নূতন (বাংলাদেশী অভিনেত্রী)
রত্না চক্রবর্তী রমা (ধরমান্তিত নাম ফারহানা আমিন রত্না, মঞ্চ নাম নূতন হিসাবেই সবচেয়ে বেশি পরিচিত) হচ্ছেন একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী।[১] ১৯৬৯ সালে মুস্তফা মেহমুদ পরিচালিত নতুন প্রভাত চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার বাংলাদেশী চলচ্চিত্র শিল্পে অভিষেক ঘটে।[২] তিনি ১৯৯১ সালে সুভাষ দত্ত পরিচালিত স্ত্রীর পাওনা চলচ্চিত্রের মাধ্যমে শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
রত্না চক্রবর্তী রমা /ধরমান্তিত নাম ফারহানা আমিন রত্না, চলচ্চিত্র নাম নূতন | |
---|---|
জন্ম | রত্না চক্রবর্তী রমা ১৯৫৬ |
জাতীয়তা | বাংলাদেশী |
নাগরিকত্ব | বাংলাদেশী |
পেশা | চলচ্চিত্র অভিনেত্রী, নৃত্যশিল্পী |
কর্মজীবন | ১৯৬৯-বর্তমান |
পরিচিতির কারণ | ওরা ১১ জন স্ত্রীর পাওনা হিরো: দ্যা সুপারস্টার |
দাম্পত্য সঙ্গী | রুহুল আমিন বাবুল (১৯৭৮-বর্তমান) |
পিতা-মাতা | মাতা : বীনা দেবী , পিতা : কৃষ্ণমূর্তি আইয়ার (দক্ষিণ ভারতীয়) |
পুরস্কার | জাতীয় চলচ্চিত্র পুরস্কার (১বার) |
চলচ্চিত্রের তালিকা
সম্পাদনাবছর | চলচ্চিত্র | চরিত্র | সহশিল্পী | পরিচালক | টীকা |
---|---|---|---|---|---|
১৯৭০ | নতুন প্রভাত | নূতন | আনসার | মুস্তফা মেহমুদ | প্রথম চলচ্চিত্র |
১৯৭২ | ওরা ১১ জন | খসরু, শাবানা | চাষী নজরুল ইসলাম | ||
১৯৭৩ | ফকির মজনু শাহ | ||||
রাজদুলারী | |||||
১৯৭৪ | সংগ্রাম | রাজ্জাক | আব্দুস সামাদ | ||
১৯৭৭ | বসুন্ধরা | ববিতা, ইলিয়াস কাঞ্চন | সুভাষ দত্ত | ||
১৯৮০ | যদি জানতেম | ||||
১৯৮৮ | রাঙা ভাবী | আলমগীর, শাবানা | |||
অলংকার | |||||
১৯৯১ | স্ত্রীর পাওনা | আলমগীর, শাবানা | সুভাষ দত্ত | বিজয়ী: জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী | |
মহেশখালীর বাঁকে | উজ্জ্বল, শাবানা | ||||
শাহজাদা | |||||
কার পাপে | |||||
কন্যা বদল | |||||
চেনা মুখ | |||||
প্রেম বন্ধন | |||||
রাজমহল | |||||
সোনার চেয়ে দামী | |||||
বদনাম | রাজ্জাক | ||||
সময় কথা বলে | |||||
আমার মা | |||||
প্রেম বিরহ | |||||
শিরি ফরহাদ | |||||
ব্যবধান | |||||
আওয়াজ | |||||
১৯৮৩ | প্রান সজনী | ||||
গাদ্দার | |||||
গুলবাহার | |||||
তাজ ও তলোয়ার | |||||
