নিউ এজ (বাংলাদেশ)

ইংরেজী ভাষায় প্রকাশিত বাংলাদেশী দৈনিক সংবাদপত্র
(নিউ এজ থেকে পুনর্নির্দেশিত)

নিউ এজ (New Age) ইংরেজি ভাষায় প্রকাশিত প্রসিদ্ধ বাংলাদেশী দৈনিক সংবাদপত্র।[২] এটি দেশের মধ্যে সবচেয়ে স্পষ্টভাষী খবরের কাগজগুলোর মধ্যে অন্যতম একটি পত্রিকা।[৩] পত্রিকাটির বর্তমান সম্পাদকের দায়িত্ব পালন করছেন নুরুল কবির। অন্যান্য জাতীয় সংবাদপত্রের ন্যায় এটিরও সদর দপ্তর ঢাকায় অবস্থিত।

নিউ এজ
ধরনদৈনিক সংবাদপত্র
ফরম্যাটব্রডশিট
মালিকমিডিয়া নিউ এইজ লিমিটেড, এইচআরসি গ্রুপ[১]
সম্পাদকনুরুল কবির
ভাষাইংরেজি
সদর দপ্তরহলিডে ভবন, ৩০, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
ওয়েবসাইটwww.newagebd.net

২০০৩ সালে বাংলাদেশের প্রথিতযশা সাংবাদিক এনায়েতুল্লাহ খান এই পত্রিকাটি প্রতিষ্ঠা করেন। প্রাথমিকভাবে তিনি ছিলেন পত্রিকাটির প্রতিষ্ঠাতা সম্পাদক। ২০০৫ সালে তার মৃত্যুর পর থেকে নুরুল কবির এই পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. আলী রীয়াজ, মোহাম্মদ সাজ্জাদুর রহমান (জানুয়ারি ২০২১)। বাংলাদেশে মিডিয়ার মালিক কারা? (পিডিএফ)। ৪৫/১ নিউ ইস্কাটন, ২য় তলা, ঢাকা ১০০০, বাংলাদেশ: সেন্টার ফর গর্ভন্যান্স স্টাডিজ। পৃষ্ঠা ৭। আইএসবিএন 978-984-95364-1-3 
  2. "Daily English newspaper from Bangladesh - New Age"। Bangladesh Directory। ২০০৯-০৪-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-১০-০২ 
  3. "Bangladeshi Newspapers"। World Newspapers.com। সংগ্রহের তারিখ ২০০৯-১০-০৩ 

বহিঃসংযোগ সম্পাদনা