দৈনিক প্রথম আলো
দৈনিক প্রথম আলো বাংলাদেশ থেকে বাংলা ভাষায় প্রকাশিত একটি দৈনিক সংবাদপত্র। ১৯৯৮ সালের ৪ নভেম্বর এটি প্রথম প্রকাশিত হয়। এটি বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় সর্বাধিক প্রচারিত দৈনিক সংবাদপত্র।[১]
![]() | |
![]() দৈনিক প্রথম আলো পত্রিকার প্রথম সংখ্যা, ৪ঠা নভেম্বর, ১৯৯৮ | |
ধরন | দৈনিক পত্রিকা |
---|---|
ফরম্যাট | ব্রডশিট ও অনলাইন সংস্করণ |
মালিক | ট্রান্সকম গ্রুপ |
প্রকাশক | মতিউর রহমান |
সম্পাদক | মতিউর রহমান |
প্রতিষ্ঠাকাল | ৪ নভেম্বর ১৯৯৮ |
ভাষা | বাংলা, ইংরেজি (শুধুমাত্র অনলাইন) |
সদরদপ্তর | প্রগতি ইনস্যুরেন্স ভবন, ২০-২১, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫ |
প্রচলন | ৫ লাখ ১ হাজার ৮০০ (২০১৮)[১] |
দাপ্তরিক ওয়েবসাইট | দৈনিক প্রথম আলো |
পত্রিকার বিবরণসম্পাদনা
প্রথম আলো 'ব্রডশিট' আকারে মুদ্রিত হয়। এতে বাদামি নিউজপ্রিন্ট কাগজ ব্যবহার করা হয়। বর্তমানে কলাম সংখ্যা ৬ (পূর্বে ছিল ৮)। পত্রিকাটি ছয় রঙে মুদ্রিত।[তথ্যসূত্র প্রয়োজন] নিয়মিত সংখ্যা ২০ পৃষ্ঠা। সপ্তাহে চার দিন মূল ব্রডশিট পত্রিকার সঙ্গে ম্যাগাজিন প্রকাশিত হয়। ১৯৯৮ সালের ৪ নভেম্বর এ পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়।
২০০৫ খ্রিষ্টাব্দে রেমন ম্যাগসেসাই পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক ও রাজনীতিবিদ মতিউর রহমান এ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক।[২] ২০০৮ খ্রিষ্টাব্দ থেকে তিনি এ পত্রিকাটির প্রকাশক হিসাবেও দায়িত্ব পালন করছেন। পত্রিকাটি সামাজিক আন্দোলনের সংকেত হিসাবে প্রথমে যে শ্লোগানটি আপ্ত করে তা হলো 'যা কিছু ভালো তার সঙ্গে প্রথম আলো'। ২০০৮ খ্রিষ্টাব্দে তা পরিবর্তন করে 'বদলে যাও, বদলে দাও' শ্লোগানটি গ্রহণ করা হয়। ২০১৩ সালে প্রথম আলোর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নতুন স্লোগান করা হয় 'পথ হারাবে না বাংলাদেশ'। ২০১৮ সালে ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্লোগান হয় 'ভালোর সাথে আলোর পথে'।
নিয়মিত আয়োজনসম্পাদনা
প্রথম আলোর নিয়মিত আয়োজনে থাকে- সংবাদ, সম্পাদকীয়, খবর, আন্তর্জাতিক,খেলাধুলা, বিনোদন, পড়াশোনা, মতামত, অর্থ-বাণিজ্য,টেক বার্তা। ফিচারপাতা হিসাবে আছে- শনিবারে "প্র-ছুটির দিনে", রোববারে "প্র-স্বপ্ন নিয়ে" ও "বন্ধুসভা", সোমবারে "প্র-বাণিজ্য" ও মূল পাতায় "গোল্লাছুট", মঙ্গলবারে "প্র-নকশা", বুধবারে "প্র-অধুনা", বৃহস্পতিবারে "প্র-আনন্দ" এবং শুক্রবারে "প্র-অন্য আলো"। এছাড়া শুধুমাত্র চট্টগ্রাম অঞ্চলের পাঠকদের জন্য সপ্তাহে তিনদিন প্রকাশ হয় "আমার চট্টগ্রাম"। প্রতিদিনই মূল কাগজে থাকে উত্তরাঞ্চলের পাঠকদের জন্য "রংপুর","বগুড়া" এবং "রাজশাহী" নামে বিভিন্ন আঞ্চলিক আয়োজন। প্রথম আলো'র অনেক পাঠক প্রিয় ফিচার পাতা বন্ধ হয়ে গেছে। যেমন: "রস+আলো", ঢাকার পাঠকদের জন্য "ঢাকায় থাকি" ইত্যাদি।
সামাজিক প্রকল্পসমূহসম্পাদনা
