১ম মেরিল-প্রথম আলো পুরস্কার
১ম মেরিল-প্রথম আলো পুরস্কার হল স্কয়ার গ্রুপ ও দৈনিক প্রথম আলোর যৌথ উদ্যোগে প্রদত্ত বাৎসরিক আয়োজনের প্রথম আয়োজন। ১৯৯৯ সালের ১২ই মার্চ এই পুরস্কার প্রদান করা হয়।[১] অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আফজাল হোসেন ও সুবর্ণা মুস্তাফা।[২]
১ম মেরিল-প্রথম আলো পুরস্কার | ||||
---|---|---|---|---|
![]() মেরিল-প্রথম আলো পুরস্কার লোগো | ||||
তারিখ | ১২ মার্চ ১৯৯৯ | |||
স্থান | ঢাকা, বাংলাদেশ | |||
উপস্থাপক | আফজাল হোসেন, সুবর্ণা মুস্তাফা | |||
আলোকপাত | ||||
শ্রেষ্ঠ অভিনেতা | চলচ্চিত্র রিয়াজ টেলিভিশন জাহিদ হাসান | |||
শ্রেষ্ঠ অভিনেত্রী | চলচ্চিত্র শাবনূর টেলিভিশন বিপাশা হায়াত | |||
|
এই আয়োজনে ১৫টি বিভাগে পুরস্কার প্রদান করা হয়। ১১টি বিভাগে পাঠক জরিপের মাধ্যমে জনপ্রিয় ও সেরাদের নির্বাচন করা হয়। পাঠক জরিপ শাখায় মনোনীতদের নির্দিষ্ট কোন কাজের জন্য নয়, বরং পূর্ববর্তী বছরের সামগ্রিক কাজের জন্য মনোনয়ন দেওয়া হয়। সমালোচকদের বিচারে ৪টি বিভাগে পুরস্কার প্রদান করা হয়। তারিক আনাম খান সমালোচক শাখায় সেরা নাট্যকার ও সেরা টিভি অভিনেতা বিভাগে দুটি পুরস্কার লাভ করেন।
বিজয়ী ও মনোনীত
সম্পাদনানিচে বিজয়ীদের তালিকা দেওয়া হল।
রিয়াজ ও শাবনূর যথাক্রমে জনপ্রিয় নায়ক (চলচ্চিত্র) ও জনপ্রিয় নায়িকা (চলচ্চিত্র) বিভাগে পুরস্কৃত হন।
পাঠক জরিপ
সম্পাদনাজনপ্রিয় নায়ক (চলচ্চিত্র) | জনপ্রিয় নায়িকা (চলচ্চিত্র) |
---|---|
জনপ্রিয় নায়ক (টেলিভিশন) | জনপ্রিয় নায়িকা (টেলিভিশন) |
জনপ্রিয় গায়ক | জনপ্রিয় গায়িকা |
সেরা ব্যান্ড | সেরা টিভি উপস্থাপক |
সেরা মডেল (পুরুষ) | সেরা মডেল (নারী) |
সেরা বিজ্ঞাপনচিত্র | |
|
সমালোচক পুরস্কার
সম্পাদনাসেরা নাট্যকার | সেরা নির্দেশক |
---|---|
|
|
সেরা টিভি অভিনেতা (সমালোচক) | সেরা টিভি অভিনেত্রী (সমালোচক) |
|
|
অনুষ্ঠান
সম্পাদনাপুরস্কার প্রদান
সম্পাদনাপ্রদানকারী | পুরস্কারের বিভাগ |
---|---|
নীলুফার ইয়াসমিন | জনপ্রিয় গায়ক |
সুবীর নন্দী | জনপ্রিয় গায়ক |
লাকী আখান্দ | সেরা ব্যান্ড |
মাহমুদুর রহমান | সেরা টিভি উপস্থাপক |
মুহম্মদ জাফর ইকবাল | সেরা বিজ্ঞাপনচিত্র |
গীতিআরা সাফিয়া চৌধুরী | সেরা মডেল (পুরুষ) |
আলী যাকের | সেরা মডেল (নারী) |
সারা যাকের | জনপ্রিয় নায়ক (টেলিভিশন) |
হুমায়ূন ফরীদি | জনপ্রিয় নায়িকা (টেলিভিশন) |
সুচন্দা | জনপ্রিয় নায়ক (চলচ্চিত্র) |
বুলবুল আহমেদ | জনপ্রিয় নায়িকা (চলচ্চিত্র) |
মাহবুব জামিল | সেরা নাট্যকার (সমালোচক) |
বেবী ইসলাম | সেরা নির্দেশক (সমালোচক) |
শর্মিলী আহমেদ | সেরা টিভি অভিনেতা (সমালোচক) |
গোলাম মুস্তাফা | সেরা টিভি অভিনেত্রী (সমালোচক) |
পরিবেশনা
সম্পাদনাপরিবেশক | পরিবেশনা |
---|---|
তপন চৌধুরী | গান - "তুমি আমার প্রথম সকাল" |
জুয়েল আইচ | জাদুশিল্প |
সাবিনা ইয়াসমিন | গান - "এই মন তোমাকে দিলাম" |
রেনেসাঁ | গান - "নোঙ্গর তোল তোল" |
সুমন চট্টোপাধ্যায় | গান - "আমি চাই" |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ আল মামুন, শফিক (২২ মার্চ ২০১৮)। "মেরিল-প্রথম আলো পুরস্কার ১৯৯৮-২০১৬: ফিরে দেখা"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০১৮।
- ↑ ক খ গ ঘ "কিছু টুকিটাকি..."। দৈনিক প্রথম আলো। ৭ মে ২০১৫। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০১৮।
- ↑ ক খ গ সাদিয়া শাহরীন, সৈয়দা (৭ মে ২০১৫)। "কে কতটা এগিয়ে..."। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০১৮।