সুরুজ | |||||
পাতাল বিজয় | |||||
অধিকার | |||||
অশান্ত | |||||
গৃহবিবাদ | |||||
সওদাগর | |||||
কাবিন | রাজ্জাক | ||||
সৎ ভাই | রাজ্জাক | ||||
মিঃ মাওলা | রাজ্জাক | ||||
মালা মতি | মালা | রাজ্জাক | |||
রুপের রানী গানের রাজা | জসিম | ||||
নাচে নাগিন | জসিম | দেলোয়ার জাহান ঝন্টু | |||
সাহস | জসিম | ||||
পাগলা রাজা | রাজ্জাক | [৩] | |||
১৯৯৭ | আমি সেই মেয়ে | আলমগীর, প্রসেনজিত | ইন্দো-বাংলা প্রযোজনা[৪] | ||
২০১০ | নাম্বার ওয়ান শাকিব খান | শাকিব খান, অপু বিশ্বাস, আলী রাজ | বদিউল আলম খোকন | [৫] | |
ক্রাইম সিটি | বস | ওমর সানি, পূর্ণিমা, মিশা সওদাগর | বাবুল রেজা | ভিলেন রুপে[৬] | |
বলো না তুমি আমার | |||||
পুত্র এখন পয়সাওয়ালা | ববিতা | নার্গিস আক্তার | |||
২০১৩ | কি প্রেম দেখাইলা | বাপ্পি চৌধুরী, আঁচল, ববিতা | শাহ মুহম্মদ সংগ্রাম | ||
অন্যরকম ভালোবাসা | মাহিয়া মাহি, বাপ্পি চৌধুরী | শাহিন সুমন | ১৫ ফেব্রুয়ারি, ২০১৩ তে মুক্তিপ্রাপ্ত[৭] | ||
মাই নেইম ইজ খান | শাকিব খান, অপু বিশ্বাস | বদিউল আলম খোকন | [৮][৯] | ||
২০১৪ | হিরো: দ্য সুপারস্টার | সালমা খান | শাকিব খান, অপু বিশ্বাস, ববি, আহমেদ শরীফ, মিশা সওদাগর, অমিত হাসান | বদিউল আলম খোকন | ২৯ জুলাই, ২০১৪ তে মুক্তিপ্রাপ্ত[১০] |
১। নতুন প্রভাত (আনসার) - মোস্তফা মেহমুদ - ২৩.১০.১৯৭০
২। ওরা ১১ জন (খসরু) - চাষী নজরুল ইসলাম - ১১.০৮.১৯৭২
৩। সংগ্রাম (খসরু) - চাষী নজরুল ইসলাম - ১৮.০১.১৯৭৪
৪। বাদশা (খসরু) - আকবর কবির পিন্টু - ২৯.০৮.১৯৭৫
৫। রাজার হলো সাজা (খসরু) - মোহসীন - ২৩.০৪.১৯৭৬
৬। বসুন্ধরা (অতিথি শিল্পী) - সুভাষ দত্ত - ৩০.১২.১৯৭৭
৭। রাজদুলারী (ওয়াসীম) - শফি বিক্রমপুরী - ২০.০১.১৯৭৮ ৮। পাগলা রাজা (রাজ্জাক) - আজহারুল ইসলাম খান - ০৫.০৫.১৯৭৮ ৯। অলংকার (রাজ্জাক) - নারায়ণ ঘোষ মিতা - ০৫.০৯.১৯৭৮ - ঈদুল ফিতর ১০। শাহজাদা (অতিথি শিল্পী) - ইবনে মিজান - ০৫.০৯.১৯৭৮ - ঈদুল ফিতর ১১। মহেশখালীর বাঁকে (উজ্জল) - শামসুদ্দিন টগর - ১২.১১.১৯৭৮ - ঈদুল আযহা ১২। ফকির মজনু শাহ (চঞ্চল মাহমুদ) - দারাশিকো - ১৫.১২.১৯৭৮
