২০১৪ সালের বাংলাদেশী চলচ্চিত্রের তালিকা
উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ
২০১৪ সালে বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের তালিকা।
মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র সমূহ
সম্পাদনামুক্তির তারিখ |
চলচ্চিত্র | পরিচালক | অভিনয়ে | ধরন | টীকা | তথ্য সূত্র | |
---|---|---|---|---|---|---|---|
জা নু য়া রি |
১৭ | দাবাং | আজাদ খান | জায়েদ খান, বিন্দিয়া, অমিত হাসান | মারপিট, প্রণয় | ||
২৪ | দাগ এই বুকের ভিতর | বজলুর রাশেদ চৌধুরী | জীবন ইসলাম, পিনা | মারপিট, প্রণয় | |||
৩১ | কি দারুন দেখতে | ওয়াজেদ আলী সুমন | বাপ্পি চৌধুরী, মাহিয়া মাহি, শাহরিয়াজ, মিশা সওদাগর | কৌতুক, প্রণয় | |||
মনের মধ্যে লেখা | মাহমুদ হোসেন মুরাদ | সাগর, শম্পা, অমিত হাসান | মারপিট, প্রণয় | ||||
ফে ব্রু য়া রি |
৭ | তোমার কাছে ঋণী | শাহাদাত হোসেন লিটন | সায়মন সাদিক, তমা মির্জা, ববিতা | প্রণয় | ||
১৪ | অগ্নি | ইফতেখার চৌধুরী | আরিফিন শুভ, মাহিয়া মাহি, মিশা সওদাগর, আলীরাজ | মারপিট, প্রণয় | [১] | ||
আকাশ কত দূরে | সামিয়া জামান | অঙ্কন, ফারিয়া, রাজ্জাক, মিশা সওদাগর | প্রণয় | ||||
লোভে পাপ পাপে মৃত্যু | সোহানুর রহমান সোহান | রিয়াজ, পূর্ণিমা, আমিন খান, সাদেক বাচ্চু | সামাজিক, প্রণয় | ||||
জীবনঢুলী | তানভীর মোকাম্মেল | শতাব্দী ওয়াদুদ, রামেন্দু মজুমদার, ওয়াহিদা মল্লিক জলি | যুদ্ধ, সামাজিক | ||||
প্রেম কি অপরাধ | জাদু আজাদ | হৃদয় চৌধুরী, প্রিয়াংকা, আহমেদ শরীফ | প্রণয় | ||||
২১ | কুসুমপুরের গল্প | ফেরদৌস ওয়াহিদ | পলাশ, মৌমিতা, জেসমিন | সামাজিক, প্রণয় | |||
শুনতে কি পাও! | কমর আহমেদ সিমন | প্রামাণ্যচিত্র | |||||
২৮ | সীমারেখা | দেওয়ান নাজমুল | ফাহিম, ফারিয়া, ববিতা, রজতাভ দত্ত | মারপিট, প্রণয় | |||
মা র্চ |
৭ | রাজত্ব | ইফতেখার চৌধুরী | শাকিব খান, ইয়ামিন হক ববি | মারপিট, প্রণয় | ||
অনন্তকাল | মাসুম আজিজ | ঐশ্বর্য বির্জন, সুচরিতা | সামাজিক | ||||
২১ | ১ নং আসামী | রাজু চৌধুরী | মাসুম পারভেজ রুবেল, পলি | মারপিট, প্রণয় | |||
তোকে ভালবাসতেই হবে | রাজু চৌধুরী | যায়েদ খান, সাহারা, রিনা খান | মারপিট, প্রণয় | ||||
বৈষম্য | আদম দৌলা | আবির হোসেন অংকন, আদম দৌলা, মিতা চৌধুরী | থ্রিলার, শিশুতোষ | ৭ নভেম্বর ভারতে মুক্তি পায় | |||
২৮ | সংগ্রাম | মনসুর আলী | অনুপম খের, এশিয়া আরজেন্টো, আমান রেজা, দিলরুবা ইয়াসমিন রুহী | যুদ্ধ, প্রণয় | |||
লাট্টু কসাই | পিএ কাজল | শাকিব খান, ফেরদৌস, মুনমুন, শাহনূর, ডিপজল | মারপিট, প্রণয় | ||||
এ প্রি ল |
৪ | দবির সাহেবের সংসার | জাকির হোসেন রাজু | বাপ্পি চৌধুরী, মাহিয়া মাহি, আলীরাজ | কৌতুক | ||
অনুক্রোশ | গোলাম মোস্তফা শিমুল | পীযূষ বন্দ্যোপাধ্যায়, রাইসুল ইসলাম আসাদ, কেরামত মওলা, রিয়াজ মাহমুদ জুয়েল | যুদ্ধ, সামাজিক | ||||
১১ | ডেয়ারিং লাভার | বদিউল আলম খোকন | শাকিব খান, অপু বিশ্বাস, মিশা সওদাগর | মারপিট, প্রণয় | |||
