সোহানা সাবা
সোহানা সাবা (১০ অক্টোবর ১৯৮৬) বাংলাদেশের একজন অভিনেত্রী এবং মডেল। তিনি ছোট এবং বড় পর্দায় অভিনয় করে থাকেন।
সোহানা সাবা | |
---|---|
![]() | |
জন্ম | শারমিন সোহানা সাবা অক্টোবর ১৮, ১৯৮৬ |
জাতীয়তা | বাংলাদেশি |
নাগরিকত্ব | বাংলাদেশ |
শিক্ষা | স্নাতক |
মাতৃশিক্ষায়তন | শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি |
পেশা |
|
কর্মজীবন | ২০০৬–বর্তমান |
উল্লেখযোগ্য কর্ম | |
উচ্চতা | ৫'৫ |
পিতা-মাতা | শওকত হোসেন (পিতা) রাখশান ইসলাম (মাতা) |
শৈশব
সম্পাদনাসোহানা সাবা তার শিক্ষাজীবন শুরু করেন আজিমপুর লেডিস ক্লাব কিন্ডার গার্ডেন এ। তিনি ২০০২ সালে ঢাকা ল্যাবরেটরি স্কুল থেকে মাধমিক পাশ করেন। ২০০৪ সালে ঢাকা মহিলা কলেজ থেকে তার উচ্চ মাধ্যমিক শেষ করেন। শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি থেকে ফ্যাশন বিভাগে তার স্নাতক শেষ করেন। সোহানা সাবা তার বাবা মায়ের হাত ধরে মিডিয়া জগতে আসেন।[১] সোহানা সাবা বাবুল একাডেমি থেকে নাচ এবং ছায়ানট থেকে অভিনয়ে প্রশিক্ষণ নেন।[২]
সমালোচনা
সম্পাদনা২০২৪ সালে সংঘটিত কোটা সংস্কার আন্দোলনে ছাত্র-জনতার উপর স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের দমন-পীড়ন চলাকালে সরকারের পক্ষে অবস্থান নিয়েছিলেন সোহানা সাবা। আন্দোলন চলাকালীন সময়ে সোহানা সাবা সহ স্বৈরাচার আওয়ামী পন্থী শিল্পীদের একাংশ অরুণা বিশ্বাস, চিত্রনায়ক ফেরদৌসের নেতৃত্বে হোয়াটসঅ্যাপে 'আলো আসবেই' নামের একটি গ্রুপে আন্দোলনের বিরুদ্ধে সক্রিয় ছিলেন।[৩][৪] অসহযোগ আন্দোলন পরবর্তী সময়ে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ঐ হোয়াটসঅ্যাপ গ্রুপ সংশ্লিষ্ট কিছু স্ক্রিনশট ছড়িয়ে পড়ে।[৫][৬] যেখানে সোহানা সোবাসহ আরো অনেকের অবস্থান ছিলো ছাত্রদের আন্দোলনের বিপক্ষে।[৩]
ক্যারিয়ার
সম্পাদনাসোহানা সাবা তার ক্যারিয়ার শুরু করেন নাচের মাধ্যমে। বর্তমানে তিনি একজন অভিনয় শিল্পী হিসাবে সবার কাছে পরিচিত।[৭]
ব্যক্তিগত জীবন
সম্পাদনাসোহানা সাবা পরিচালক মুরাদ পারভেজকে বিয়ে করেন। ২০১৪ সালের ১৮ অক্টোবর মাসে তাদের এক ছেলে জন্মগ্রহণ করে। ২০১৫ সালের সেপ্টেম্বর মাস থেকে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়। [৮][৯][১০]
চলচ্চিত্র তালিকা
সম্পাদনাবছর | চলচ্চিত্র | চরিত্র | পরিচালক | টীকা |
---|---|---|---|---|
২০০৬ | আয়না | কবরী | ||
২০০৬ | খেলাঘর | মোরশেদুল ইসলাম | ||
২০০৮ | চন্দ্রগ্রহণ | ফালানি | মুরাদ পারভেজ | |
২০০৯ | প্রিয়তমেষু | মোরশেদুল ইসলাম | ||
২০১৪ | বৃহন্নলা | দুর্গা | মুরাদ পারভেজ | |
২০১৬ | ষড়রিপু | অয়ন চক্রবর্তী | ||
২০১৯ | আব্বাস | চুটকি | সাইফ চন্দন |
- বলি (ওয়েব ধারাবাহিক) (২০২১)
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "আবেদনময়ী-সোহানা-সাবা"।
- ↑ "ফটোশুটে সোহানা সাবা"। ৩০ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০১৬।
- ↑ ক খ "আন্দোলন নিয়ে আওয়ামীপন্থী শিল্পীদের কথোপকথন ভাইরাল"। প্রথম আলো। ৩ সেপ্টেম্বর ২০২৪। ৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "আন্দোলনে ছাত্রদের ওপর গরম পানি ঢালতে বলেন অরুণা বিশ্বাস!"। ভোরের কাগজ। ৩ সেপ্টেম্বর ২০২৪। ৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "ছাত্রদের ওপর গরম পানি ঢালতে বলেন অরুণা বিশ্বাস!"। বাংলা নিউজ ২৪। ৩ সেপ্টেম্বর ২০২৪। ৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "ছাত্রদের ওপর 'গরম পানি' ঢেলে দিতে বলেন কয়েকজন শিল্পী"। দৈনিক ইত্তেফাক। ৩ সেপ্টেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "বদলে যাওয়া সোহানা সাবা"। ২৯ মে ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০১৬।
- ↑ "মুরাদ আমার প্রিয় বন্ধু, তবে একসাথে আর নয় : সোহানা সাবা"।
- ↑ "মুরাদ আমার প্রিয় জীবনসঙ্গী না হলেও প্রিয় নির্মাতা এখনও : সোহানা সাবা"। ৬ মে ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০১৬।
- ↑ "মা হলেন সোহানা সাবা"। ৪ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে সোহানা সাবা (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে সোহানা সাবা
- ইন্সটাগ্রামে সোহানা সাবা