১৩। কার পাপে (চঞ্চল মাহমুদ) - ফখরুল হাসান বৈরাগী - ০৫.০১.১৯৭৯ ১৪। আয়না (আহসান) - মোহসীন - ২৩.০২.১৯৭৯ ১৫। কন্যাবদল (চঞ্চল মাহমুদ) - আবুল বাশার - ০২.০৩.১৯৭৯ ১৬। রাজমহল (ওয়াসিম) - এফ কবীর চৌধুরী - ০৯.০৩.১৯৭৯ ১৭। নাগ-নাগিনী (রাজ্জাক) - ইবনে মিজান - ১৮.০৫.১৯৭৯ ১৮। বারুদ (অতিথি শিল্পী) - দেওয়ান নজরুল - ০১.০৬.১৯৭৯ ১৯। ঘর সংসার (বুলবুল আহমেদ) - সাইফুল আজম কাশেম - ১৫.০৬.১৯৭৯ ২০। সোনার চেয়ে দামী (আলমগীর) - আলমগীর কুমকুম - ২৯.০৬.১৯৭৯ ২১। বদলা (সোহেল রানা) - আজিম - ১৩.০৭.১৯৭৯ ২২। রাজবন্দী (চঞ্চল মাহমুদ) - আলমগীর কুমকুম - ০১.১১.১৯৭৯ - ঈদুল আযহা ২৩। রূপালী সৈকতে (মেহফুজ) - আলমগীর কবির - ২৩.১১.১৯৭৯
২৪। যদি জানতেম (বুলবুল আহমেদ) - শামসুল হক সিরাজি - ২৮.০৩.১৯৮০ ২৫। তাজ ও তলোয়ার (জাভেদ) - ইবনে মিজান - ০৪.০৪.১৯৮০ ২৬। নাগিন (রাজ্জাক) - শেখ নজরুল ইসলাম - ০৫.১২.১৯৮০
২৭। শাহজাদী গুলবাহার (ওয়াসীম) - শহিদুল আমিন - ২৩.০১.১৯৮১ ২৮। রাজার রাজা (আলমগীর) - আলমগীর কুমকুম - ৩০.০১.১৯৮১ ২৯। আলাদীন আলীবাবা সিন্দাবাদ (জাভেদ) - শফি বিক্রমপূরী - ০৮.০৫.১৯৮১ ৩০। সেলিম জাভেদ (জনি) - দেলোয়ার জাহান ঝন্টু - ১৪.০৮.১৯৮১ ৩১। ঘরনী (প্রবীর মিত্র) - হাফিজ উদ্দিন - ২১.০৮.১৯৮১ ৩২। দেনা পাওনা (চঞ্চল মাহমুদ) - নুরুল হক বাচ্চু - ২৫.০৯.১৯৮১ ৩৩। ভাঙা গড়া (আলমগীর) - কামাল আহমেদ - ০৯.১০.১৯৮১ - ঈদুল আযহা ৩৪। রাজনর্তকী (রাজ্জাক) - ইবনে মিজান - ২৩.১০.১৯৮১ ৩৫। আকাশপরী (জাভেদ) - আজিজ মেহের - ২০.১১.১৯৮১
৩৬। আলতাবানু (ওয়াসীম) - ফয়েজ চৌধুরী - ২২.০১.১৯৮২ ৩৭। সানাই (বুলবুল আহমেদ) - সাইফুল আজম কাশেম - ১২.০২.১৯৮২ ৩৮। মানসী (ওয়াসীম) - ফখরুল হাসান বৈরাগী - ২১.০৫.১৯৮২ ৩৯। নাগিনী কন্যা (জাভেদ) - মতিউর রহমান বাদল - ০৪.০৬.১৯৮২ ৪০। কেউ কারো নয় (আলমগীর) - জহিরুল হক - ০৬.০৮.১৯৮২ ৪১। মানে না মানা (আলমগীর) - আব্দুল্লাহ আল মামুন - ২৭.০৮.১৯৮২ ৪২। চাঁদ সুরুজ (ইলিয়াস কাঞ্চন) - বাবুল - ২৯.০৯.১৯৮২ - ঈদুল আযহা ৪৩। আল হেলাল (সোহেল রানা) - দেলোয়ার জাহান ঝন্টু - ২৯.১০.১৯৮২ ৪৪। নাতবৌ (প্রবীর মিত্র) - ছটকু আহমেদ - ১১.১১.১৯৮২ ৪৫। কাজললতা (প্রবীর মিত্র) - মোস্তফা আনোয়ার - ০২.১২.১৯৮২ ৪৬। দুই পয়সার আলতা (রাজ্জাক) - আমজাদ হোসেন - ৩১.১২.১৯৮২ ৪৭। ভালোবাসা (আলমগীর) - আলমগীর কুমকুম - ৩১.১২.১৯৮২
