্যা করে জগা গুন্ডাকে।
অভিনয়
সম্পাদনা- প্রসেনজিত চট্টোপাধ্যায়
- দেবশ্রী রায়
- চিরঞ্জিত
- চিন্ময় রায়
- সব্যসাচী চক্রবর্তী
- দুলাল লাহিড়ী
- অনামিকা সাহা
- নির্মল কুমার
- সৌমিত্র বন্দ্যোপাধ্যায়
- দেবরাজ রায়
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ desk, ABP Ananda, Web (২০১৭-১০-২২)। "মারা গেলেন রানি মুখোপাধ্যায়ের বাবা"। bengali.abplive.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৪-১০।
- ↑ "Raktanadir Dhara"।