সেলিনা সুলতানা যিনি বহুলভাবে রিনা খান নামে পরিচিত একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী। তিনি খলচরিত্রে অভিনয়ের জন্য পরিচিত।[][][] তিনি প্রায় ছয়শত চলচ্চিত্রে অভিনয় করেছেন।[][][] তিনি সাতশো এর বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন।[]

রিনা খান
জাতীয়তাবাংলাদেশি
পেশাঅভিনেত্রী

রিনা খানের আসল নাম সেলিমা সুলতানা।[] ১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত সোহাগ মিলন চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্রাঙ্গনে অভিষেক ঘটে।[] তিনি মূলত খলচরিত্রে অভিনয় করলেও তাকে পজেটিভ চরিত্রেও দেখা গিয়েছে।[]

রিনা খান আলতাফ হোসেন কাজলের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।[] তাদের দুই ছেলে আছে।[]

চলচ্চিত্রের তালিকা ও চরিত্র

সম্পাদনা
  1. সোহাগ মিলন[]
  2. সবুজ সাথী[]
  3. প্রেম যমুনা[]
  4. মেঘ বিজলি বাদল[]
  5. মহানায়ক[] (১৯৮৪) - রেহেনা
  6. শ্বশুরবাড়ি জিন্দাবাদ[] (২০০১) - দিলরুবা চৌধুরী
  7. আমার প্রাণের স্বামী (২০০৭) - ছনিয়ার মামী
  8. পড়েনা চোখের পলক[]
  9. ১৬ আনা প্রেম[] (২০১৭)
  10. সত্তা (২০১৭)
  11. দাগ হৃদয়ে[] (২০১৯)
  12. হৃদয় জুড়ে (২০২০)

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "শাবানা আপা কখনও দেরি করে শুটিংয়ে আসেননি : রিনা খান"জাগোনিউজ২৪.কম। ২৫ মার্চ ২০১৭। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৯ 
  2. "তারকাদের খেতাব"মানবজমিন। ৫ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৯ 
  3. "আমার ফেসটাই তো একটা আইডি কার্ড : রিনা খান"কালের কণ্ঠ। ২৫ অক্টোবর ২০১৯। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৯ 
  4. "ঢালিউডের খলনায়িকারা"বাংলাদেশ প্রতিদিন। ২৬ নভেম্বর ২০১৪। ১৫ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৯ 
  5. "সাড়ে ৫০০ ছবিতে খল চরিত্রে অভিনয় করেছি : রিনা খান"কালের কণ্ঠ। ৬ জুন ২০১৬। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৯ 
  6. "আগের ছন্দে ফিরতে চান রিনা খান"মানবজমিন। ২৭ আগস্ট ২০১৮। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৯ 
  7. "সাতশ' সিনেমায় অভিনয় করেও যে অপূর্ণতা রিনা খানের"channel24bd.tv। ২০ নভেম্বর ২০২২। সংগ্রহের তারিখ মার্চ ১৬, ২০২৩ 
  8. "চোখের সামনে অনেককেই ঝরে পড়তে দেখেছি: রিনা খান"চ্যানেল আই। ২৫ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৯ 

বহিঃসংযোগ

সম্পাদনা