৪৮। বদনাম (রাজ্জাক) - রাজ্জাক - ১৪.০১.১৯৮৩ ৪৯। প্রাণসজনী (ওয়াসীম) - জহিরুল হক - ১৮.০৩.১৯৮৩ ৫০। লাইলী মজনু (আলমগীর) - ইবনে মিজান - ০১.০৪.১৯৮৩ ৫১। চেনামুখ (ফারুক) - জহিরুল হক - ২০.০৫.১৯৮৩ ৫২। প্রেমবন্ধন (বিশেষ শিল্পী) - জহিরুল হক - ১৮.০৯.১৯৮৩ - ঈদুল আযহা ৫৩। আঁখি মিলন (প্রবীর মিত্র) - মোস্তফা আনোয়ার - ২৮.১০.১৯৮৩ ৫৪। জনি (সোহেল রানা) - দেওয়ান নজরুল - ২৮.১০.১৯৮৩ ৫৫। সময় কথা বলে (এহসান) - ই আর খান মামা - ০২.১২.১৯৮৩ ৫৬। গাদ্দার (রাজ্জাক) - আজিম - ০৯.১২.১৯৮৩
৫৭। সিআইডি (সোহেল রানা) - আল মাসুদ - ১৬.০৩.১৯৮৪ ৫৮। পুনঃর্মিলন (ফারুক) - ইবনে মিজান - ১৩.০৪.১৯৮৪
৫৯। সোনা বৌ (রাজ্জাক) - দিলীপ সোম - ১৮.০১.১৯৮৫ ৬০। রাজকুমারী (জাভেদ) - ইবনে মিজান - ০৮.০৩.১৯৮৫ ৬১। প্রেমিক (জাফর ইকবাল) - মঈনুল হোসেন - ০৩.০৫.১৯৮৫ ৬২। সৎ ভাই (রাজ্জাক) - রাজ্জাক - ২৭.০৮.১৯৮৫ - ঈদুল আযহা ৬৩। সতী নাগকন্যা (ওয়াসীম) - ইবনে মিজান - ২৭.০৮.১৯৮৫ - ঈদুল আযহা ৬৪। ন্যায় বিচার (আলমগীর) - হাসমত - ২৭.০৯.১৯৮৫ ৬৫। কাবিন (রাজ্জাক) - আলমগীর কুমকুম - ১১.১০.১৯৮৫ ৬৬। পাতাল বিজয় (সাত্তার) - ইবনে মিজান - ১১.১০.১৯৮৫ ৬৭। অবিচার (মিঠুন চক্রবর্তী) - শক্তি সামন্ত ও সৈয়দ হাসান ইমাম - ২৯.১১.১৯৮৫
৬৮। মোহাম্মদ আলী (জসিম) - মোতালেব হোসেন - ১০.০১.১৯৮৬ ৬৯। ধর্ম আমার মা (সোহেল রানা) - দেওয়ান নজরুল - ২৪.০১.১৯৮৬ ৭০। শিরি ফরহাদ (প্রবীর মিত্র) - আবদুস সামাদ - ২৮.০২.১৯৮৬ ৭১। অশান্তি (জসিম) - এ জে মিন্টু - ১৪.০৩.১৯৮৬ ৭২। তালুকদার (ইলিয়াস কাঞ্চন) - দিলীপ সোম - ১৪.০৩.১৯৮৬ ৭৩। গৃহ বিবাদ (মাহমুদ কলি) - ছটকু আহমেদ - ০৭.১১.১৯৮৬ ৭৪। শত্রু (মাহমুদ কলি) - শাহজাহান চৌধুরী - ১৪.১১.১৯৮৬
৭৫। আওয়াজ (ইলিয়াস কাঞ্চন) - আকবর কবির পিন্টু - ০২.০১.১৯৮৭ ৭৬। ব্যবধান (নাদিম) - ই. আর. খান ও নজরুল ইসলাম - ১৬.০১.১৯৮৭ ৭৭। প্রেম বিরহ (প্রবীর মিত্র) - মইনুল হোসেন - ২৩.০১.১৯৮৭ ৭৮। রাজলক্ষ্মী শ্রীকান্ত (প্রবীর মিত্র) - বুলবুল আহমেদ - ১৩.০২.১৯৮৭ ৭৯। অত্যাচার (প্রবীর মিত্র) - ছটকু আহমেদ - ০৩.০৪.১৯৮৭ ৮০। জুলুম (সোহেল রানা) - ইলতুৎমিশ - ২৪.০৭.১৯৮৭
