নিলয় আলমগীর

বাংলাদেশী মডেল ও অভিনেতা

আলমগীর হোসেন নিলয় (জন্ম: ২০ আগস্ট ১৯৮৪) একজন বাংলাদেশী মডেল ও অভিনেতা।[][] তিনি ২০০৯ সালে বিএফডিসি, মার্কেট একসেস গ্রুপ ও এনটিভি আয়োজিত ফেয়ার অ্যান্ড লাভলী সুপার হিরো সুপার হিরোইন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন।[]

নিলয় আলমগীর
জন্ম (1984-08-20) ২০ আগস্ট ১৯৮৪ (বয়স ৪০)
জাতীয়তাবাংলাদেশী
নাগরিকত্ববাংলাদেশ
পেশা
কর্মজীবন২০১০-বর্তমান
উচ্চতা৫ ফুট ১০ ইঞ্চি
দাম্পত্য সঙ্গীআনিকা কবির শখ (বি. ২০১৬–২০১৭)
তাসনুভা তাবাসসুম হৃদি (বি. ২০২১)
পিতা-মাতা
  • আওলাদ হোসেন (পিতা)
  • আসমা হোসেন (মাতা)
পরিবারসুলতানা ইয়াসমিন (বোন), জয় জাহাঙ্গীর (ভাই)
পুরস্কারআরটিভি স্টার অ্যাওয়ার্ড

জন্ম ও প্রাথমিক জীবন

সম্পাদনা

নিলয় ২০ আগস্ট ১৯৮৪ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পিতা আওলাদ হোসেন ও মাতা আসুরা হোসেন। নিলয় ৭ জানুয়ারি ২০১৬ সালে মডেল এবং অভিনেত্রী আনিকা কবির শখকে বিয়ে করেন, কিন্তু ১৭ জুলাই ২০১৭ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। ৭ জুলাই ২০২১ সালে তিনি তাসনুভা তাবাসসুম হৃদিকে বিয়ে করেন।[]

কর্মজীবন

সম্পাদনা

নিলয় আলমগীর ২০০৯ সালে ফেয়ার এন্ড লাভলী সুপার হিরো সুপার হিরোইন প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর চলচ্চিত্র ও টিভি মিডিয়াতে তার যাত্রা শুরু করেন।[] মাসুদ কায়নাত পরিচালিত "বেইলী রোড" চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। তার সর্বশেষ সিনেমা অল্প অল্প প্রেমের গল্প ২৯ আগস্ট ২০১৪-তে মুক্তি পায়।[][][] তিনি চলচ্চিত্র ও নাটক ছাড়াও কেয়া হোয়াইট প্লাস ডিটারজেন্ট পাউডার, বাংলালিংক দেশ, আইস কুল সাবান, সিঙ্গার ইত্যাদি টিভি বিজ্ঞাপনে অংশগ্রহণ করেছেন। বর্তমানে নিলয় আলমগীর ব্যস্ত সময় পার করছেন টিভি ও ইউটিউব নাটকে।

