সোহেল রানা (দ্ব্যর্থতা নিরসন)
উইকিমিডিয়া দ্ব্যর্থতা নিরসন পাতা
(সোহেল রানা থেকে পুনর্নির্দেশিত)
সোহেল রানা বলতে যাদেরকে বোঝানো হতে পারে-
- সোহেল রানা (অভিনেতা) - ১৯৪৭ সালে জন্মগ্রহকারী একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক ও পরিচালক, যার জন্মসূত্রে পাওয়া নাম ’মাসুদ পারভেজ’।
- সোহেল রানা (ফুটবলার) - ১৯৯৫ সালে জন্মগ্রহণকারী একজন বাংলাদেশী ফুটবলার।
- সোহেল রানা (ক্রিকেটার) - (জন্ম ১৮ জুন ১৯৯৬) একজন বাংলাদেশী ক্রিকেটার।
- সোহেল রানা (ব্যবসায়ী) - রানা প্লাজার মালিক।
- সোহেল রানা (ছাত্র)- RSR Fashion owner
এই দ্ব্যর্থতা নিরসন পাতাটিতে একই নামে থাকা ব্যক্তিদের নিবন্ধের তালিকা রয়েছে। যদি একটি অভ্যন্তরীণ লিঙ্ক আপনাকে এখানে নিয়ে আসে, আপনি চাইলে সেই লিঙ্কটি পরিবর্তন করে উদ্দীষ্ট নিবন্ধে সরাসরি নির্দেশ দিতে পারেন। |