রূপগাওয়াল
রূপগাওয়াল ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী বাংলা ভাষার চলচ্চিত্র। চলচ্চিত্রটি কাহিনী, সংলাপ, চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন হাবিবুর রহমান হাবিব।[১] এই চলচ্চিত্র দিয়ে ছোট পর্দা থেকে বড় পর্দায় অভিষেক হল হাবিবুর রহমান হাবিবের।[২] শিকড় চলচ্চিত্র প্রযোজিত ও পরিবেশিত বিবাহ জটিলতা এবং সমাজের চলমান পরিবেশ পরিস্থিতি নিয়ে নির্মিত চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন নিলয় আলমগীর, শিমলা,[৩] চম্পা, মাসুম আজিজ, আনোয়ার শাহী প্রমুখ।[৪][৫]
রূপগাওয়াল | |
---|---|
![]() | |
পরিচালক | হাবিবুর রহমান হাবিব |
প্রযোজক | দেবাশীষ রায় |
চিত্রনাট্যকার | হাবিবুর রহমান হাবিব |
কাহিনিকার | হাবিবুর রহমান হাবিব |
শ্রেষ্ঠাংশে | নিলয় আলমগীর শিমলা চম্পা মাসুম আজিজ |
সুরকার | আলী আকবর রুপু নূর পলাশ |
চিত্রগ্রাহক | মুজিবুল হক ভূঁইয়া |
সম্পাদক | সহিদুল হক |
পরিবেশক | শিকড় গল্পচিত্র |
মুক্তি | ১৩ সেপ্টেম্বর, ২০১৩ |
স্থিতিকাল | ১৫০ মিনিট |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা ভাষা |
কাহিনী সংক্ষেপ
সম্পাদনাপাহাড়ের কোল ঘেঁষে এক ছোট্ট গ্রামের ছলে মুকাই ছোটবেলায় স্কুলের শিক্ষকের কাছে এক অনিন্দ্য সুন্দরী রাজকন্যার গল্প শুনে। সেই গল্পের রাজকন্যার মত এক সুন্দরীকে সে তার জীবনে চায়। তাই সে রূপগাওয়ালের পেশা বেঁছে নেয়, যাতে সে মেয়েদের কাছে আসতে পারে। এভাবে সে পেয়ে যায় তার পছন্দের সুন্দরীকে। কিন্তু বাঁধ সাধে তার পাঁচ ভাই। তাদের বশ করতে এবার সে কোপেনের কাছে যায় মন্ত্র শিখতে। কিন্তু সেখানে তাকে আরেক পরিস্থিতির সম্মুখীন হতে হয়।
শ্রেষ্ঠাংশে
সম্পাদনা- নিলয় আলমগীর - মুকাই
- শিমলা - নিরুতা
- চম্পা - দুলারী
- মাসুম আজিজ - কোপেন
- আনোয়ার শাহী
- সুমনা সুমী
- অঞ্জলী
- মহসিনা স্বাগতা
- রবিন
- আলম সাকী
- দেবাশীষ রায়
- তোফাজ্জল লিটন
নির্মাণ নেপথ্য
সম্পাদনা২০১১ সালের ১ জুলাই ঢাকার বাংলামোটরের একটি রেস্তোরায় চলচ্চিত্রটির মহরত হয় ও বছরের শেষের দিকে চলচ্চিত্রটির নির্মাণ কাজ শুরু হয়।[৬] ছায়াছবিটির শ্যুটিং হয় হবিগঞ্জের চুনারুঘাটের কালেঙ্গা অভয়ারণ্যে।[৭]
চলচ্চিত্রটি বাংলাদেশ সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র লাভ করে ২০১৩ সালের মার্চ মাসের ২৮ তারিখ।[৮] ২০১৩ সালের ২৪ মে[৯] চলচ্চিত্রটি মুক্তির কথা থাকলে তা পরবর্তীতে সেপ্টেম্বরের ১৩ তারিখ সারাদেশে ৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়।[১০]
সঙ্গীত
সম্পাদনারূপগাওয়াল চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছেন আলী আকবর রুপু ও নূর পলাশ। গীত রচনা করেছেন হাবিবুর রহমান হাবিব। গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, মমতাজ, রিংকু, সালমা ও পারভেজ। গানগুলো বিপননের দায়িত্বে ছিল জি-সিরিজ এবং মিডিয়া পার্টনার হিসেবে ছিল একুশে টেলিভিশন।[১১]