  • ভালোবাসার কাহিনী (২০১৩)
  • মেয়েটি কথা বলিবে প্রেম করিবে না (২০১৩)
  • রোদ আসবে বলে (২০১৪)
  • এভাবে চলে যেওনা (২০১৫)
  • খড়কুটা (২০১৬)
  • সোনার পাখি রূপার পাখি (২০১৬)
  • পেন্সিরে আঁকা ভালোবাসা (২০১৬)
  • ছেড়াদ্বীপ (২০১৬)
  • কোকিলা (২০১৬)
  • জোসনাময়ী (২০১৬)
  • তখন এই সময়ে (২০১৭)
  • বিপরীতে হিত (২০১৭)
  • এই বৈশাখে (২০১৭)
  • দ্যা ট্রেন (২০১৭)
  • লাল পিপড়া কালো পিপড়া (২০১৭)
  • নাীলিমার আকাশে মেঘ (২০১৭)
  • তোমার হৃদয় পাগল (২০১৭)
  • ভালোবাসার সমীকরণ (২০১৭)
  • জামাই বউ ৬৯ (২০১৭)
  • রূপালি আলোর খোঁজে (২০১৭)
  • মন খেলা (২০১৭)
  • অন্য কোথাও (২০১৭)
  • চেয়ারম্যানের পোলা (২০১৭)
  • বিন্দু না রেখা (২০১৭)
  • ঢাকায় টাকা উড়ে (২০১৭)
  • পেন ফ্রেন্ড (২০১৭)
  • সম্রাট শাহ্জাহান (২০১৭)
  • নয়ন তারা (২০১৭)
  • নো রিস্ক নো গেইন (২০১৭)
  • আবহমান (২০১৭)
  • সেদিন বিকেল ছিলো (২০১৭)
  • খোলস বন্দী (২০১৭)
  • অমবস্যার জোসনা (২০১৭)
  • লিকুইড লাভ (২০১৭)
  • মুকুল মাষ্টার (২০১৭)
  • ময়না টিয়া (২০১৭)
  • ভাজা মাছ উল্টে খাও (২০১৮)
  • মায়াজাল (২০১৮)
  • লাইফ পার্টনার (২০১৮)
  • ফেইসবুক বিবাহ (২০১৮)
  • যুবরাজ (২০১৮)
  • রাত্রি দ্বিপ্রহর (২০১৮)
  • প্রজাপতি রং ফাগুনে (২০১৮)
  • মনে মনে (২০১৮)
  • ছাড়বোনা তোমাকে (২০১৮)
  • প্রতিঘাত (২০১৮)
  • একলা পাখি (২০১৮)
  • রান (২০১৮)
  • পাগলামীর একটা লিমিট আছে (২০১৮)
  • ম্যাচিং ব্রাদার্স-২ (২০১৮)
  • নিছক প্রেম (২০১৮)
  • সানাই (২০১৮)
  • গলির মাস্টার মিয়া ভাই (২০১৮)
  • একলা আকাশ (২০১৮)
  • চায়না রেড কিলার (২০১৮)
  • জোরা সাঁকো (২০১৮)
  • সোনালী বিকেল (২০১৮)
  • যাবজ্জীবন (২০১৮)
  • ইনার এসেন্স (২০১৮)
  • পারুলের গল্প (২০১৮)
  • কলোনি কাপ (২০১৮)
  • একটি মিষ্টি প্রেমের গল্প (২০১৮)
  • লাইফ ইজ বিউটিফুল (২০১৮)
  • দক্ষিণ সমুদ্র তীরে (২০১৮)
  • বিহাইন্ড দ্যা লাভ (২০১৮)
  • তুমুল অফার (২০১৮)
  • আমি তুমি এবং সেই রাত (২০১৮)
  • অগ্রহায়ণ (২০১৮)
  • শিক্ষিত বউ (২০১৮)
  • কানামাছি (২০১৮)
  • রূপান্তর (২০১৮)
  • চিরকুমার মনে মনে (২০১৮)
  • প্রিয় দিন প্রিয় রাত (২০১৮)
  • আজব প্রেমের হাটবাজার (২০১৮)
  • প্রথম প্রেম (২০১৮)
  • পূর্ণ হৃদয় (২০১৯)
  • কালো মানিক (২০১৯)
  • আমার হাতটা একটু ধরো (২০১৯)
  • আবার যদি দেখা হয় (২০১৯)
  • বিটুইন দ্যা গ্যাপ (২০১৯)
  • আহারে জীবন (২০১৯)
  • অন্তর তম হে (২০১৯)
  • অতঃপর শিক্ষিত বউ (২০১৯)
  • অপকর্ম-সময়ের গল্প (২০১৯)
  • উপলব্ধি (২০১৯)
  • এক জোড়া কালো জুতা (২০১৯)
  • লাটিম (২০১৯)
  • আপন শহর (২০১৯)
  • হানিমুন হবে কক্সবাজারে (২০১৯)
  • টু বি ওর নট বি (২০১৯)
  • পালঙ্ক (২০১৯)
  • সাবলেট (২০১৯)
  • সে এবং তুমি ও আমি (২০১৯)
  • রঙের জীবন (২০১৯)
  • পরির নাম ময়না পক্ষি (২০১৯)
  • একটি রাত (২০১৯)
  • ঘর পালানো মেয়ে (২০১৯)
  • আমরা দুই ভাই দুই বোন (২০১৯)
  • তৃতীয়জন (২০১৯)
  • তোমাকে আর পাই না (২০১৯)
  • প্রিয় তুমি (২০১৯)
  • লাভার বয় (২০১৯)
  • উপহার (২০১৯)
  • ব্যাড আইডিয়া (২০১৯)
  • বিদেশী রাজকন্যা (২০১৯)
  • ইচ্ছে ঘুড়ির নাটাই (২০১৯)
  • সেলফি বউ (২০২০)
  • সাইলেন্ট প্রপোজ (২০২০)
  • সুন্দরী পাত্রী চাই (২০২০)
  • বোয়াল মাছের মাথা (২০২০)
  • মুন্সিবাড়ি (২০২০)
  • খেলা জমেছে (২০২০)