জোনাকির আলো | খালিদ মাহমুদ মিঠু | বিদ্যা সিনহা মীম, মামনুন হাসান ইমন, কল্যাণ, গাজী রাকায়েত | সামাজিক, প্রণয় | ||||
২৫ | মায়ের মমতা | মোস্তাফিজুর রহমান বাবু | মামনুন হাসান ইমন, নিপুন, সুচরিতা | সামাজিক, প্রণয় | |||
মে | ২ | জান | জি সরকার | ইমন, বিন্দিয়া, আমান | প্রণয় | ||
৯ | ভালোবাসা এক্সপ্রেস | সাফি উদ্দিন সাফি | শাকিব খান, অপু বিশ্বাস, মিম চৌধুরী | প্রণয় | [২] [৩] | ||
১৬ | আমি শুধু চেয়েছি তোমায় | অশোক পতি ও অনন্য মামুন | অঙ্কুশ হাজরা, শুভশ্রী গাঙ্গুলি, মিশা সওদাগর | মারপিট, প্রণয় | বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার চলচ্চিত্র | [৪] | |
২৩ | কাছের শত্রু | এমএ আওয়াল | আমিন খান, নিপুণ, সম্রাট | মারপিট, প্রণয় | [৫] [৬] | ||
দুটি মনের পাগলামি | জুলহাস চৌধুরী পলাশ | নূপুর, রোমিও | প্রণয় | [৭] | |||
৩০ | ফাঁদ - দ্য ট্র্যাপ | সাফি উদ্দিন সাফি | শাকিব খান, আঁচল, অমিত হাসান | মারপিট, প্রণয় | [৮] | ||
জু ন |
৬ | শবনম | শিবলি সাদিক | মাহফুজ আহমেদ, মৌমিতা চৌধুরী | সামাজিক | [৯] | |
তারকাঁটা | মুহম্মদ মোস্তফা কামাল রাজ | আরিফিন শুভ, বিদ্যা সিনহা মীম, মৌসুমী | মারপিট, প্রণয় | [১০] [১১] | |||
২০ | নেকাব্বরের মহাপ্রয়াণ | মাসুদ পথিক | শিমলা, মামুনুর রশীদ, প্রবীর মিত্র, নির্মলেন্দু গুণ | সামাজিক | নির্মলেন্দু গুণ রচিত নেকাব্ববের মহাপ্রয়াণ কবিতা অবলম্বনে নির্মিত চলচ্চিত্র শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে |
[১২] | |
জু লা ই |
২৯ | হানিমুন | সাফি উদ্দিন সাফি | বাপ্পি চৌধুরী, মাহিয়া মাহি | প্রণয় | [১৩] | |
মোস্ট ওয়েলকাম | অনন্ত জলিল | অনন্ত জলিল, আফিয়া নুসরাত বর্ষা, সোহেল রানা | মারপিট, প্রণয় | [১৪] | |||
মুক্তি | পিএ কাজল | স্বচ্ছ, দিতি, সোহেল রানা | সামাজিক, শিশুতোষ | [১৫] | |||
হেডমাস্টার | দেলোয়ার জাহান ঝন্টু | আলমগীর, সুবর্ণা মোস্তফা, কায়েস আরজু | সামাজিক | [১৬] [১৭] | |||
প্রিয়া তুমি সুখী হও | গীতালি হাসান | ফেরদৌস আহমেদ, শায়লা সাবি, সোহেল রানা | প্রণয় | [১৮] | |||
আই ডোন্ট কেয়ার | মোহাম্মদ হোসেন | বাপ্পি চৌধুরী, ইয়ামিন হক ববি | অ্যাকশন, প্রণয় | [১৯] [২০] | |||
হিরো: দ্য সুপারস্টার | বদিউল আলম খোকন | শাকিব খান, অপু বিশ্বাস, ইয়ামিন হক ববি, ববিতা, নূতন | মারপিট, প্রণয় | শাকিব খান প্রযোজিত প্রথম চলচ্চিত্র | [২১] [২২] | ||
আ গ স্ট |
১৫ | ভালোবাসার তাজমহল | আহসানউল্লাহ মণি | আকাশ, হেনা | প্রণয় | ||
২২ | কখনো ভুলে যেও না | মোস্তাফিজুর রহমান বাবু | মামনুন হাসান ইমন, পুষ্পিতা পপি | প্রণয় | |||
অদৃশ্য শত্রু | ঈউল রায়হান | ঈউল রায়হান, প্রিয়া আমান, সোহেল রানা | মারপিট, প্রণয় | ||||
২৯ | অল্প অল্প প্রেমের গল্প | সানিয়াত এস হোসেন | নিলয় আলমগীর, আনিকা কবির শখ, মিশা সওদাগর | মারপিট, প্রণয় | |||
আগে যদি জানতাম তুই হবি পর | মনতাজুর রহমান আকবর | অভি, আরিয়ান শাহ, পুষ্পিতা পপি | প্রণয়, মারপিট | ||||