গানের তালিকা
সম্পাদনানং | গানের শিরোনাম | কণ্ঠশিল্পী | পর্দায় শিল্পী |
---|---|---|---|
১ | মনবান্ধি মনানন্দে | রিংকু | নিলয় আলমগীর |
২ | ডাকছনি ভালবাসছনি | বাউল রাজ্জাক | |
৩ | ফাগুনের ভন্ড কোকিল | মমতাজ | |
৪ | আমার সরল মনের শক্ত ধাঁধা | বাউল রাজ্জাক | |
৫ | ফুল কি বলিব তোরে | সাবিনা ইয়াসমিন | শিমলা ও নিলয় |
৬ | মরার প্রেমের এতো ধরন | মমতাজ | |
৭ | হইলাম ও দাসীরে | সালমা |
পুরস্কার
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "পূর্ণ বিনোদনের ছবি রূপগাওয়াল"। দৈনিক যুগান্তর। ঢাকা, বাংলাদেশ। ২০ সেপ্টেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ২০ মে ২০১৬।
- ↑ "চলছে 'রূপগাওয়াল'"। দৈনিক সমকাল। ঢাকা, বাংলাদেশ। ১৯ সেপ্টেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ২০ মে ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "রূপগাওয়াল নিয়ে ফিরছেন সিমলা"। দৈনিক প্রথম আলো। ঢাকা, বাংলাদেশ। সেপ্টেম্বর ১১, ২০১৩। সংগ্রহের তারিখ ২০ মে ২০১৬।
- ↑ "কাল মুক্তি পাচ্ছে 'রূপগাওয়াল'"। দৈনিক আমার দেশ। ঢাকা, বাংলাদেশ। ১১ সেপ্টেম্বর ২০১৩। ২০ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মে ২০১৬।
- ↑ চিন্তামন তুষার (১৩ সেপ্টেম্বর ২০১৩)। "আজ মুক্তি পাচ্ছে ঢাকা টু বোম্বে ও রুপগাওয়াল"। দৈনিক জনকণ্ঠ। ঢাকা, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ২০ মে ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "মুক্তি পাচ্ছে সিমলা-নিলয়ের রূপগাওয়াল"। দৈনিক যায় যায় দিন। সেপ্টেম্বর ১২, ২০১৩। সংগ্রহের তারিখ ২০ মে ২০১৬।
- ↑ "রূপগাওয়াল ছবির স্যুটিং করতে চুনারুঘাটে দু'ডজন নায়ক-নায়িকা"। সিলেট এক্সপ্রেস। ১৭ নভেম্বর ২০১১। সংগ্রহের তারিখ ২০ মে ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "সিমলা-নিলয়ের 'রূপগাওয়াল'"। দৈনিক মানবকণ্ঠ। ৮ এপ্রিল ২০১৩। ১২ এপ্রিল ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মে ২০১৬।
- ↑ চিন্তামন তুষার (৮ মে ২০১৩)। "২৪ মে থেকে 'রুপগাওয়াল'"। বিডিনিউজ। ৯ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মে ২০১৬।
- ↑ "মুক্তি পেয়েছে চলচ্চিত্র 'রূপগাওয়াল'"। দৈনিক সংবাদ। ১৩ সেপ্টেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ২০ মে ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "'রূপগাওয়াল' ছবির মহরত"। বাংলানিউজ। ২ জুলাই ২০১১। সংগ্রহের তারিখ ২০ মে ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ মিনার মুরসালিন (২৭ ডিসেম্বর ২০১৪)। ""রপগাওয়াল " চলচ্চিত্রে অভিনয়ের জন্য চম্পা পেলেন, শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার"। সিনেইনফো। সংগ্রহের তারিখ ২০ মে ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে রূপগাওয়াল (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে রূপগাওয়াল