  • মিষ্টি যন্ত্রণা (২০২০)
  • ওয়ান ফাইন ডে (২০২০)
  • ট্যূর (২০২০)
  • ভালোবাসার সাদা গোলাপ (২০২০)
  • ভালোবাসার নীল খাম (২০২০)
  • বেলাশেষে (২০২০)
  • বিপদের মহা সমাবেশ (২০২০)
  • দর্পহরণ (২০২০)
  • নেপাল কলিং (২০২০)
  • প্রেম করা নিষেধ (২০২০)
  • কথা হবে হিসাব করে (২০২০)
  • তোলপাড় (২০২০)
  • জ্ঞানীগঞ্জের পন্ডিতেরা (২০২০)
  • গল্প শেষে আমরা সবাই (২০২০)
  • মুখোশ-সময়ের গল্প (২০২০)
  • দ্যা গ্রেট লুজার (২০২০)
  • রিলেশন (২০২০)
  • জুয়াড়ির প্রেম (২০২০)
  • ভেজাল পরিবার (২০২০)
  • বোকা বাক্স (২০২০)
  • কিছু ভুলের কিছু কস্ট (২০২০)
  • ডাংগুলি (২০২০)
  • খেলাঘর (২০২০)
  • স্মৃতির আলপনা আঁকি (২০২০)
  • এক্স যখন ভাবি (২০২১)
  • শালা ভার্সেস দুলাভাই (২০২১)
  • ক্যাচাল জামাই (২০২১)
  • মিনার ও মিতুর সংসার (২০২১)
  • আনলাকি বয়ফ্রেন্ড (২০২১)
  • চেরাগের দৈত্য (২০২১)
  • মনের ঘর (২০২১)
  • জামাই বন্দি (২০২১)
  • জমজ ভাই (২০২১)
  • ফটো মান্নান (২০২১)
  • দৌড়ের উপর (২০২১)
  • ফলো হার (২০২১)
  • বেয়াইনসাব-২ (২০২১)
  • ট্রেন্ডি লাভ (২০২১)
  • বন্ধুর বউ (২০২১)
  • বিয়ের পরীক্ষা (২০২১)
  • একটি বিয়ে সারাজীবনের কান্না (২০২১)
  • হারিয়ে যাওয়া বর্ণমালা (২০২১)
  • ছেলেটি প্রেমে পড়েছিলো (২০২১)
  • হোম ডেলিভারি (২০২১)
  • যেমন জামাই তেমন বউ (২০২১)
  • ভালোবাসার ফুল (২০২১)
  • তোমাকে চাই (২০২১)
  • মহিলা প্রবেশ নিষেধ (২০২১)
  • মুন্নার গার্লফ্রেন্ড (২০২১)
  • ব্যাচেলর ক্রাইসিস (২০২১)
  • তোমার নাম কি? (২০২১)
  • নিরাপদ দুরত্ব বজায় রাখুন (২০২১)
  • দুই পৃথিবী (২০২১)
  • এক টিকিটে দুই ছবি (২০২১)
  • ডিম থেরাপি (২০২১)
  • জামাই বিপদে (২০২১)
  • ফালতু ছেলে (২০২১)
  • মিশন টু আমেরিকা (২০২১)
  • মিশন ব্লেকমেইল (২০২১)
  • মফিজ স্যার (২০২১)
  • গার্লফ্রেন্ড শুধু গিফট চায় (২০২১)
  • পলায়ন বিদ্যা (২০২১)
  • মেঘ বৃষ্টি এক টুকরো সূর্য (২০২১)
  • সাইকো লাভার (২০২১)
  • বডিগার্ড তরাব আলী (২০২১)
  • বউ বশীকরণ মন্ত্র (২০২১)
  • জামাই ভার্সেস শ্বাশুড়ি (২০২১)
  • বউ যখন ঝগড়াটে (২০২১)
  • বউ খুঁজে বেড়াই (২০২১)
  • আরাম বাবু (২০২১)
  • অনুভব (২০২১)
  • শাড়িতেই নারী (২০২১)
  • ফেরা হলো না (২০২১)
  • নীল কস্ট (২০২১)
  • বৈদেশী কইন্না (২০২১)
  • টিকটক ব্রাদার্স (২০২১)
  • প্রতিদ্বন্দ্বী (২০২১)
  • গাধাপুত্র (২০২১)
  • প্রেম একটি গল্প (২০২১)
  • দেখা হয় নাই (২০২১)
  • লাভ মানে লস (২০২১)
  • ঠিকানা (২০২১)
  • ভালোবাসা চোখের জল (২০২১)
  • ব্ল্যাকমেইল (২০২১)
  • টাকার খেলা (২০২১)
  • বিধবার প্রেম (২০২১)
  • চট্টমেট্রো (২০২১)
  • ফেরারী বসন্ত (২০২১)
  • আলো আঁধারী (২০২১)
  • অবশেষে একদিন (২০২১)
  • সেন্টিমেন্টাল লাভ (২০২১)
  • দুই পৃথিবী (২০২১)
  • প্যাচিং ম্যাচিং (২০২১)
  • সব বিয়ে বন্ধ (২০২১)
  • বাজিমাত (২০২১)
  • সাত ঘর এক উঠান (২০২১)
  • হৃদয় গহিনে (২০২২)
  • হোয়াইট সুগার (২০২২)
  • মধ্যরাতের তস্কর (২০২২)
  • আমি তোমার জন্য পাগল ২০২২)
  • নোনাজল (২০২২)
  • হাসনা হেনা (২০২২)
  • তবুও তোমাকে ভালোবাসি (২০২২)
  • তুমি আমায় কতটুকু ভালোবাসো (২০২২)
  • প্রতারক প্রেমিক (২০২২)
  • দোটানা প্রেম (২০২২)
  • শুভ প্রাপ্তি (২০২২)
  • আকাশ গঙ্গা (২০২২)
  • হারজিৎ (২০২২)
  • বস ইজ অলওয়েজ রাইট (২০২২)