সংবাদ পরিবেশনের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও প্রথম আলো জড়িত আছে। এর মধ্যে রয়েছে এসিড সন্ত্রাস রোধ, মাদকবিরোধী আন্দোলনসহ নানা আয়োজন। পাশাপাশি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। এছাড়াও বিভিন্ন অলিম্পিয়াড আয়োজনেও এই প্রতিষ্ঠান সহায়ক ভূমিকা পালন করে। তরুনদের সমাজসেবায় উৎসাহ দিতে আছে "বন্ধুসভা" নামের তরুনদের জন্য সংগঠন। এছাড়া জরুরি জাতীয় আপৎকালীন সময়ে প্রথম আলো ত্রাণ কার্যক্রম পরিচালনা করে থাকে। সকল অর্থ আসে পাঠক-পাঠিকাদের আর্থিক অবদান থেকে।[তথ্যসূত্র প্রয়োজন] এ জন্য স্থাপন করা হয়েছে প্রথম আলো ট্রাস্ট।
গণিত অলিম্পিয়াডসম্পাদনা
প্রথম আলোর নানা ধরনের সামাজিক কাজের মধ্যে গণিত অলিম্পিয়াড অন্যতম। প্রতি বছর নির্দিষ্ট সময়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের অংশগ্রহণে গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। জাতীয় পর্যায়ে গণিত অলিম্পিয়াড শেষে সেরা নির্বাচিতরা অংশ নেন আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও)।
ভাষা প্রতিযোগসম্পাদনা
ভাষা প্রতিযোগ ২০০৫ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসা একটি ভাষাবিষয়ক প্রতিযোগিতা যেখানে চতুর্থ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের সুযোগ রয়েছে। প্রথম আলো-এইচএসবিসি ব্যাংকের যৌথ ব্যবস্থাপনায় এই প্রতিযোগে এক ঘণ্টার পরীক্ষা অনুষ্ঠিত হয়।[৩] এই উৎসবের সভাপতি আনিসুজ্জামান।[৪] এখন পর্যন্ত প্রায় ৯০০ স্কুলের ৬০,০০০+ শিক্ষার্থী এতে অংশ নিয়েছে। সাধারণত প্রতি বছর মার্চ-এপ্রিল মাসে এ প্রতিযোগের আঞ্চলিক পর্যায়ের আয়োজন করা হয়।[৫] এরপর মে-জুন মাসে জাতীয় পর্যায়ের আয়োজন হয়।
অন্যান্য উদ্যোগসম্পাদনা
- প্রথম আলো জবস ডট কম
- প্রথম আলো ব্লগ (অধুনালুপ্ত)
সাময়িকীসম্পাদনা
কিশোর আলোসম্পাদনা
এপ্রিল ২০১৯ সংখ্যার প্রচ্ছদ | |
সম্পাদক | আনিসুল হক |
---|---|
প্রকাশনা সময়-দূরত্ব | মাসিক |
প্রকাশক | মতিউর রহমান |
প্রতিষ্ঠাতা | দৈনিক প্রথম আলো |
প্রতিষ্ঠার বছর | ২০১৩ |
প্রথম প্রকাশ | ৩০ সেপ্টেম্বর ২০১৩ |
কোম্পানি | ট্রান্সকম গ্রুপ |
দেশ | বাংলাদেশ |
ভিত্তি | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
ওয়েবসাইট | kishoralo.com |
কিশোর আলো বাংলাদেশের একটি শিশু কিশোর প্রধান ম্যাগাজিন। ২০১২ সালে প্রথম আলো কিশোর নববর্ষ সংখ্যা ১৪১৯ প্রথম প্রকাশিত হয়। এরপর ২০১৩ সালের এপ্রিল মাসে প্রকাশিত হয় প্রথম আলো কিশোর নববর্ষ সংখ্যা ১৪২০।[৬] এরপর ২০১৩ সালের অক্টোবর থেকে এটি নিয়মিত প্রকাশিত হচ্ছে।ম্যাগাজিনটি শিশু-কিশোর দের জন্য শিশুতোষ বিভিন্ন বিষয় ছাপিয়ে থাকে। প্রতিমাসের ৫ তারিখে ম্যাগাজিনটি প্রকাশিত হয়।
বিজ্ঞানচিন্তাসম্পাদনা
বিজ্ঞানচিন্তা দৈনিক প্রথম আলো কর্তৃক প্রকাশিত একটি বিজ্ঞান সাময়িকী। দেশের মানুষকে বিজ্ঞানমনষ্ক করার উদ্দেশ্যে ১৫ই অক্টোবর ২০১৬ থেকে "বিজ্ঞানচিন্তা" যাত্রা শুরু করে।[৭] বর্তমানে প্রতি মাসের ১৫ তারিখ এটি প্রকাশিত হয়।
সমালোচনাসম্পাদনা
কার্টুন বিতর্কসম্পাদনা
পত্রিকাটির প্রকাশনা বন্ধ হয়ে যাওয়া সাপ্তাহিক রম্য ম্যাগাজিন আলপিন ২০০৭ সালের ১৭ সেপ্টেম্বর সংখ্যায় বিড়ালের নামের আগে ইসলামিক নাম মোহাম্মদ ব্যবহার নিয়ে একটি কার্টুন ছাপায়।[৮] বাংলাদেশী মুসলিম সংগঠনগুলি আন্দোলন ও রাজনৈতিক চাপ তৈরি করে। পরিস্থিতি স্থিতিশীল করতে তত্ত্বাবধায়ক সরকার আলপিনের ৪৩১তম সংখ্যাটির বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করে ও কার্টুনিস্টকে গ্রেফতার করে। প্রথম আলোর সম্পাদক জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের তৎকালীন খতিব উবায়দুল হক এর কাছে ক্ষমা ও দুঃখ প্রকাশ করেন।
