মুরাদ পারভেজ

বাংলাদেশী নাট্য ও চলচ্চিত্র নির্মাতা

মুরাদ পারভেজ একজন বাংলাদেশী নাট্য ও চলচ্চিত্র নির্মাতা।[] প্রথমে নাটক পরিচালনা দিয়ে কর্মজীবন শুরু করেন এবং পরবর্তীতে চলচ্চিত্র নির্মাণও করেন। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র চন্দ্রগ্রহণ। এই চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পরচালক বিভাগে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।[]

মুরাদ পারভেজ
জন্ম
মুরাদ পারভেজ

জাতীয়তাবাংলাদেশী
পেশাচলচ্চিত্র পরিচালক
কর্মজীবন২০০৮–বর্তমান
উল্লেখযোগ্য কর্ম
চন্দ্রগ্রহণ
বৃহন্নলা
দাম্পত্য সঙ্গীসোহানা সাবা (বি. ২০১৫) (বিবাহ বিচ্ছেদ)
পুরস্কারপূর্ণ তালিকা

কর্মজীবন

সম্পাদনা

মুরাদ পারভেজ ২০০৮ সালে চন্দ্রগ্রহণ চলচ্চিত্র পরিচালনার মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে প্রবেশ করেন। সৈয়দ মুস্তাফা সিরাজ রচিত রানিঘাটের বৃত্তান্ত গল্প অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রে অভিনয় করেন রিয়াজ, সোহানা সাবা, চম্পাসহ আরও অনেকে।[] এই চলচ্চিত্র পরিচালনার জন্য মুরাদ পারভেজ শ্রেষ্ঠ পরিচালক বিভাগে ২০০৯ সালে প্রদত্ত মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন।[] চলচ্চিত্রটি এই বছর লন্ডনের রেইনবো চলচ্চিত্র উৎসব-এ প্রদর্শিত হয় এবং শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার অর্জন করে।[] একই বছর চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ সাতটি বিভাগে বাচসাস পুরস্কার অর্জন করে। মুরাদ পারভেজ শ্রেষ্ঠ চিত্রনাট্যকার বিভাগে পুরস্কৃত হন।[] এছাড়া ২০১০ সালে প্রদত্ত জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ সাতটি বিভাগে পুরস্কৃত হয়। মুরাদ পারভেজ শ্রেষ্ঠ পরিচালক, চিত্রনাট্যকার ও সংলাপ রচয়িতা বিভাগে তিনটি পুরস্কার অর্জন করে।[]

ছয় বছর পর ২০১৪ সালে তার দ্বিতীয় চলচ্চিত্র বৃহন্নলা মুক্তি পায়। বাংলাদেশ সরকার কর্তৃক অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রটিতে অভিনয় করেন ফেরদৌস আহমেদ, সোহানা সাবা, ইন্তেখাব দিনার। চলচ্চিত্রটি ২০১৫ সালে জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এ প্রদর্শিত হয় এবং সেখানে তিনি জুরি বোর্ডের সদস্যও ছিলেন।[] এ উৎসবে বৃহন্নলা চলচ্চিত্রের জন্য মুরাদ পারভেজ শ্রেষ্ঠ চিত্রনাট্যকার বিভাগে ও সোহানা সাবা শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জুরি পুরস্কার অর্জন করেন।[] এছাড়া একই বছর এই চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে ও একটি বিশেষ শাখায় মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করে এবং আরও চারটি বিভাগে মনোনয়ন লাভ করে। ২০১৬ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্র ও পরিচালক বিভাগে মনোনীত হয়।[১০][১১] কিন্তু ভারতীয় বাঙালি লেখক সৈয়দ মুস্তাফা সিরাজ রচিত গাছটি বলেছিল কবিতা অবলম্বনে নির্মিত হলেও তার নাম না উল্লেখ করায় গল্প ছুরির অপরাধে তার মনোনয়ন প্রত্যাখান করা হয়।[১২][১৩] এছাড়া সরকার হতে প্রাপ্ত অনুদানের টাকা সুদে আসলে ফেরত নেওয়া হয়।[১৪] ২০১৬ সালে তিনি নীল ঘূর্ণি চলচ্চিত্রের কাজ শুরু করেন এবং আবার সরকারী অনুদানের জন্য মনোনীত হন।[১৫]

ব্যক্তিগত জীবন

সম্পাদনা

মুরাদ পারভেজ মাত্র তিন মাসের সম্পর্কে বিয়ে করেন মডেল ও অভিনেত্রী সোহানা সাবাকে[১৬] ব্যক্তিগত কারণ ও দুজনের মতের মিল না থাকায় ২০১৫ সালে তাদের বিচ্ছেদ হয়। স্বরবর্ণ নামে তাদের ঘরে এক পুত্রসন্তান আছে। [১৭]

চলচ্চিত্রের তালিকা

সম্পাদনা
বছর চলচ্চিত্র ভূমিকা টীকা
পরিচালক প্রযোজক চিত্রনাট্যকার
২০০৮ চন্দ্রগ্রহণ  Y  N  Y বিজয়ী: জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ পরিচালক, চিত্রনাট্যকার ও সংলাপ রচয়িতা
বিজয়ী: মেরিল-প্রথম আলো পুরস্কার শ্রেষ্ঠ পরিচালক
বিজয়ী: বাচসাস পুরস্কার শ্রেষ্ঠ চিত্রনাট্যকার
২০১৪ বৃহন্নলা  Y  Y  Y বিজয়ী: জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শ্রেষ্ঠ চিত্রনাট্যকার
বিজয়ী: মেরিল-প্রথম আলো পুরস্কার শ্রেষ্ঠ চলচ্চিত্র
মনোনীত: মেরিল-প্রথম আলো পুরস্কার শ্রেষ্ঠ পরিচালক
২০১৭ নীল ঘূর্ণি  Y  N  Y নির্মাণাধীন