  • ভালোবাসার এক গজ (২০২২)
  • অবশেষে একদিন (২০২২)
  • প্রেমের গল্পে পিছুটান (২০২২)
  • মজনু জুলিয়েট (২০২২)
  • একটুখানি ভুল (২০২২)
  • বিপদে পড়ে বিয়ে (২০২২)
  • নানা বাড়ি বরিশাল (২০২২)
  • প্রেম করেছি বিষ খেয়েছি (২০২২)
  • ফেসবুক প্রেম (২০২২)
  • বেশরম (২০২২)
  • জামাই নাম্বার ওয়ান (২০২২)
  • ভাই প্রেম বুঝে না (২০২২)
  • হঠাৎ বউ (২০২২)
  • বিয়ে করবোই (২০২২)
  • এক্স যখন শালী (২০২২)
  • ভুতূরে প্রেম (২০২২)
  • ব্রেকআপ কোন ব্যাপার না (২০২২)
  • খান সাহেবের জামাই (২০২২)
  • প্রব্লেমে আছি ভাই (২০২২)
  • চিটার (২০২২)
  • আইটেম বয় (২০২২)
  • বডিগার্ড (২০২২)
  • এক্স যখন শালী-২(২০২২)
  • ঝগড়াটে বউ (২০২২)
  • আজব প্যারা (২০২২)
  • মিস্টার কিপ্টা (২০২২)
  • আজ আমার বিয়ে (২০২২)
  • জমিদারের নাতি (২০২২)
  • গার্লফ্রেন্ড যখন বস (২০২২)
  • চোর হলেও মানুষ ভালো (২০২২)
  • গভীর জলের ফিশ (২০২২)
  • বেয়াইনসাব-৩ (২০২২)
  • বউ ছিনতাই (২০২২)
  • অস্থির দম্পতি (২০২২)
  • খানদানি বাবুর্চি (২০২২)
  • দাওয়াত (২০২২)
  • জামাই আদর (২০২২)
  • আমি সিঙ্গেল (২০২২)
  • চিমটি (২০২২)
  • কান সমাচার (২০২২)
  • বিয়ের মোহরানা (২০২২)
  • প্রাইভেট জামাই (২০২২)
  • ২০০ টাকার প্রেম (২০২২)
  • ওরে বাবা গার্লফ্রেন্ড (২০২২)
  • কবুল বলিলো কে? (২০২২)
  • চোর প্রেমিক (২০২২)
  • সৈকত টেইলার্স (২০২২)
  • প্রেমে পড়ে পাগল (২০২২)
  • বউয়ের বুদ্ধি (২০২২)
  • কানার হাটবাজার (২০২২)
  • ভালোবাসার শেষ অংক (২০২২)
  • বিয়ের শর্ত (২০২২)
  • ছেলেটার মুখ খারাপ (২০২২)
  • বিয়ের ট্যাবলেট (২০২২)
  • পিএস জামাই (২০২২)
  • বিয়ে নিয়ে পাগলামী (২০২২)
  • প্রেমের টানে প্রেমিকা দেশে (২০২২)
  • আমি বাঁচতে চাই না (২০২২)
  • জাপানি বউ (২০২২)
  • ডাবল পেইন (২০২২)
  • প্রেমের বাজার ভালো না (২০২২)
  • বিয়ে আমি করবো না (২০২২)
  • চোরের বউ চুন্নি (২০২২)
  • গাছে কাঁঠাল গোঁফে তেল (২০২২)
  • পাগল হয়ে যাবো (২০২২)
  • পাওয়ারফুল দম্পতি (২০২২)
  • ঝামেলা অলটাইম (২০২২)
  • সেকেন্ড ম্যারেজ (২০২২)
  • মাস্তান নাম্বার ওয়ান (২০২২)
  • দূর্ঘটনা কবলিত বয়ফ্রেন্ড (২০২২)
  • লাল্টু দালাল (২০২২)
  • না দিলে পাই কই (২০২২)
  • একসাথে (২০২২)
  • চলো পালাই (২০২২)
  • বাবার পছন্দ (২০২২)
  • লাইফ স্যাটেল (২০২২)
  • গোলমাল (২০২২)
  • মিডল ক্লাস প্রেম (২০২২)
  • একটু ছোঁয়া লাগে (২০২২)
  • বালামের বাম পা (২০২২)
  • দৃষ্টি (২০২২)
  • প্রেমিকা খুঁজে বেড়াই (২০২২)
  • ডিভোর্স এজেন্সি (২০২২)
  • ফলস্ এলার্ম (২০২২)
  • গুন্ডা প্রেমিক (২০২২)
  • রতন মুক্তা (২০২২)
  • নীল নকশা (২০২২)
  • একসাথে তুমি আমি (২০২২)
  • বাঁচি তোমার খেয়ালে (২০২২)
  • নেতা (২০২২)
  • ধনীর দুলাল (২০২২)
  • আমি কার ছেলে? (২০২২)
  • রকি দ্যা ব্যাড বয় (২০২২)
  • হাওলাদ মনির (২০২২)
  • দুঃসম্পর্কের গার্লফ্রেন্ড (২০২২)
  • আমার বাবার নাম কি?(২০২২)
  • তোমাকে ভালোবেসে (২০২২)
  • বাড়িওয়ালা গার্লফ্রেন্ড (২০২২)
  • বোয়াল মাছের মাথা-২ (২০২২)
  • মরীচিকা (২০২২)
  • মোবারক (২০২২)
  • ফাপরবাজ (২০২২)
  • প্রেম কলঙ্কের মালা (২০২২)
  • গার্লফ্রেন্ডের বাপ (২০২২)
  • রাজার রানী (২০২২)
  • সুমি তুমি কোথায়? (২০২২)
  • বাবার পঙ্খিরাজ (২০২২)
  • ওয়েডিং ফটোগ্রাফার (২০২২)
  • পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে (২০২২)
  • গ্রামের ছেলে (২০২২)
  • জোর করে বিয়ে (২০২২)
  • প্রেম কামড় (২০২২)
  • তাফালিং (২০২২)
  • তুমি যেখানে আমি সেখানে (২০২২)
  • ক্যাপ (২০২২)
  • পেইনফুল গার্লফ্রেন্ড (২০২২)
  • শ্বশুরের বিয়ে (২০২২)
  • সাইড ক্যারেক্টার (২০২২)
  • ক্লাসমেট (২০২২)
  • পরান পাখি (২০২৩)
  • লাভ ইউ ম্যাডাম (২০২৩)
  • জামাই শ্বশুর ৪২০ (২০২৩)
  • সংহসার আমার ভাল্লাগে না (২০২৩)
  • চাচা ভাতিজা জিন্দাবাদ (২০২৩)
  • গরিবের বড়লোক চাকর (২০২৩)
  • দুষ্টু শ্বশুর মিষ্টি জামাই (২০২৩)
  • ঢাকাইয়া পোলা সিলেটি ফুরি (২০২৩)
  • হবু ঘর জামাই (২০২৩)
  • আমরা গরিব (২০২৩)
  • ছোট মিয়া বড় মিয়া (২০২৩)
  • সাইলেন্ট জামাই (২০২৩)
  • স্বামী ভক্ত বউ (২০২৩)
  • লোকাল জামাই (২০২৩)
  • বাকির নাম ফাঁকি (২০২৩)
  • রঙিলা (২০২৩)
  • উচিৎ কথা (২০২৩)
  • হেইট উই ম্যাডাম (২০২৩)
  • দুই শ্বাশুড়ি (২০২৩)
  • শ্বশুরবাড়ি জিন্দাবাদ (২০২৩)
  • আক্কাস এখন আমেরিকা (২০২৩)
  • চুরি করে প্রেম (২০২৩)
  • শ্বশুরের দ্বিতীয় বিয়ে (২০২৩)
  • জামাই শ্বশুরের কোরবানী (২০২৩)
  • দুষ্টু প্রেমিকা (২০২৩)
  • মেজবানি ভালোবাসা (২০২৩)
  • ফিদা (২০২৩)
  • মিসেস ডিস্টার্ব (২০২৩)
  • লাভ এক্সিডেন্ট (২০২৩)
  • রাগী জামাই (২০২৩)
  • বাইরে ফিটফাট ভেতরে সদরঘাট (২০২৩)
  • বিয়ের মিষ্টি (২০২৩)
  • চিকেন লাভার (২০২৩)
  • বাতেনের বেতন কম (২০২৩)
  • ফেসবুক বউ (২০২৩)
  • ডাবল ডোজ (২০২৩)
  • কিউট প্রেমিক (২০২৩)
  • জামাই বউ ৪২০ (২০২৩)
  • লাভ পার্টনার (২০২৩)
  • রেডিমেড ঝামেলা (২০২৩)
  • ফ্যামিলি ট্রাবল (২০২৩)
  • আমাকে মারবেন না (২০২৩)
  • ক্যাট লাভার (২০২৩)
  • গরিবের ক্রাশ (২০২৩)
  • নাগিন গার্লফ্রেন্ড (২০২৩)
  • বুকের ভিতর নূপুর বাজে (২০২৩)
  • এক্সট্রা কেয়ার (২০২৩)
  • টিচার যখন ক্রাশ (২০২৩)
  • স্বামী ভক্ত বউ-২ (২০২৩)
  • বিয়ে একটা ম্যাজিক (২০২৩)
  • ইচ্ছে থাকলে বিয়ে হয় (২০২৩)
  • কিসমত (২০২৩)
  • ডাবল অফার (২০২৩)
  • ভুল করেছি প্রেম করেছি (২০২৩)
  • মেড ইন বরিশাল (২০২৩)
  • বাসায় মানবে না (২০২৩)
  • চাপে পড়ে বিয়ে (২০২৩)
  • জামাই আতঙ্ক (২০২৩)
  • লক্ষী ট্যারা (২০২৩)
  • গার্লফ্রেন্ড কাপ টূর্নামেন্ট (২০২৩)
  • ওয়াদা (২০২৩)
  • হ্যাপিনেস (২০২৩)
  • যার জন্য করি চুরি (২০২৩)
  • গলার কাঁটা (২০২৩)
  • উড়াল প্রেম (২০২৩)
  • আই ওয়াশ (২০২৩)
  • অনুভূতির ছোঁয়া তুমি (২০২৩)
  • হারানো বিজ্ঞপ্তি (২০২৩)
  • ধ্রুবতারা (২০২৩)
  • আমার নায়িকা (২০২৩)
  • কলকাতার জামাই (২০২৩
  • বাসর ঘর তুমি কার (২০২৩)
  • লাভ ডিটারজেন্ট (২০২৩)
  • বন্ধু যখন শত্রু (২০২৩)
  • ঠোঁট কাটা জামাই (২০২৩)
  • বিয়ের দাওয়াত (২০২৩)
  • গুড ফ্রেন্ড গুড লাভার (২০২৩)
  • কোটি টাকার ডিপোজিট (২০২৩)
  • প্রেমিক লিডার (২০২৩)
  • মিস্টার নার্স (২০২৩)
  • ডাকাত শ্বশুর (২০২৩)
  • চৌধুরী এন্ড সন্স (২০২৩)
  • পেইন গেস্ট (২০২৩)
  • তুমি তো আমারই (২০২৩)
  • ফানিমুন (২০২৩)
  • চ্যাম্পিয়ন চোর (২০২৩)
  • চুরি করেছো আমার মনটা (২০২৩)
  • শেষ প্রেমে শুরু (২০২৩)
  • আফ্রিকান গেস্ট (২০২৩)
  • নানা বাড়ি বরিশাল-২ (২০২৩)
  • ডিটেক্টিভ চোর (২০২৩)
  • মিস্টার মিস্ত্রি (২০২৩)
  • পলেটিক্যাল লাভ (২০২৩)
  • কন্যাশুমারী (২০২৩)
  • পাগল প্রেম (২০২৩)
  • দুই নাম্বার জামাই (২০২৩)
