নজরুল ইসলাম খান
নজরুল ইসলাম খান একজন বাংলাদেশি রাজনীতিবিদ। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে রয়েছেন।[১] ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান।[১][২]
নজরুল ইসলাম খান | |
---|---|
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১৯৪৮ বাংলাদেশ |
রাজনৈতিক দল | বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) |
পেশা | রাজনীতিবিদ |
প্রারম্ভিক জীবন
সম্পাদনানজরুল ইসলাম খান জামালপুর জেলার ইসলামপুর থানাধীন কুলকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন।
রাজনৈতিক জীবন
সম্পাদনানজরুল ইসলাম খান ১৯৭০-এর দশকে শ্রমিক আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন। ১৯৭০ সালে তিনি তৎকালীন পাকিস্তান মেশিন টুলস কারখানার (বর্তমান বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরী) শ্রমিক ইউনিয়নের সভাপতি ছিলেন।[৩] বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রাক্কালে ১৯৭১ সালের মার্চে গাজীপুরের জয়দেবপুরে সর্বদলীয় মুক্তিসংগ্রাম পরিষদ গঠিত হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক আহ্বায়ক ও তিনি কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।[৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান"। দৈনিক যুগান্তর। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০১৮।
- ↑ "বিএনপির নির্বাচন কমিটির প্রধান নজরুল"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০১৮।
- ↑ ক খ "সংগ্রামের শুরু"। বণিক বার্তা। ৯ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- উইকিমিডিয়া কমন্সে নজরুল ইসলাম খান সম্পর্কিত মিডিয়া দেখুন।