মাই নেম ইজ খান (২০১৩-এর চলচ্চিত্র)
২০১৩ সালের বাংলাদেশি চলচ্চিত্র
মাই নেম ইজ খান (অর্থ আমার নাম খান) ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী প্রণয়-মারপিটধর্মী চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন বদিউল আলম খোকন ও নিউ স্টার ফিল্মস কর্পোরেটের ব্যানারে যৌথভাবে প্রযোজনা করেছেন আহমেদ চৌধুরী শাওন ও রাকিন আনান চৌধুরী।[১] এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, প্রবীর মিত্র ও মিশা সওদাগর।[২][৩] চলচ্চিত্রটি ২০১৩ সালের ৩ আগস্ট ঈদুল ফিতরে মুক্তি পায়। মুক্তির পর চলচ্চিত্রটি সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পায়,[৪][৫] এবং এ সত্ত্বেও এটি বক্স অফিসে বিশাল সাফল্য এবং ২০১৩ সালের বাংলাদেশে সর্বাধিক উপার্জনকারী চলচ্চিত্রের মধ্যে অন্যতম হয়।[৬]
মাই নেম ইজ খান | |
---|---|
পরিচালক | বদিউল আলম খোকন |
প্রযোজক | আহমেদ চৌধুরী শাওন রাকিন আনান চৌধুরী |
রচয়িতা | কাশেম আলী দুলাল |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | আলী আকরাম শুভ |
প্রযোজনা কোম্পানি | নিউ স্টার ফিল্ম কর্পোরেট |
পরিবেশক | আনান এন্টারটেনমেন্ট এন্ড পিকচার |
মুক্তি |
|
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
অভিনয়
সম্পাদনা- শাকিব খান
- অপু বিশ্বাস
- প্রবীর মিত্র
- সুব্রত বড়ুয়া
- অলকা সরকার
- রেহানা জলি
- নূতন
- এমকে সাব্বির রাহমান
- সাদেক বাচ্চু
- মিশা সওদাগর
- আফজাল শরীফ
- ইলিয়াস কোবরা
সংগীত
সম্পাদনামাই নেম ইজ খান চলচ্চিত্রের সুর ও সংগীতায়োজন করেছেন আলী আকরাম শুভ।
গানের তালিকা | |||
---|---|---|---|
নং. | শিরোনাম | সংগীতশিল্পী | দৈর্ঘ্য |
১. | "মাই নেম ইজ খান" | এস আই টুটুল | ৩:৪৮ |
২. | "জীবন আমার" | আসিফ আকবর ও ডলি সায়ন্তনী | ৫:৫০ |
৩. | "সকালে তোমাকে দেখি" | ৩:৫০ |
প্রযোজনা
সম্পাদনাবাংলাদেশ ও থাইল্যান্ডের বিভিন্ন স্থানে চলচ্চিত্রটির চিত্র ধারণ করা হয়।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "এবার 'মাই নেম ইজ খান'"। প্রথম আলো। ২৬ জুন ২০১৩। ২৩ ফেব্রুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০১৩।
- ↑ "Eid Special for cinema-goers"। ঢাকা ট্রিবিউন (ইংরেজি ভাষায়)। ৭ আগষ্ট ২০১৩। ৭ আগষ্ট ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০১৩।
- ↑ "Dhallywood's 'My Name is Khan'"। নিউজ প্রিয় (ইংরেজি ভাষায়)। ২৬ জুন ২০১৩। ২৬ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০১৩।
- ↑ "Three Dhallywood films released on Eid"। রাইজিং বিডি (ইংরেজি ভাষায়)। ৭ আগষ্ট ২০১৩। ২১ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ আগষ্ট ২০১৩।
- ↑ "My Name Is Khan to release on eid"। নিউ এজ (ইংরেজি ভাষায়)। ৭ আগষ্ট ২০১৩। ১৩ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০১৩।
- ↑ "সেরা শাকিব-মাহী"। বাংলাদেশ প্রতিদিন। ২৬ ডিসেম্বর ২০১৩। ২৬ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৩।