  • পলাতক প্রেমিক (২০২৩)
  • লাভ মেডিসিন (২০২৩)
  • গল্পটা পুরনো (২০২৩)
  • চাঁদের গায়ে চাঁদ (২০২৩)
  • মাউস ট্র্যাপ (২০২৩)
  • তাপমাত্রা ৫২ ডিগ্রী সেলসিয়াস (২০২৩)
  • সবুজ বাংলা ব্যান্ডপার্টি (২০২৩)
  • মাঝির প্রেম (২০২৩)
  • বউ পরীক্ষা (২০২৩)
  • না রাখা কথা (২০২৩)
  • সুইট টিয়ার্স (২০২৩)
  • তকদির (২০২৩)
  • মায়াজাল-২ (২০২৩)
  • ভালোবাসি তোমায় (২০২৩)
  • বুকের খাঁচায় আগুন (২০২৩)
  • গেম (২০২৩)
  • সাইলেন্ট থিফ (২০২৩)
  • নিঃস্বার্থ ভালোবাসা (২০২৩)
  • কালো পরী (২০২৩)
  • টার্ণ ওভার (২০২৩)
  • ভুল (২০২৩)
  • রুপকথার পৃথিবী (২০২৩)
  • বিয়ে করতে গিয়ে (২০২৩)
  • সাহেব বিবি জোকার (২০২৩)
  • মেড ইন চায়না (২০২৩)
  • নায়িকা তুমি কার? (২০২৩)
  • পাগল প্রেমিক (২০২৩)
  • পিরিতের বাজেট কম (২০২৩)
  • টোনাটুনি ম্যারেজ মিডিয়া (২০২৩)
  • জম্ম (২০২৩)
  • ঝগড়াপুরের পিরিতি (২০২৩)
  • প্রেমিক যখন বাবু্র্চি (২০২৩)
  • শুভ বিবাহ (২০২৩)
  • অবশেষে ভালোবেসে (২০২৩)
  • লাভ ইউ বাবা (২০২৩)
  • সেইম টু সেইম (২০২৩)
  • ভাইরাল বয় (২০২৩)
  • জনম জনম (২০২৩)
  • ৩০৮/ ফ্রিল্যান্স ধান্দাবাজ (২০২৩)
  • ৩১২/ ভালোবাসি তোমাকে (২০২৩)
  • ৩১৫/ প্রেম হইতে সাবধান (২০২৩)
  • ৩১৭/ গুন্ডা ফ্যামিলি (২০২৩)
  • ৩২৬/ পয়েন্ট টু বি নোটেড (২০২৩)
  • অনন্ত প্রেম (২০২৩)
  • কম খরচে বিয়ে (২০২৩)
  • তরী (২০২৩)
  • পাপ (২০২৩)
  • এক ডজন গার্লফ্রেন্ড (২০২৩)
  • তোমাকে ভেবে (২০২৩)
  • নাম ধরে ডাকতে চাই(২০২৩)
  • ভ্যান প্লাজা (২০২৩)
  • গ্রীন সিগনাল (২০২৩)
  • মেম সাহেব (২০২৩)
  • খাঁচা (২০২৩)
  • নোনা জলে প্রেম (২০২৩)
  • এক পলকে (২০২৩)
  • লক্ষী জামাই (২০২৩)
  • শ্বশুরবাড়িতে ঈদ (২০২৪)
  • মামার বাড়ি (২০২৪)
  • বান্ধবীর ভাই (২০২৪)
  • সৌদি মতিন (২০২৪)
  • বাড়ির পাশে শ্বশুরবাড়ি (২০২৪)
  • শান্তি নাই (২০২৪)
  • বিয়ে করবো সিলেট (২০২৪)
  • বড়লোকের গরীব জামাই (২০২৪)
  • চুপি চুপি (২০২৪)
  • শ্বশুরবাড়ির আপ্যায়ন (২০২৪)
  • সুখে নাই গনি মিয়া (২০২৪)
  • বংশগত জমিদার (২০২৪)
  • বিয়ে বাড়ির চোর (২০২৪)
  • কিস্তির স্যার (২০২৪)
  • মন মাজার (২০২৪)
  • গেস্ট ইন সিঙ্গাপুর (২০২৪)
  • এমন জামাই চাই না (২০২৪)
  • ইয়ো ইয়ো জামাই (২০২৪)
  • আমরা অবিবাহিত (২০২৪)
  • আত্মীয় (২০২৪)
  • বেক্কল না সোজা (২০২৪)
  • বউ মানি না (২০২৪)
  • ঢাকাইয়া হিরো (২০২৪)
  • জামাই শ্বশুরের লড়াই (২০২৪)
  • সুইটির কাজিন (২০২৪)
  • পড়বো না বিয়ে করবো (২০২৪)
  • লুঙ্গীম্যান (২০২৪)
  • কোথাকার পানি কোথায় গড়ায় (২০২৪)
  • মোরগ পোলাও (২০২৪)
  • অদল বদল (২০২৪)
  • স্বপ্নের বাসর (২০২৪)
  • পাখির মতন মন (২০২৪)
  • ডাবল ডিউটি(২০২৪)
  • সেরা জামাই (২০২৪)
  • গরুর ডাক্তার (২০২৪)
  • মিসেস ডিস্টার্ব রিটার্নস (২০২৪)
  • গাধা (২০২৪)
  • হঠাৎ বড়লোক (২০২৪)
  • সবজান্তা শামসুন্নাহার (২০২৪)
  • বউ রেখে পালিয়ে (২০২৪)
  • ভালোবাসার চুইঝাল (২০২৪)
  • আদরে থেকো (২০২৪)
  • মরতে মরতে বেঁচে গেলাম (২০২৪)
  • হাবিব ডেকোরেটর (২০২৪)
  • বিএমডব্লিউ এর ড্রাইভার(২০২৪)
  • বেশি বেশি (২০২৪)
  • সুখী মানুষ (২০২৪)
  • প্রেমের বিয়ে মানি না (২০২৪)
  • নেটওয়ার্ক প্রব্লেম (২০২৪)
  • বাহাদুরি (২০২৪)
  • তোমার সাথে আড়ি (২০২৪)
  • প্রথম প্রেম (২০২৪)
  • ঘটকের বিয়ে (২০২৪)
