২১তম মেরিল-প্রথম আলো পুরস্কার
২১তম মেরিল-প্রথম আলো পুরস্কার হল স্কয়ার গ্রুপ ও দৈনিক প্রথম আলোর যৌথ উদ্যোগে প্রদত্ত বাৎসরিক পুরস্কারের একবিংশ আয়োজন। ২০১৮ সালের চলচ্চিত্র, টেলিভিশন ও সঙ্গীতে অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। ২০১৯ সালের ২৬শে এপ্রিল ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে এই বছরের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অভিনেতা চঞ্চল চৌধুরী ও অভিনেত্রী নুসরাত ফারিয়া।
২১তম মেরিল-প্রথম আলো পুরস্কার | ||||
---|---|---|---|---|
![]() মেরিল-প্রথম আলো পুরস্কার লোগো | ||||
তারিখ | ২৬ এপ্রিল ২০১৯ | |||
স্থান | বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, ঢাকা, বাংলাদেশ | |||
উপস্থাপক | চঞ্চল চৌধুরী ও নুসরাত ফারিয়া | |||
আলোকপাত | ||||
আজীবন সম্মাননা | আলী যাকের | |||
শ্রেষ্ঠ চলচ্চিত্র: জুরি পছন্দ | কমলা রকেট | |||
শ্রেষ্ঠ পরিচালনা | গিয়াসউদ্দিন সেলিম স্বপ্নজাল | |||
শ্রেষ্ঠ অভিনেতা | সিয়াম আহমেদ পোড়ামন ২ | |||
শ্রেষ্ঠ অভিনেত্রী | পূজা চেরি পোড়ামন ২ | |||
সর্বাধিক পুরস্কার | পোড়ামন ২ (৪টি) | |||
সর্বাধিক মনোনয়ন | দেবী (৯টি) | |||
|
বিজয়ী ও মনোনীতদের তালিকা সম্পাদনা
নিচে বিজয়ী ও মনোনীতদের তালিকা দেওয়া হল। বিজয়ীদের নাম গাঢ় বর্ণে তালিকাভুক্ত করা হয়েছে।
তারকা জরিপ সম্পাদনা
শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা | শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী |
---|---|
শ্রেষ্ঠ টিভি অভিনেতা | শ্রেষ্ঠ টিভি অভিনেত্রী |
|
|
শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী (পুরুষ) | শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী (নারী) |
|
|
শ্রেষ্ঠ নবীন অভিনয়শিল্পী | |
|
সমালোচক সম্পাদনা
শ্রেষ্ঠ চলচ্চিত্র | শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক |
---|---|
|
|
শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা | শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী |
শ্রেষ্ঠ নাট্যকার | শ্রেষ্ঠ নাট্য নির্দেশক |
|
|
শ্রেষ্ঠ টিভি অভিনেতা | শ্রেষ্ঠ টিভি অভিনেত্রী |
|
|
আজীবন সম্মাননা সম্পাদনা
বিশেষ পুরস্কার সম্পাদনা
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ ক খ "সেরা চলচ্চিত্র অভিনেতা–অভিনেত্রী যাঁরা"। দৈনিক প্রথম আলো। ২৬ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০১৯।
- ↑ ক খ "টেলিভিশনে সেরা অভিনেতা নিশো, অভিনেত্রী মেহ্জাবীন"। দৈনিক প্রথম আলো। ২৬ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০১৯।
- ↑ ক খ "পাঠকের রায়ে সেরা গায়ক ইমরান, সেরা গায়িকা কনা"। দৈনিক প্রথম আলো। ২৬ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০১৯।
- ↑ "পুরস্কার পেলেন যাঁরা"। দৈনিক প্রথম আলো। ২৬ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০১৯।
- ↑ ক খ গ ঘ "'দেবী' ও 'স্বপ্নজাল' সমানে সমান"। দৈনিক প্রথম আলো। ২৬ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০১৯।
- ↑ ক খ গ ঘ "সমালোচকদের রায়ে সেরা তিন পেল 'পাতা ঝরার দিন'"। দৈনিক প্রথম আলো। ২৬ এপ্রিল ২০১৯। ৪ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০১৯।
- ↑ "আলী যাকের পেলেন আজীবন সম্মাননা"। দৈনিক প্রথম আলো। ২৬ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০১৯।