৮১। আদিল (ইলিয়াস কাঞ্চন) - মোতালেব হোসেন - ০৮.০১.১৯৮৮ ৮২। নীতিবান (ইলিয়াস কাঞ্চন) - শিবলি সাদিক - ০৫.০২.১৯৮৮ ৮৩। বিশ্বাসঘাতক (জসিম) - এ জে মিন্টু - ১৮.০৫.১৯৮৮ - ঈদুল ফিতর ৮৪। প্রহরী (সোহেল রানা) - আল মাসুদ - ২৪.০৬.১৯৮৮ ৮৫। অর্পণ (রাজ্জাক) - সুজাতা - ২৫.০৭.১৯৮৮ - ঈদুল আযহা ৮৬। বলবান (জাহিদ হাসান) - আবদুল লতিফ বাচ্চু - ১৪.১০.১৯৮৮ ৮৭। সাহস (জসিম) - মতিউর রহমান পানু - ২৮.১০.১৯৮৮ ৮৮। বিরোধ (প্রেম চোপড়া) - প্রমোদ চক্রবর্তী ও তমিজ উদ্দিন - ০৪.১১.১৯৮৮ ৮৯। জামানা (জসিম) - জাকারিয়া হাবীব - ২৩.১২.১৯৮৮
৯০। জেল হাজত (আলমগীর) - শওকত জামিল - ০৬.০১.১৯৮৯ ৯১। অপরাধী (আলমগীর) - বশিরুল হক - ০৩.০৩.১৯৮৯ ৯২। সত্য মিথ্যা (আলমগীর) - এ জে মিন্টু - ০৩.০৩.১৯৮৯ ৯৩। রাঙা ভাবী (আলমগীর) - মতিন রহমান - ০৭.০৫.১৯৮৯ - ঈদুল ফিতর ৯৪। এক দুই তিন (ইলিয়াস কাঞ্চন) - এফ কবীর চৌধুরী - ১৪.০৭.১৯৮৯ - ঈদুল আযহা ৯৫। প্রতারক (ইলিয়াস কাঞ্চন/ফয়সাল) - আবদুল লতিফ বাচ্চু - ২০.১০.১৯৮৯ ৯৬। কসম (মিঠুন) - শেখ নজরুল ইসলাম - ০৩.১১.১৯৮৯ ৯৭। পাহাড়ী ফুল (মাহমুদ কলি) - জালাল উদ্দীন রুমী - ২৯.১২.১৯৮৯
৯৮। আসমান জমিন (জাভেদ) - দেওয়ান নজরুল - ০৮.০৬.১৯৯০ ৯৯। আপন ঘর (মাহমুদ কলি) - মোস্তফা আনোয়ার - ১০.০৮.১৯৯০ ১০০। মালামতি (রাজ্জাক) - শফিকুর রহমান - ২৮.০৯.১৯৯০
১০১। গর্জন (জসিম) - জহিরুল হক - ১৫.০২.১৯৯১ ১০২। পিতা মাতা সন্তান (আসাদ) - এ জে মিন্টু - ১৭.০৪.১৯৯১ - ঈদুল ফিতর ১০৩। নাচে নাগিন (জসিম) - দেলোয়ার জাহান ঝন্টু - ৩১.০৫.১৯৯১ ১০৪। সম্মান (ইলিয়াস কাঞ্চন) - শিবলি সাদিক - ০৭.০৬.১৯৯১ ১০৫। কাজের বেটি রহিমা (জসিম) - রায়হান মুজিব - ২৪.০৬.১৯৯১ - ঈদুল আযহা ১০৬। ন্যায় অন্যায় (জসিম) - এ জে মিন্টু - ১৬.০৮.১৯৯১ ১০৭। স্ত্রীর পাওনা (আলমগীর) - শেখ নজরুল ইসলাম - ০১.১১.১৯৯১ ১০৮। দয়ামায়া (মাহমুদ কলি) - শওকত জামিল - ২৭.১২.১৯৯১
১০৯। ক্ষমতাবান (রানা হামিদ) - ফজল আহমেদ বেনজীর - ২৪.০১.১৯৯২ ১১০। অন্ধ বিশ্বাস (রাজ্জাক/আলমগীর) - মতিন রহমান - ৩১.০১.১৯৯২ ১১১। রূপসী নাগিন (জসিম) - দেলোয়ার জাহান ঝন্টু - ০৫.০৪.১৯৯২ - ঈদুল ফিতর ১১২। নাগিন সাপিনী (মান্না) - মোস্তফা আনোয়ার - ০১.০৫.১৯৯২ ১১৩। জ্বলন্ত বারুদ (উজ্জল) - আবুল হোসেন খোকন - ২২.০৫.১৯৯২ ১১৪। গরিবের বন্ধু (আলমগীর) - দেলোয়ার জাহান ঝন্টু - ১৭.০৭.১৯৯২ ১১৫। রক্তের বদলা (জসিম) - জহিরুল হক - ৩১.০৭.১৯৯২ ১১৬। দংশন (ইলিয়াস কাঞ্চন) - শিবলি সাদিক - ০২.১০.১৯৯২ ১১৭। দুই গোলাপ (রবীন) - রফিকুল ইসলাম বুলবুল - ১৩.১১.১৯৯২ ১১৮। শান্তি অশান্তি (জসিম) - দেলোয়ার জাহান ঝন্টু - ২৫.১২.১৯৯২