  • শীতল (২০২৪)
  • বাহাদুর জামাই (২০২৪)
  • এই ঘর এই সংসার (২০২৪)
  • টু লেইট (২০২৪)
  • ভরপুর সিঙ্গাপুর (২০২৪)
  • হোম পলিটিক্স (২০২৪)
  • এক জনমে ভালোবেসে (২০২৪)
  • ২০৩/ ২০০ কোটি মাত্র (২০২৪)
  • ২০৭/ ট্যারা বউ (২০২৪)
  • ২০৯/ এক পায়ে জুতা (২০২৪)
  • ২১০/ সন অফ ডন (২০২৪)
  • ২১১/ ব্রেকফেইল নবাব (২০২৪)
  • ২১২/ অযথাই (২০২৪)
  • আবার ফিরে এলে (২০২৪)
  • চাঁদের দেশে প্রেম (২০২৪)
  • চিটিং মাস্টার (২০২৪)
  • হায়রে প্রেম (২০২৪)
  • বাড়ি বরিশাল (২০২৪)
  • আমতা আমতা প্রেম (২০২৪)
  • মিষ্টার চালাক (২০২৪)
  • মিস্টার কনফিউজড (২০২৪)
  • টয়লেট ক্লিনার (২০২৪)
  • আহা মজিদ (২০২৪)
  • মিস্টার বুদ্ধিমান (২০২৪)
  • জ্যোতিষী বউ (২০২৪)
  • লাভ এক্সিডেন্ট-২ (২০২৪)
  • বউ পাগল জামাই (২০২৪)
  • সরকারি জামাই (২০২৪)
  • দুষ্টু মেয়ের মিষ্টি বাবা (২০২৪)
  • নীল কাব্য (২০২৪)
  • ইটস অ্যা ফ্যাক্ট (২০২৪)
  • লাভ কানেকশন (২০২৪)
  • প্রাইভেট বিয়ে (২০২৪)
  • বদনাম (২০২৪)
  • হাউজ হাজবেন্ড (২০২৪)
  • হাউ কাউ (২০২৪)
  • বউয়ের মন পুলিশ পুলিশ (২০২৪)
  • জাস্ট ম্যারিড (২০২৪)
  • আমার একজন মানুষ আছে (২০২৪)
  • মানুষ দেখতে কেমন? (২০২৪)
  • হাউসমেট (২০২৪)
  • আমি কার কে আমার (২০২৪)
  • আলপনা (২০২৪)
  • পুতুলের ঘর (২০২৪)
  • কাকতাল (২০২৪)
  • প্রেম চুক্তি (২০২৪)
  • প্রিয় শ্বশুর আব্বা (২০২৪)
  • সাকসেস পার্টি (২০২৪)
  • প্রেমের খবর (২০২৪)
  • নিজের ঢোল (২০২৪)
  • শেষ বিদায় ষ্টোর (২০২৪)
  • বসগিরি(২০২৪)
  • লুটেরা (২০২৪)
  • অস্বীকার? ২০২৪)
  • মিথ্যুক মিহির আলী (২০২৪)
  • বাজাও বিয়ে বাজনা (২০২৪)
  • লাভ ইন স্টেশন (২০২৪)
  • স্বপ্নের বিদেশ (২০২৪)
  • মালেকের স্বপ্ন (২০২৪)
  • ক্র্যাক গার্ল (২০২৪)
  • দরদিয়া (২০২৪)
  • ভুল প্রেমের গল্প (২০২৪)
  • ডেলিভারি গার্ল (২০২৪)
  • দাবা (২০২৪)
  • মিট মাই গার্লফ্রেন্ড (২০২৪)
  • হেলমেট (২০২৪)
  • গায়ে হলুদের রাত (২০২৪)
  • ভ্যাকান্সি (২০২৪)
  • টেলিফোনে বিয়ে (২০২৫)
  • টক্কর (২০২৫)
  • একান্নবর্তী (২০২৫)
  • রক্তের বাঁধন (২০২৫)
  • যত গুড় ততো মিষ্টি (২০২৫)
  • কুঞ্জুস কাপল (২০২৫)
  • বুয়ার বিড়াল (২০২৫)
  • আপদের বিপদ (২০২৫)
  • অফলাইন ভালোবাসা (২০২৫)
  • টম এন্ড জেরির বিয়ে (২০২৫)
  • অতি চালাক (২০২৫)
  • সামার ভ্যাকেশন (২০২৫)
  • পাগলের সুখ মনে মনে (২০২৫)
  • মিসেস ডিস্টার্ব এগেইন (২০২৫)
  • খাল কেটে কুমির (২০২৫)
  • নার্ভাস কাপল (২০২৫)
  • নসিব (২০২৫)
  • ফকির যখন কোটিপতি (২০২৫)
  • লাইলি মজনুর বিয়ে (২০২৫)
  • বিয়ের বাজার ভালো না (২০২৫)
  • সাত দিন আগে পরে (২০২৫)
  • অকর্মা (২০২৫)
  • লুডুষ্টার কাপল (২০২৫)
  • গরিবের বন্ধু (২০২৫)
  • পাহারাদার (২০২৫)
  • ডাকু (২০২৫)
  • ভুলেভালে ভালোবাসা (২০২৫)
  • ডাবল রোল (২০২৫)
  • কথায় না কাজে বিশ্বাসী (২০২৫)
  • নভেম্বর রেইন (২০২৫)
  • সুখের সুইটকেস (২০২৫)
  • ব্রেকআপ থেকে শুরু (২০২৫)
  • শো-অফ (২০২৫)
  • নীল রঙের সাইকেল (২০২৫)
  • কম খরচে হানিমুন (২০২৫)
  • বউ আমার (২০২৫)
  • ঘরে সংসার বাহিরে প্রেম (২০২৫)
  • প্রাণের মানুষ (২০২৫)
  • মুসারফিরখানা (২০২৫)
  • প্রেম মানে প্রব্লেম (২০২৫)
  • ভুল করে মিস্টেক (২০২৫)
  • ছেলেটা পাগল পাগল (২০২৫)
  • ফানিমুন-২ (২০২৫)
  • রাগী মেয়ে vs বোকা ছেলে
  • নির্জন উপকূলে

