মেঘনাদবধ রহস্য
অনীক দত্ত পরিচালিত ২০১৭-এর চলচ্চিত্র
মেঘনাদবধ রহস্য একটি বাংলা রহস্য চলচ্চিত্র যার পরিচালক হলেন অনীক দত্ত। ২০১৭ সালের এই চলচ্চিত্রটি অনীক দত্তের তৃতীয় ছবি। এটির সংগীত পরিচালক দেবজ্যোতি মিশ্র। মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যের নামানুসারে এই ছবিটির নামকরণ হয়েছে।[১][২]
মেঘনাদবধ রহস্য | |
---|---|
![]() মেঘনাদবধ রহস্য চলচ্চিত্রের পোস্টার | |
মেঘনাদবধ রহস্য | |
পরিচালক | অনীক দত্ত |
প্রযোজক | ফিরদৌসুল হাসান |
শ্রেষ্ঠাংশে | সব্যসাচী চক্রবর্তী আবীর চট্টোপাধ্যায় গার্গী রায়চৌধুরী সায়নী ঘোষ বিক্রম চট্টোপাধ্যায় |
সুরকার | দেবজ্যোতি মিশ্র |
মুক্তি |
|
স্থিতিকাল | ১২২ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
কাহিনী
সম্পাদনাপরিচালক কুনাল সেনের প্রথম ছবিতে জাতীয় পুরস্কার পান ছবির এক অভিনেত্রী। সেই সূত্র ধরে অভিনেত্রী ও পরিচালকের পরিচয় হয়। এরপর অভিনেত্রীর স্বামী প্রফেসর অসিমাভ বোস রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যান। পরিচালককে সন্দেহ করা হয়।[৩]
অভিনয়
সম্পাদনা- সব্যসাচী চক্রবর্তী - আসিমভ বোস
- আবীর চট্টোপাধ্যায় - কুনাল সেন
- গার্গী রায়চৌধুরী
- সায়নী ঘোষ
- বিক্রম চট্টোপাধ্যায়
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "FIRST LOOK - Anik begins shoot, panic on film sets"। ১ ডিসেম্বর ২০১৬। ৩ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০১৭।
- ↑ "গোয়েন্দা গল্পেও ছক ভাঙতে আসছে অনীকের 'মেঘনাদবধ রহস্য'?"। anandabazar.com। আনন্দবাজার পত্রিকা। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০১৭।
- ↑ "মেঘনাদবধ রহস্য"। kalerkantho.com। কালের কন্ঠ। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০১৭।