সে প্টে ম্ব র |
৫ | লাভ স্টেশন | শাহাদাত হোসেন লিটন | বাপ্পি চৌধুরী, মিষ্টি জান্নাত, শাহনূর | প্রণয়, মারপিট | ||
তুই শুধু আমার | রাজু চৌধুরী | সায়মন সাদিক, মৌমিতা | মারপিট, প্রণয় | ||||
১২ | ভালবাসলে দোষ কি তাতে | খোকন রিজভী | নীর, আরাভ খান, জয় চৌধুরী | প্রণয় | |||
১৯ | ক্ষোভ | শাহদাত হোসেন লিটন | মারপিট, প্রণয় | ||||
সেদিন বৃষ্টি ছিল | শাহীন-সুমন | রত্না, সুমিত | ভৌতিক, প্রণয় | ||||
বৃহন্নলা | মুরাদ পারভেজ | ফেরদৌস আহমেদ, সোহানা সাবা | সামাজিক | ||||
অ ক্টো ব র |
৬ | আমরা করব জয় | আহসান সরয়ার | আহসান সাদাফ, কনিকা | ভৌতিক, শিশুতোষ | [২৩] [২৪] | |
কিস্তিমাত | আশিকুর রহমান | আরিফিন শুভ, আঁচল আঁখি, মিশা সওদাগর, টাইগার রবি | প্রণয়, মারপিট | [২৫] [২৬] | |||
কঠিন প্রতিশোধ | নজরুল ইসলাম খান | শাকিব খান, অপু বিশ্বাস, মিশা সওদাগর | প্রণয়, মারপিট | [২৭] | |||
হিটম্যান | ওয়াজেদ আলী সুমন | শাকিব খান, অপু বিশ্বাস, সুজাতা, মিশা সওদাগর | মারপিট, প্রণয় | [২৮] | |||
সেরা নায়ক | ওয়াকিল আহমেদ | শাকিব খান, অপু বিশ্বাস, আলীরাজ, মিশা সওদাগর | মারপিট, প্রণয় | ||||
টাইম মেশিন | সায়মন জাহান | রত্না, সৌরভ সিডাক, ইরিন, মধুমনি, ইয়ামিন | ফ্যান্টাসি, শিশুতোষ | ||||
২৪ | পিঁপড়াবিদ্যা | মোস্তফা সরয়ার ফারুকী | নূর ইমরান মিঠু, শীনা চৌহান, | কৌতুক, সামাজিক | [২৯] | ||
৩১ | জানে না এ মন | এমএ রহিম | মামনুন হাসান ইমন, জানভী | মারপিট, প্রণয় | [৩০] | ||
ন ভে ম্ব র |
৭ | মাই নেইম ইজ সিমি | মনতাজুর রহমান আকবর | সিমি আক্তার কলি, যায়েদ খান, মিশা সওদাগর | অ্যাকশন, রোমান্স | [৩১] [৩২] | |
হরিজন | মির্জা শাখাওয়াত হোসেন | রোকেয়া প্রাচী, জয়ন্ত চট্টোপাধ্যায়, মামুনুর রশীদ | সামাজিক | [৩৩] [৩৪] | |||
অনেক সাধের ময়না | জাকির হোসেন রাজু | মাহিয়া মাহি, বাপ্পি চৌধুরী, আনিসুর রহমান মিলন, ডিপজল | প্রণয়, মারপিট | ১৯৬৯ সালে মুক্তিপ্রাপ্ত ময়নামতি চলচ্চিত্রের পুনঃনির্মাণ | [৩৫] [৩৬] | ||
অনেক সাধনার পরে | আবুল কালাম আজাদ | নিঝুম রুবিনা, শান্ত, প্রবীর মিত্র | প্রণয়, মারপিট | [৩৭] | |||
স্বপ্ন যে তুই | মনিরুল ইসলাম সোহেল | মামনুন হাসান ইমন, আঁচল, কাজী হায়াৎ | প্রণয় | [৩৮] | |||
১৪ | সর্বনাশা ইয়াবা | কাজী হায়াৎ | কাজী মারুফ, প্রসূন আজাদ, কাজী হায়াৎ | মারপিট, প্রণয় | [৩৯] | ||
২৮ | চার অক্ষরের ভালোবাসা | জাকির খান | ফেরদৌস আহমেদ, পপি, নীরব | প্রণয় | [৪০] | ||
এক কাপ চা | নঈম ইমতিয়াজ নেয়ামুল | ফেরদৌস আহমেদ, মৌসুমী, ঋতুপর্ণা সেনগুপ্ত, আলমগীর, আঁখি আলমগীর, হুমায়ুন ফরীদি, রাজ্জাক | সামাজিক, প্রণয় | [৪১] [৪২] [৪৩] | |||
ডি সে ম্ব র |
৫ | প্রেম করব তোমার সাথে | রাকিবুল আলম | জায়েদ খান, জাকিয়া বারী মম, আনিসুর রহমান মিলন | প্রণয় | [৪৪] | |
১২ | মেঘমল্লার | জাহিদুর রহিম অঞ্জন | শহীদুজ্জামান সেলিম, অপর্ণা ঘোষ, জয়ন্ত চট্টোপাধ্যায় | যুদ্ধ, সামাজিক | আখতারুজ্জামান ইলিয়াস রচিত রেইনকোট ছোটগল্প অবলম্বনে নির্মিত চলচ্চিত্র (?) টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে |
[৪৫] [৪৬] | |
স্বপ্ন ছোঁয়া | শফিক হাসান | সায়মন সাদিক, ইয়ামিন হক ববি | মারপিট, প্রণয় | [৪৭] | |||
হৃদয়ে ৭১ | সাদেক সিদ্দিকী | মামনুন হাসান ইমন, রোমানা,খান, আন্না | সামজিক | [৪৮] [৪৯] | |||
১৯ | একাত্তরের ক্ষুদিরাম | মান্নান হীরা | মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু, মোমেনা চৌধুরী | সামাজিক, শিশুতোষ | [৫০] [৫১] | ||
জিরো থেকে টপ হিরো | শাহীন-সুমন | জেফ, ইশিতা, সুমিত | মারপিট, প্রণয় | [৫২] | |||
২৬ | ৭১ এর মা জননী | শাহ আলম কিরণ | খান আসিফুর রহমান আগুন, নিপুণ, চিত্রলেখা গুহ | যুদ্ধ, সামাজিক | বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভিত্তিক চলচ্চিত্র | ||
ক্ষণিকের ভালোবাসা | আবুল কাশেম মন্ডল | জয় চৌধুরী, শিরিন শিলা | প্রণয় | [৫৩] | |||
দেশা: দ্য লিডার | সৈকত নাসির | শিপন মিত্র, মাহিয়া মাহি, তারিক আনাম খান | থ্রিলার | ৪টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে | [৫৪] [৫৫] |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "অগ্নি"। বাংলা মুভি ডাটাবেজ। ৩১ জুলাই ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৬।
- ↑ "মুক্তি পেল ভালোবাসা এক্সপ্রেস"। জার্নালবিডি। ৩০ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৬।
- ↑ "৯ মে মুক্তি পেল ভালোবাসা এক্সপ্রেস"। বাংলা মুভি ডাটাবেজ। ২৯ মে ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৬।
- ↑ "Ankush, Subhasree starrer an Indo-Bangladesh project"। টাইমস অফ ইন্ডিয়া। ২০১৩-১২-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৬।
- ↑ "'আজ মুক্তি পেয়েছে 'কাছের শত্রু'"। দৈনিক কালের কণ্ঠ। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৬।
- ↑ "আগামীকাল মুক্তি পাচ্ছে 'কাছের শত্রু'"। দৈনিক আমাদের সময়। ৩০ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৬।
- ↑ "'দুটি মনের পাগলামী' ছবিতে নুপুর ও রোমিও"। দৈনিক মানবকণ্ঠ। ৩০ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৬।
- ↑ "Fand: The Trap (2014)"। ইন্টারনেট মুভি ডাটাবেজ। ১৯ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৬।
- ↑ "মুক্তি পেল 'তারকাঁটা' ও 'শবনম'"। বাংলা মুভি ডাটাবেজ। ৮ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৬।
- ↑ "'Tarkata' to be released nationwide on Friday"। দ্য ইন্ডিপেনডেন্ট। ১৮ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৬।
- ↑ "মুক্তি পেল 'তারকাঁটা'"। স্বদেশনিউজ। ৩০ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৬।
- ↑ "Nekabborer Mahaprayan set for release"। দ্য ডেইলি স্টার। ৬ মে ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৬।
- ↑ "Mahi, Bappi starrer 'Honeymoon' set for Eid release"। দ্য ইন্ডিপেনডেন্ট। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৬।
