বউ শাশুড়ীর যুদ্ধ

বউ শাশুড়ীর যুদ্ধ আজাদী হাসনাত ফিরোজ পরিচালিত ২০০৩ সালের বাংলাদেশী প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র। চলচ্চিত্রটির কাহিনী লিখেছেন দেলোয়ার জাহান ঝন্টু, চিত্রনাট্য লিখেছেন ফিরোজ এবং সংলাপ লিখেছেন ছটকু আহমেদ। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন শাবনূর, ফেরদৌস আহমেদ, রিনা খান, শানুসোনিয়া

বউ শাশুড়ীর যুদ্ধ
পরিচালকআজাদী হাসনাত ফিরোজ
প্রযোজকমোশারফ হোসেন
রচয়িতাছটকু আহমেদ (সংলাপ)
চিত্রনাট্যকারআজাদী হাসানাত ফিরোজ
কাহিনিকারদেলোয়ার জাহান ঝন্টু
শ্রেষ্ঠাংশে
সুরকার
চিত্রগ্রাহকএম এইচ স্বপন
সম্পাদকতৌহিদ হোসেন চৌধুরী
মুক্তি
  • ২৬ নভেম্বর ২০০৩ (2003-11-26)
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

চলচ্চিত্রটি ২০০৩ সালের ২৬শে নভেম্বর মুক্তি পায়। এতে অভিনয় করে শানু শ্রেষ্ঠ খল অভিনয়শিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়া শাবনূর এতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে বাচসাস পুরস্কারসহ একাধিক পুরস্কার অর্জন করেন।[১]

অভিনয়শিল্পীদলসম্পাদনা

সঙ্গীতসম্পাদনা

চলচ্চিত্রটির সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুলআনোয়ার পারভেজ এবং সঙ্গীতায়োজন করেছেন ইমন সাহা। গীত রচনা করেছেন গাজী মাজহারুল আনোয়ার, মনিরুজ্জামান মনির ও আহমেদ ইমতিয়াজ বুলবুল। গানে কণ্ঠ দিয়েছেন কনকচাঁপা, এন্ড্রু কিশোর, সামিনা চৌধুরী, ও বেবী নাজনীন

গানের তালিকাসম্পাদনা

নং.শিরোনামগীতিকারসুরকারকণ্ঠশিল্পী(গণ)দৈর্ঘ্য
১."আমি বউ হতে চাই"মনিরুজ্জামান মনিরআনোয়ার পারভেজসামিনা চৌধুরী৪:২৮
২."এসো এমনি প্রেম করি"গাজী মাজহারুল আনোয়ারআহমেদ ইমতিয়াজ বুলবুলএন্ড্রু কিশোরকনকচাঁপা৪:৩২
৩."বউ শাশুড়ীর যুদ্ধে আমি"আহমেদ ইমতিয়াজ বুলবুলআহমেদ ইমতিয়াজ বুলবুলবেবী নাজনীন৪:৫৫

পুরস্কার ও মনোনয়নসম্পাদনা

পুরস্কার বিভাগ মনোনীত ফলাফল সূত্র
২৮তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ খল অভিনয়শিল্পী শানু বিজয়ী [২]
২৫তম বাচসাস পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী শাবনূর বিজয়ী [৩]
৬ষ্ঠ মেরিল-প্রথম আলো পুরস্কার শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী শাবনূর মনোনীত
লাক্স-চ্যানেল আই পারফরম্যান্স পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী শাবনূর বিজয়ী
সিজেএফবি পারফরম্যান্স পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী শাবনূর বিজয়ী
ঢালিউড অ্যাওয়ার্ড শ্রেষ্ঠ অভিনেত্রী শাবনূর বিজয়ী
গোল্ডেন নেস্ট এওয়ার্ড শ্রেষ্ঠ অভিনেত্রী শাবনূর বিজয়ী

তথ্যসূত্রসম্পাদনা

  1. আহমেদ, আফসার (২৮ জুন ২০০৪)। "32nd BACHSAS Awards: A glitzy night"দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২১ 
  2. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা (১৯৭৫-২০১২)" (পিডিএফ)এফডিসিবাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন 
  3. জোয়াদ, আবদুল্লাহ (২০১০)। বাংলাদেশের চলচ্চিত্র: পাঁচ দশকের ইতিহাস। ঢাকা: জ্যোতিপ্রকাশ। পৃষ্ঠা ৪৮০। আইএসবিএন 984-70194-0045-9 

বহিঃসংযোগসম্পাদনা