চলচ্চিত্র জীবন

সম্পাদনা
বছর চলচ্চিত্র ভূমিকা সহ-শিল্পী ভাষা পরিচালক ব্যাখ্যা
২০১১ বেইলী রোড শুভ আঁচল বাংলা মাসুদ কাইনাৎ
২০১৩ রূপগাওয়াল মুখাই শিমলা বাংলা হাবিবুর রহমান
২০১৪ অল্প অল্প প্রেমের গল্প নিলয় আনিকা কবির শখ বাংলা সানিয়াত হোসেন[]
২০১৬ ভালোবাসবই তো[][] অপু মৌসুমী বাংলা বেলাল আহম্মেদ

টেলিভিশন

সম্পাদনা

টিভি চলচ্চিত্র

সম্পাদনা
ক্রম নাটক পরিচালক সহ-শিল্পী নোট
রূপার শেষ কথা থেকে চয়নিকা চৌধুরী
এক জোড়া কালো জুতা আরিদ আহনাফ
মুন্সি বাড়ী সাদেক সিদ্দিকী
ঢাকায় টাকা উড়ে ফয়েজ আহমেদ
জোছনাময়ী রেদওয়ান রনি
দুই পৃথিবী মামুন খান
অনুভূতির ছোয়া তুমি দীন মোহাম্মদ মন্টু
রোদ আসবে বেলায় আশরাফ দীপু
জেনারেশন পালস রেদওয়ান রনি
১০ রূপালী আলোর খোজে আশুতোষ সুজন
১১ সম্রাট শাহজাহান আশুতোষ সুজন
১২ প্রতিধ্ধনি প্রনেশ চৌধুরী
১৩ লাল পিপড়া,কালো পিপড়া সালাউদ্দিন লাভলু
১৪ মেয়েটি কথা বলিবে প্রেম করিবে নাহ সালাউদ্দিন লাভলু মমো
১৫ দর্পহরন শুভ্র আহমেদ মীম
১৬ সমপর্ন ইমন তালুকদার
১৭ মনচূড়া শেখ রুনা
১৮ অপ সোহেল আরমান
১৯ গাধা পুত্র সোহেল আরমান
২০ শুভ প্রাপ্তি কৌশিক শংকর দাস
২১ তোমার হৃদয় পাগল ফেরদৌস হাসান মিমো, অপূর্ব, জেনি রবীন্দ্রসঙ্গীত
২২ আলো আধারে মিমো
২৩ আঁচড় ইমন তালুকদার মীম
২৪ খেলা প্রীতি
২৫ ওয়ান ফাইন ডে কৌশিক শংকর শখ
২৬ বন্ধু তুমি বন্ধু অামর শখ
২৭ ঠিকানা শাহীন সরকার শখ
২৮ অবশেষে একদিন দেবাশীষ বড়ুয়া দীপ শখ

টিভি সিরিজ

সম্পাদনা
ক্রম ধারাবাহিক নাটক পরিচালক
বন্ধু আমার ফেরদৌস হাসান
ভালোবাসার কাহিনী সাওনক মিত্র
পা রেখেছি যৌবনে ফেরদৌস হাসান
কলেজ পল্লব বিশ্বাস
নীল রংয়ের গল্প [] কৌশিক শংকর দাস
যুবরাজ এস এম সালাহ উদ্দীন
সোনার পাখি রূপার পাখি সালাউদ্দিন লাভলু
প্রিয় দিন প্রিয় রাত
স্মৃতির আলপনা আঁকি মুরাদ পারভেজ

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "মৌসুমী-নিলয় অসম জুটি"যায়যায়দিন। ২০১৪-০৮-১৫। সংগ্রহের তারিখ ২০১৫-০১-০৬ 
  2. রহমান, মাহফুজ (২০১৪-০১-০৮)। "'নাটকে আমি রোমিও'"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৫-০১-০৬ 
  3. "নিলয়ের নতুন ছবি 'ভালোবাসা প্রেম নয়'"দৈনিক প্রথম আলো। ২০১৪-০৮-১২। সংগ্রহের তারিখ ২০১৫-০১-০৬ 
  4. "বিয়ে করেছেন অভিনেতা নিলয় আলমগীর"ঢাকা পোস্ট। ১১ আগস্ট ২০২১। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০২১ 
  5. "Real life couple Shokh-Niloy on reel"ঢাকা ট্রিবিউন। ২০১৪-০৮-১৭। ২০১৫-০১-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-০১-০৬ 
  6. "শখ-নিলয় জুটির বড় পর্দায় অভিষেক ২৯শে আগস্ট"দৈনিক মানবজমিন। ২০১৪-০৮-০৬। ২০১৪-০৮-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-০১-০৬ 
  7. "'Alpo Alpo Premer Galpo' set to release on Aug 29"দি ইন্ডিপেন্ডেন্ট (বাংলাদেশ)। ২০১৪-০৭-২৭। ২০১৪-০৮-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-০১-০৬ 
  8. মিলু, কামরুজ্জামান (২০১৪-০৮-১৪)। "অসম প্রেমের ফ্রেমে মৌসুমী-নিলয়"banglanews24.com। ২০১৫-০১-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-০১-০৬