পুরস্কার ও মনোনয়ন

সম্পাদনা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার

বছর বিভাগ চলচ্চিত্র ফলাফল
২০১০ শ্রেষ্ঠ পরিচালক চন্দ্রগ্রহণ (২০০৮) বিজয়ী
শ্রেষ্ঠ চিত্রনাট্যকার বিজয়ী
শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা বিজয়ী

মেরিল-প্রথম আলো পুরস্কার

বছর বিভাগ চলচ্চিত্র ফলাফল
২০০৯ শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক চন্দ্রগ্রহণ (২০০৮) বিজয়ী
২০১৫ শ্রেষ্ঠ চলচ্চিত্র (প্রযোজক) বৃহন্নলা (২০১৪) বিজয়ী
শ্রেষ্ঠ পরিচালক মনোনীত

বাচসাস পুরস্কার

বছর বিভাগ চলচ্চিত্র ফলাফল
২০০৯ শ্রেষ্ঠ চিত্রনাট্যকার চন্দ্রগ্রহণ (২০০৮) বিজয়ী

রেইনবো চলচ্চিত্র উৎসব

জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

  • ২০১৫ - বিজয়ী: শ্রেষ্ঠ চিত্রনাট্যকার - বৃহন্নলা (২০১৪)

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Sohana Saba and Murad Parvez on Priyojon"দ্য ডেইলি স্টার। ঢাকা, বাংলাদেশ। মে ২৮, ২০০৯। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০১৬ 
  2. "ভালো লাগা সীমাহীন : মুরাদ পারভেজ"দ্য রিপোর্ট। ফেব্রুয়ারি ২৫, ২০১৬। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০১৬ 
  3. এরশাদ কমল (ডিসেম্বর ২৬, ২০০৮)। ""Chandragrohon" - aesthetically rich presentation of an unconventional plot"দ্য ডেইলি স্টার। ঢাকা, বাংলাদেশ। ৪ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০১৬ 
  4. "Meril-Prothom Alo Award ceremony held"দ্য ডেইলি স্টার। ঢাকা, বাংলাদেশ। এপ্রিল ১১, ২০০৯। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০১৬ 
  5. ""Chandragrahan" receives top award at Rainbow Film Festival"দ্য ডেইলি স্টার। ঢাকা, বাংলাদেশ। জুলাই ১৫, ২০০৯। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০১৬ 
  6. "জমজমাট বাচসাস সন্ধ্যা - শ্রেষ্ঠ ছবি চন্দ্রগ্রহণ - শ্রেষ্ঠ অভিনেতা শাকিব - মৌসুমী ও পপি"। দৈনিক সমকাল। ১৪ নভেম্বর ২০০৯। 
  7. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০০৮ ঘোষণা - শ্রেষ্ঠ চলচ্চিত্র 'চন্দ্রগ্রহণ', অভিনেতা রিয়াজ, অভিনেত্রী পপি"দৈনিক প্রথম আলো। ঢাকা, বাংলাদেশ। ফেব্রুয়ারি ১২, ২০১০। ৪ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০১৬ 
  8. "এবার জুরি বোর্ডে মুরাদ পারভেজ"দৈনিক প্রথম আলো। ঢাকা, বাংলাদেশ। জানুয়ারি ১৭, ২০১৫। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০১৬ 
  9. "Bangladesh wins big at Jaipur Film Festival"দৈনিক প্রথম আলো। ঢাকা, বাংলাদেশ। ফেব্রুয়ারি ৯, ২০১৫। ৩ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০১৬ 
  10. "Meril Prothom Alo Awards Gala Night"দৈনিক প্রথম আলো। ঢাকা, বাংলাদেশ। মে ৯, ২০১৫। ১০ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০১৬ 
  11. "মেরিল–প্রথম আলো তারকা জরিপ পুরস্কার ২০১৪"দৈনিক প্রথম আলো। ঢাকা, বাংলাদেশ। এপ্রিল ৩০, ২০১৫। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০১৬ 
  12. প্রিয়াংকা দাশগুপ্তা (৪ সেপ্টেম্বর ২০১৫)। "Bangla director lifted father's story: Mustafa Siraj's son"দ্য টাইমস অফ ইন্ডিয়া। কলকাতা, ভারত। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০১৬ 
  13. "গল্প 'চুরি' বিতর্কে মুরাদ পারভেজ!"বাংলা ট্রিবিউন। ঢাকা, বাংলাদেশ। ফেব্রুয়ারি ২৬, ২০১৬। ৩ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০১৬ 
  14. সাইয়েদা আকতার (১৭ এপ্রিল ২০১৬)। "বৃহন্নলা নির্মাতার বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছে সরকার"বিবিসি বাংলা। ঢাকা, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০১৬ 
  15. "আবারও অনুদানের তালিকায় মুরাদ পারভেজ!"বাংলা ট্রিবিউন। ঢাকা, বাংলাদেশ। এপ্রিল ১৭, ২০১৬। ২৪ জুলাই ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০১৬ 
  16. "মুরাদ আমার প্রিয় জীবনসঙ্গী না হলেও প্রিয় নির্মাতা এখনও : সোহানা সাবা"দৈনিক ইত্তেফাক। ঢাকা, বাংলাদেশ। ১৯ মার্চ ২০১৬। ৬ মে ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০১৬ 
  17. মারুফ কিবরিয়া (২৭ মার্চ ২০১৬)। "শোবিজে ডিভোর্সের হিড়িক নেপথ্যে..."দৈনিক মানবজমিন। ঢাকা, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০১৬ 

বহিঃসংযোগ

সম্পাদনা