১১৯। ভাইয়ের আদর (জসিম) - দেলোয়ার জাহান ঝন্টু - ০৮.০১.১৯৯৩ ১২০। অন্ধপ্রেম (মান্না) - মোস্তফা আনোয়ার - ২২.০১.১৯৯৩ ১২১। রূপের রাণী গানের রাজা (ইলিয়াস কাঞ্চন) - দেলোয়ার জাহান ঝন্টু - ২৯.০১.১৯৯৩ ১২২। নাগ নাগিনীর প্রেম (জসিম) - শাহজাহান আখন্দ - ২৫.০৩.১৯৯৩ - ঈদুল ফিতর ১২৩। দাগী সন্তান (জসিম) - এস আলম সাকী - ০৭.০৫.১৯৯৩ ১২৪। সত্যবাদী (আলমগীর) - দেলোয়ার জাহান ঝন্টু - ০৭.০৫.১৯৯৩ ১২৫। ননদ ভাবী (আলমগীর) - জামশেদুল রহমান - ০২.০৬.১৯৯৩ - ঈদুল আযহা ১২৬। শত্রুতা (জসিম) - মোতালেব হোসেন - ০৬.০৮.১৯৯৩ ১২৭। মিস্টার মওলা (রাজ্জাক) - আব্দুল লতিফ - ০৩.০৯.১৯৯৩ ১২৮। নাচ নাগিনা নাচ (জসিম) - দেলোয়ার জাহান ঝন্টু - ০৩.০৯.১৯৯৩ ১২৯। জালিমের দুশমন (ড্যানি সিডাক) - দেলোয়ার জাহান ঝন্টু - ১৫.১০.১৯৯৩
১৩০। শক্তি পরীক্ষা (উজ্জল) - উজ্জ্বল - ১৪.০৩.১৯৯৪ - ঈদুল ফিতর ১৩১। মাটির দুর্গ (ওয়াসীম) - দেওয়ান নজরুল - ০৮.০৪.১৯৯৪ ১৩২। ডাকাত (জসিম) - দেলোয়ার জাহান ঝন্টু - ২২.০৭.১৯৯৪
১৩৩। বনের রাজা টারজান (ড্যানি সিডাক) - ইফতেখার জাহান - ০৩.০৩.১৯৯৫ - ঈদুল ফিতর ১৩৪। বুকের ধন (জসিম) - দেলোয়ার জাহান ঝন্টু - ১১.০৫.১৯৯৫ - ঈদুল আযহা ১৩৫। হাবিলদার (জসিম) - দেলোয়ার জাহান ঝন্টু - ০৮.০৯.১৯৯৫ ১৩৬। বীর বাহাদুর (জসিম) - দেলোয়ার জাহান ঝন্টু - ২৯.১২.১৯৯৫
১৩৭। বাঁশিওয়ালা (ইলিয়াস কাঞ্চন) - তোজাম্মেল হক বকুল - ২১.০২.১৯৯৬ - ঈদুল ফিতর ১৩৮। বাঘা বাঘিনী (ড্যানি সিডাক) - দেলোয়ার জাহান ঝন্টু - ২৯.০৪.১৯৯৬ - ঈদুল আযহা ১৩৯। সন্ত্রাসী রাজা (জসিম) - এম এ মালেক - ১৭.০৫.১৯৯৬ ১৪০। জানের বাজি (জসিম) - আওকাত হোসেন - ০৫.০৭.১৯৯৬ ১৪১। গোয়েন্দা (সোহেল রানা) - কমল সরকার - ২৩.০৮.১৯৯৬ ১৪২। কালু গুন্ডা (ইলিয়াস কাঞ্চন) - অশোক ঘোষ - ১৫.১১.১৯৯৬ ১৪৩। ফাঁসির আসামী (আলমগীর) - দেলোয়ার জাহান ঝন্টু - ২৯.১১.১৯৯৬
১৪৪। সুপারম্যান (ড্যানি সিডাক) - ইফতেখার জাহান - ০৯.০২.১৯৯৭ - ঈদুল ফিতর ১৪৫। ফাইভ রাইফেলস (জসিম) - দেলোয়ার জাহান ঝন্টু - ২১.০৩.১৯৯৭ ১৪৬। আব্দুল্লাহ (দিলদার) - তোজাম্মেল হক বকুল - ০৯.০৫.১৯৯৭ ১৪৭। বেঈমানির শাস্তি (বিশেষ শিল্পী) - কমল সরকার - ২২.০৮.১৯৯৭ ১৪৮। জলদস্যু (ড্যানি সিডাক) - দেলোয়ার জাহান ঝন্টু - ০৭.১১.১৯৯৭
