কাজী মারুফ
কাজী মারুফ (জন্ম: ৪ ডিসেম্বর, ১৯৮২) জনপ্রিয় বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা। খুব অল্প সময়েই বাংলাদেশী চলচ্চিত্রে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এই অভিনেতা। বাবা প্রখ্যাত পরিচালক কাজী হায়াৎ-এর মাধ্যমে চলচ্চিত্রে এসে তারই পরিচালনায় করা ছবি ইতিহাস দিয়ে বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
কাজী
মারুফ | |
---|---|
জন্ম | কাজী রুবায়্যাত হায়াত্ ৪ ডিসেম্বর, ১৯৮২ গোপালগঞ্জ, বাংলাদেশ |
জাতীয়তা | বাংলাদেশি |
পেশা | চলচ্চিত্র অভিনেতা |
কর্মজীবন | ২০০২–বর্তমান |
উল্লেখযোগ্য কর্ম |
|
উচ্চতা | ৫ ফুট ১০ ইঞ্চি (১.৭৮ মিটার) |
আত্মীয় | কাজী হায়াৎ (বাবা) |
পুরস্কার | জাতীয় চলচ্চিত্র পুরস্কার |
শিক্ষা জীবনসম্পাদনা
উইলস লিটল ফ্লাওয়ার থেকে ‘ও লেভেল’ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মারুফ ‘এ লেভেল’ সম্পন্ন করেন মাস্টার মাইন্ড থেকে। ২০০১ সালের ২২ ফেব্রুয়ারি তারিখে একই দিনে তিনি বিশ্ববিদ্যালয় এবং চলচ্চিত্র জীবন শুরু করেন। সকালে বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন শেষ করে বিকেল ৫টায় এফডিসি-র ১ নং ফ্লোরে ‘ইতিহাস’ চলচ্চিত্রের মহরতের মাধ্যমে তিনি চলচ্চিত্র জীবন শুরু করেন। পরবর্তীতে লন্ডন স্কুল অব কমার্স থেকে ব্যবসায় শিক্ষায় স্নাতক সম্পন্ন করেন কাজী মারুফ।
অভিনয় জীবনসম্পাদনা
অ্যাকশন ঘরানার চলচ্চিত্রের অভিনেতা কাজী মারুফ তার চলচ্চিত্র জীবন শুরু করেন ইতিহাস ছবির মাধ্যমে। কাজী হায়াৎ পরিচালিত এই চলচ্চিত্রটি মুক্তি পায় ২০০২ সালে। প্রথম ছবিতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেন কাজী মারুফ।
কাজী মারুফ সাম্প্রতিক সময়ে বাণিজ্যিক চলচ্চিত্রের পাশাপাশি বিকল্প ধারার চলচ্চিত্রে অভিনয় শুরু করেছেন। দেহরক্ষী ছবিতে নাম ভূমিকায়, আনিসুর রহমান মিলন এবং ববির পাশাপাশি দুর্দান্ত অভিনয় করেন। তবে ইভটিজিং ছবিতে তার কাশেম চরিত্রটি দর্শকপ্রিয়তা পায়। ২০১৪ সালে তিনি কাজী হায়াৎ পরিচালিত সর্বনাশা ইয়াবা ছবিতে কাজ করছেন। ২০১৫ সালে অভিনয় করেছেন মাল্টিমিডিয়া ফিল্ম প্রোডাকশন প্রযোজিত ছিন্নমূল ছায়াছবিতে। এতে তার নায়িকা লাক্স চ্যানেল আই সুপারস্টার অরিন। এছাড়াও মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত বিধ্বস্ত ও ফিরোজ খান প্রিন্স পরিচালিত শোধ প্রতিশোধ অভিনয় করেন। বিধ্বস্ত ছায়াছবিতেও মারুফের নায়িকা অরিন এবং শোধ প্রতিশোধ-এ নায়িকা মৌসুমী হামিদ ও মৌমিতা মৌ।[১] ইমদাদুল হক মিজানের পরিচালনায় বেপরোয়া প্রেমিক ছায়াছবিতেও অভিনয় করছেন । এই ছবিতে কাজী মারুফের বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়িকা মৌমিতা মৌ।[২]
চলচ্চিত্রের তালিকাসম্পাদনা
পুরস্কারসম্পাদনা
- বিজয়ী: শ্রেষ্ঠ অভিনেতা - ইতিহাস (২০০২)
আরো দেখুনসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "কাজী মারুফ নতুনরূপে"। দৈনিক মানবজমিন। ঢাকা, বাংলাদেশ। ১৮ মে ২০১৫। ১৮ মে ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০১৬।
- ↑ মাজহার বাবু (৬ জুন ২০১৫)। "নিজেদের গল্পে ছবি বানাতে হবে : মারুফ"। এনটিভি অনলাইন। ঢাকা, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০১৬।
- ↑ ক খ "ফিরছেন মারুফ"। Kalerkantho। ২০১৯-১২-০১। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১৪।
বহিঃসংযোগসম্পাদনা
- বাংলা মুভি ডেটাবেজে কাজী মারুফ