- ↑ "'Most Welcome 2' to be released on Eid-ul-Fitr"। দ্য ইন্ডিপেনডেন্ট। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৬।
- ↑ "মুক্তি"। বাংলা মুভি ডাটাবেজ। ২৪ জানুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৬।
- ↑ "ছাড়পত্র পেল 'হেডমাস্টার'"। দৈনিক আমাদের সময়। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৬।
- ↑ "ঈদে ইমপ্রেসের ৫ ছবি"। দ্য রিপোর্ট ২৪। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৬।
- ↑ "Ferdous, Sabi starrer 'Priya Tumi Shukhi Hou' set to make Eid release"। দ্য ইন্ডিপেনডেন্ট। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৬।
- ↑ "Seven films to be released this Eid"। নিউজটুডে। ২০১৪-১২-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৬।
- ↑ "Several films in the race for Eid release"। দ্য ইন্ডিপেনডেন্ট। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৬।
- ↑ "SK, Apu & Boby in Hero: The Superstar"। বাংলাদেশ প্রতিদিন। ১১ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৬।
- ↑ "SK Films debut as producer"। দ্য ইন্ডিপেনডেন্ট টিভি। ১১ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৬।
- ↑ "First horror movie for children 'Aamra Korbo Joy' to be released on Eid day"। পিআরনিউজ। ৬ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৬।
- ↑ "'Amra Korbo Joy' going strongly in Blockbuster Cinemas"। দ্য ইন্ডিপেনডেন্ট। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৬।
- ↑ "Kistimaat to hit cinemas this Eid"। ঢাকা ট্রিবিউন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৬।
- ↑ "Kistimaat releases on Eid"। নিউ এইজ। ঢাকা, বাংলাদেশ। ২৯ মে ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৬।
- ↑ "Shakib Khan likely to dominate Eid box office"। ঢাকা মিরর। ৮ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৪।
- ↑ "Shakib Khan's Hitman To Released on EID"। বাংলানিউজ। ৬ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৬।
- ↑ "Farooki on fibbing, fantasy and box office"। ফিল্মবিজ এশিয়া। ১১ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৬।
- ↑ "Practice makes a man perfect: Emon - Jane Na E Mon"। ঢাকা ট্রিবিউন। ৬ জুন ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৬।
- ↑ "মাই নেম ইজ সিমি"। বাংলা মুভি ডাটাবেজ। ৩১ জুলাই ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৬।
- ↑ "জটিলতা থাকলেও মুক্তি পাচ্ছে 'মাই নেম ইজ সিমি'"। রাইজিং বিডি। ২৫ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৬।
- ↑ "১০টি হলে মুক্তি পাচ্ছে 'হরিজন'"। ইউনিফাই২৪। ২২ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৬।
- ↑ "হরিজনদের জীবনকথা নিয়ে চলচ্চিত্র 'হরিজন' ছাড়পত্র পেল"। হিন্দুবার্তা। ১ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৬।