১৪৯। আলিফ লায়লা আলাদিনের আশ্চর্য প্রদীপ (ড্যানি সিডাক) - জাহাঙ্গীর - ৩০.০১.১৯৯৮ - ঈদুল ফিতর ১৫০। শক্তির লড়াই (ড্যানি সিডাক) - ইফতেখার জাহান - ২০.০৩.১৯৯৮ ১৫১। বাঘা আকবর (ইলিয়াস কাঞ্চন) - অশোক ঘোষ - ১২.০৬.১৯৯৮
১৫২। আমি নির্দোষ (জসিম) - দেবাশীষ সরকার - ০৫.০২.১৯৯৯ ১৫৩। শত্রু ধ্বংস (ইলিয়াস কাঞ্চন) - ইস্পাহানি আরিফ জাহান - ২০.০৮.১৯৯৯
১৫৪। এক বুক জ্বালা (আলীরাজ) - শাহিন-সুমন - ২১.১২.২০০৭ - ঈদুল আযহা
১৫৫। কোটি টাকার ফকির (রাজ্জাক) - রাজ্জাক - ০২.১০.২০০৮ - ঈদুল ফিতর
১৫৬। বাজাও বিয়ের বাজনা (বিশেষ শিল্পী) - মোহাম্মদ হোসেন জেমী - ১৫.০১.২০১০ ১৫৭। অশান্ত মন (বিশেষ শিল্পী) - কাজী হায়াৎ - ২৬.০২.২০১০ ১৫৮। নাম্বার ওয়ান শাকিব খান (আলীরাজ) - বদিউল আলম খোকন - ১১.০৯.২০১০ - ঈদুল ফিতর ১৫৯। বলো না তুমি আমার (ভিলেন) - এম বি মানিক - ২২.১০.২০১০
১৬০। জান কোরবান (আলীরাজ) - এম বি মানিক - ৩১.০৮.২০১১ - ঈদুল ফিতর ১৬১। এক টাকার ছেলে কোটি টাকার মেয়ে (রাজ্জাক) - কমল সরকার - ০৭.১০.২০১১
১৬২। এক টাকার দেনমোহর (বিশেষ শিল্পী) - এম বি মানিক - ২৩.০৩.২০১২ ১৬৩। সন্তানের মতো সন্তান (বিশেষ শিল্পী) - শাহিন সুমন - ০৮.০৬.২০১২
১৬৪। অন্যরকম ভালবাসা (রাজ্জাক) - শাহিন সুমন - ১৫.০২.২০১৩ ১৬৫। মাই নেম ইজ খান (সাদেক বাচ্চু) - বদিউল আলম খোকন - ০৯.০৮.২০১৩ - ঈদুল ফিতর ১৬৬। কি প্রেম দেখাইলা (সাদেক বাচ্চু) - শাহ মুহম্মদ সংগ্রাম - ১৬.১০.২০১৩ - ঈদুল আযহা
১৬৭। হিরো-দ্য সুপারস্টার (বিশেষ শিল্পী) - বদিউল আলম খোকন - ২৯.০৭.২০১৪ - ঈদুল ফিতর ১৬৮। আই ডোন্ট কেয়ার (আলীরাজ) - মোহাম্মদ হোসেন - ২৯.০৭.২০১৪ - ঈদুল ফিতর
১৬৯। পুত্র এখন পয়সাওয়ালা (আলীরাজ) - নারগিস আক্তার - ১৬.০১.২০১৫
১৭০। রংবাজ (বিশেষ শিল্পী) - আবদুল মান্নান - ০২.০৯.২০১৭ - ঈদুল আযহা ১৭১। অহঙ্কার (ভিলেন) - শাহাদাৎ হোসেন লিটন - ০২.০৯.২০১৭ - ঈদুল আযহা
টেলিভিশন
সম্পাদনাবছর | প্রোগ্রাম | উপস্থাপক | চ্যানেল |
---|---|---|---|
২০১৫ | আমার ছবি | শাফিউজ্জামান খান লোদী | চ্যানেল আই[১১] |
পুরস্কার ও সম্মাননা
সম্পাদনাতিনি ১৯৮৭ সালে বাচসাস এবং ১৯৯১ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
বছর | পুরস্কার | বিভাগ | চলচ্চিত্র | ফলাফল |
---|---|---|---|---|
