শাহরিয়াজ
শাহরিয়াজ হলেন একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা ও মডেল।
শাহরিয়াজ | |
---|---|
জাতীয়তা | বাংলাদেশি |
পেশা | অভিনেতা, মডেল |
জীবনী
সম্পাদনাশাহরিয়াজের শিক্ষা জীবনের শুরু খুলনায়। সেখানে কলেজ জীবন শেষ করার পর তিনি যুক্তরাজ্য গমন করেন এবং অক্সফোর্ড থেকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ডিগ্রি লাভ করে দেশে ফিরে আসেন।[১]
দেশে ফিরে আসার পর ২০১১ সালে মেঘের খেয়া নামের এক টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছেন।[১] এছাড়াও, তিনি র্যাম্প মডেল হিসেবে কাজ করেছেন এবং আমাদের সংসার, বেদের মেয়ে জোসনা, রিএ্যাকশন এবং লাইফ জ্যাম এর মত টিভি নাটকে কাজ করেছেন।[২]
২০১৪ সালে কি দারুণ দেখতে চলচ্চিত্রটি মুক্তি পাবার মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক ঘটে।[৩] ২০১৫ সালে তার অভিনীত পুত্র এখন পয়সাওয়ালা, মার্ডার ২, পাগলা দিওয়ানা এবং নগর মাস্তান নামের চারটি চলচ্চিত্র মুক্তি পায়।[২][৪][৫][৬] ২০১৬ সালে মুক্তি পায় তার অভিনীত গুণ্ডামি, আড়াল ও শুটার নামের তিনটি চলচ্চিত্র।[৭][৮][৯] ২০১৭ সালে তার অভিনীত মেয়েটি এখন কোথায় যাবে, ক্রাইম রোড এবং চল পালাই নামের দুইটি চলচ্চিত্র মুক্তি পায়।[৩][১০][১১] এছাড়া সে বছরে ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত রাজনীতি চলচ্চিত্রে তিনি অতিথি চরিত্রে অভিনয় করেন।[১২] ২০১৮ সালে মুক্তি পায় তার অভিনীত চলচ্চিত্র ফিফটি ফিফটি লাভ।[১৩] ২০১৯ সালে তার অভিনীত বউ বাজার এবং প্রতিশোধের আগুন নামের দুইটি চলচ্চিত্র মুক্তি পায়।[১৪][১৫]
চলচ্চিত্র তালিকা
সম্পাদনাবছর | চলচ্চিত্র |
---|---|
২০১৪ | কি দারুণ দেখতে |
২০১৫ | পুত্র এখন পয়সাওয়ালা |
২০১৫ | মার্ডার ২ |
২০১৫ | পাগলা দিওয়ানা |
২০১৫ | নগর মাস্তান |
২০১৬ | গুণ্ডামি |
২০১৬ | আড়াল |
২০১৬ | শুটার |
২০১৭ | মেয়েটি এখন কোথায় যাবে |
২০১৭ | ক্রাইম রোড |
২০১৭ | রাজনীতি |
২০১৭ | চল পালাই |
২০১৮ | ফিফটি ফিফটি লাভ |
২০১৯ | বউ বাজার |
২০১৯ | প্রতিশোধের আগুন |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "সালমান শাহ-রিয়াজ নন, শাহ রিয়াজ"। বাংলানিউজ২৪.কম। ১৩ আগস্ট ২০১৪। ১৯ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৯।
- ↑ ক খ "প্রথমবারের মতো চলচ্চিত্রে শাহরিয়াজ"। জনকণ্ঠ। ১৯ জুন ২০১৫। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ "শাহরিয়াজের চল পালাই"। যুগান্তর। ১৬ নভেম্বর ২০১৭। ১৯ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৯।
- ↑ "এই সময়ে চিত্রনায়িকা বিন্দিয়া কবির"। জনকণ্ঠ। ১১ আগস্ট ২০১৮। ১৯ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৯।
- ↑ "তিন নায়িকার লড়াই"। বিডিনিউজ২৪.কম। ১৯ মার্চ ২০১৫। ১৯ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৯।
- ↑ "৯৪ হলে জায়েদ-পরী-শাহরিয়াজের মাস্তানী"। রাইজিংবিডি.কম। ২২ অক্টোবর ২০১৫। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৯।
- ↑ "বুলেট বাবু' এবং 'গুণ্ডামি' মুক্তি পাচ্ছে আজ"। ভোরের কাগজ। ১১ মার্চ ২০১৬। ১৯ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৯।
- ↑ "'আড়ালে' শাহরিয়াজ-আঁচল"। এনটিভি। ৮ আগস্ট ২০১৬। ১৯ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৯।
- ↑ "শাকিব খান-বুবলির 'শুটার' আনকাট ছাড়পত্র পেল"। কালের কণ্ঠ। ১ সেপ্টেম্বর ২০১৬। ১৯ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৯।
- ↑ "প্রেক্ষাগৃহে 'মেয়েটি এখন কোথায় যাবে'"। বিডিনিউজ২৪.কম। ১০ মার্চ ২০১৭। ১৯ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৯।
- ↑ "২৪ মার্চ 'ক্রাইম রোড'"। প্রথম আলো। ১২ মার্চ ২০১৭। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "আজ 'রাজনীতি'তে যোগ দিলেন নায়ক শাহরিয়াজ"। রাইজিংবিডি.কম। ৫ জানুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৯।
- ↑ "মুক্তি পাচ্ছে শাহরিয়াজ-অরিনের 'ফিফটি ফিফটি লাভ'"। জনকণ্ঠ। ১১ সেপ্টেম্বর ২০১৮। ১৯ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৯।
- ↑ "২৫ সিনেমা হলে 'বউ বাজার'"। এনটিভি। ১৫ মার্চ ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "মুক্তি পেল প্রতিশোধের আগুন"। কালের কণ্ঠ। ৫ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৯।