- ↑ "আজ থেকে 'অনেক সাধের ময়না'"। বাংলাদেশ প্রতিদিন। ২৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৬।
- ↑ "Mahi's "Onek Sadher Moyna" releases today"। দ্য ডেইলি স্টার। ২০ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৬।
- ↑ "অনেক সাধনার পরে' মুক্তি পেল"। সময়২৪। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "মুক্তি পেল 'স্বপ্ন যে তুই' ও 'অনেক সাধনার পরে'"। ইউরোবিডিনিউজ। ২২ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৬।
- ↑ "Lux Belle and actress Proshun Azad in "Shorbonasha Yaba""। ঢাকাওনাইর। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৬।
- ↑ "চার অক্ষরে ভালবাসা"। বাংলা মুভি ডাটাবেজ। ৬ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৬।
- ↑ "Release of "Ek Cup Cha" gets underway"। দ্য ডেইলি স্টার। ১১ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৬।
- ↑ "'Ek Cup Cha' hits screens on Nov 14"। দ্য ইন্ডিপেনডেন্ট। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৬।
- ↑ "২৮ নভেম্বর মুক্তি পেল ফরীদির শেষ ছবি 'এক কাপ চা'"। পরিবর্তন। ২ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৬।
- ↑ "Zayed to Momo: Prem korbo tomar sathe!"। প্রিয় নিউজ। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৬।
- ↑ "Meghmallar to hit cinemas today"। ঢাকা ট্রিবিউন। ১২ ডিসেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Screening the Spirit of '71"। ঢাকা ট্রিবিউন। ৩ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৬।
- ↑ "Saimon and Bobby working in 2 films - Dhaka Tribune"। ঢাকা ট্রিবিউন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৬।
- ↑ "Hridoye Ekattor premieres on Independence Day"। ডেইলি সান। ৩০ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৬।
- ↑ "Hridoye 71 - Blockbuster Cinema Theater"। ব্লকব্লাস্টার্ডবিডি। ৬ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৬।
- ↑ "'Ekattorer Khudiram' premieres Tuesday"। দ্য রিপোর্ট২৪। ৪ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৬।
- ↑ "Ekattorer Khudiram to be released this month"। ঢাকা ট্রিবিউন। ৬ জানুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৬।
- ↑ "জিরো থেকে টপ হিরো"। বাংলা মুভি ডাটাবেজ। ১৬ জুলাই ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৬।
- ↑ "শিলা'র 'ক্ষণিকের ভালবাসা'"। দৈনিক মানবজমিন। ১৮ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৬।
- ↑ "দেশা: দ্য লিডার"। বাংলা মুভি ডাটাবেজ। ১৪ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৬।
- ↑ "MAHI on a roll "Desha – The Leader" releases today"। দ্য ডেইলি স্টার। ৩০ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৬।