১৯৮৭ | বাচসাস পুরস্কার | শ্রেষ্ঠ অভিনেত্রী | বিজয়ী | |
১৯৯১ | জাতীয় চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী | স্ত্রীর পাওনা | বিজয়ী |
২০১৫ | বাংলাসিনে অ্যাওয়ার্ড | আজীবন সম্মাননা | বিজয়ী[১২] |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "নূতন ও রাজ্জাক তনয় সম্রাট"। আমার দেশ অনলাইন। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০১৬।
- ↑ "The celebrity name game"। The Daily Star। সেপ্টেম্বর ২৮, ২০০৯। অক্টোবর ১৬, ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ১, ২০১৯।
- ↑ "স্বর্ণযুগের তারকা"। আজকের পত্রিকা। ২৮ নভেম্বর ২০১৪। ২২ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০১৬।
- ↑ জয়ন্ত সাহা (২৫ সেপ্টেম্বর ২০১৫)। "যৌথ প্রযোজনার চলচ্চিত্র: সাংস্কৃতিক বিনিময় না কেবলই ব্যবসা?"। বিডি নিউজ। ২ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০১৬।
- ↑ "সেন্সরে নাম্বার ওয়ান শাকিব খান"। দৈনিক ডেসটিনি। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০১৬।
- ↑ "এবার ভিলেন!"। দৈনিক কালের কণ্ঠ। ২৩ মার্চ ২০১০। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০১৬।
- ↑ "পর্দায় আসছেন চিরসবুজ অভিনেত্রী নূতন"। আমাদের মেহেরপুর। ৫ ফেব্রুয়ারি ২০১৩। ২২ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০১৬।
- ↑ "ভবিষ্যতে সিনিয়রদের পাবে না চলচ্চিত্র"। আলকিত বাংলাদেশ। জুন ২৩, ২০১৩। ২২ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ৫, ২০১৫।
- ↑ "ঢালিউড কাঁপানো নূতন এখন"। এনটিভি অনলাইন। ১৪ এপ্রিল ২০১৪। ১৪ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০১৬।
- ↑ "শাকিবের প্রযোজনায় ববিতা-নূতন"। Daily Manab Zamin। ডিসেম্বর ২৩, ২০১৩। মে ৯, ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০১৬।
- ↑ "'আমার ছবি'র অতিথি অভিনেত্রী নূতন"। সাতদিন। ১৯ মে ২০১৫। ২০ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০১৬।
- ↑ "জমকালো আয়োজনে 'বাংলাসিনে অ্যাওয়ার্ড'-এর মনোনয়ন ঘোষণা"। দৈনিক মানব জমিন। ৪ সেপ্টেম্বর ২০১৫। ৫ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০১৬।
বহিঃসংযোগ
সম্পাদনা- বাংলা মুভি ডেটাবেজে নূতন
- বাংলাদেশ ফিল্ম আর্কাইভে নূতন