পরবর্তীতে আলপিনের আদলে রস+আলো নামক আরেকটি ম্যাগাজিন প্রকাশ করা হয়।
কিআ উৎসবে দুর্ঘটনাসম্পাদনা
২০১৯ খ্রিস্টাব্দের ১ নভেম্বর ঢাকার মোহাম্মদপুরের রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে কিশোর আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব চলছিল। ওই অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঐ স্কুলেরই নবম শ্রেণির শিক্ষার্থী নাইমুল আবরার নিহত হয়।[৯] ঘটনাটি তদন্ত করে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে যেখানে কিশোর আলো কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার কারণে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা উল্লিখিত হয়।[১০] এর পরিপ্রেক্ষিতে ২০২০ খ্রিস্টাব্দের ১৬ জানুয়ারি আদালত প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, কিশোর আলোর সম্পাদক আনিসুল হকসহ দশজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।[১১]
আরও দেখুনসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ ক খ "ঢাকা মহানগরীর মিডিয়া তালিকাভুক্ত বাংলা দৈনিক পত্রিকার প্রচার সংখ্যা ও বিজ্ঞাপন হারের তালিকা"। চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্ত। ১৬ সেপ্টেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১৮।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৯ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১১।
- ↑ "The HSBC Prothom Alo Language Competition"। hsbc.com.bd। সংগ্রহের তারিখ ২০১৪-০৫-২৯।
- ↑ "ভাষার ব্যবহার শিখব"। দৈনিক প্রথম আলো। ২০১৩-০৮-০৮। সংগ্রহের তারিখ ২০১৪-০৫-২৯।
- ↑ "ভাষা প্রতিযোগ: জাতীয় উৎসব"। দৈনিক প্রথম আলো। ২০১৩-০৮-০৮। সংগ্রহের তারিখ ২০১৪-০৫-২৯।
- ↑ প্রথম আলো, প্রথম আলো কিশোর নববর্ষ সংখ্যা ১৪২০ এখন বাজারে
- ↑ "মাসিক বিজ্ঞানচিন্তার যাত্রা শুরু"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৭-০৬-১২।
- ↑ "Violence over Bangladesh cartoon"। BBC News। ২১ সেপ্টেম্বর ২০০৭। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০০৭।
- ↑ "কিশোর আলোর অনুষ্ঠানে বিদ্যুতায়িত হয়ে শিক্ষার্থীর মৃত্যু"। ইত্তেফাক। ২ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২০।
- ↑ "প্রথম আলো সম্পাদকসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা"। ইত্তেফাক। ১৬ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২০।
- ↑ "প্রথম আলোর সম্পাদকসহ ১০ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা"। প্রথম আলো। ১৬ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২০।
বহিঃসংযোগসম্পাদনা
উইকিমিডিয়া কমন্সে দৈনিক প্রথম আলো সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট
- প্রথম আলোর মুদ্রণ কপি ওয়েবসাইট
- দৃষ্টি প্রতিবন্দীদের জন্য রয়েছে বিশেষ সংস্করণ শ্রুতি যার তথ্যতীর্থের ইউআরএল
- টুইটারে দৈনিক প্রথম আলো
- ফেসবুকে দৈনিক প্রথম আলো
স্থানাঙ্ক: ২৩°৪৫′০৯″ উত্তর ৯০°২৩′৩৩″ পূর্ব / ২৩.৭৫২৫৩৪° উত্তর ৯০.৩৯২৬৩০° পূর্ব